লনডনি ঘুষ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৮/০৯/২০০৭ - ১১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছারপোকা কি চিজ? জানা ছিল না, দু মাস আগ পরযনতো। এই নতুন flat এর সবই ভালো ছিল কিনতু allah ই জানে এই জালিমের দল কিভাবে পয়দা হল। রাতে ঘুম হয় না, সকালে উঠলে মনে হয় শরীরে এক কেজি রকতো কম, আর সারাদিন য়সমভব সব জায়গায় চুলকানি। সোজা ভাষায় দৌড়ের উপরে রাখছে এই পিচচি পোকা।
Council এ কল দেওয়া হল, পোকা মারতে আস।
কিনতু পোকার হায়াত বেশি, জানা গেলো এটা epidemic এর মত হয়ে গেছে। এক মাসের আগে ডেট নাই। কি আর করা, ততদিন পরযনতো রকতোদান করমোসূচী চালালাম।
য়বশেষে আজ সেই শুভদিন, ঘুম তেকে উঠে দেখি এক গোরা spray can নিয়া হাজির। কিনতু যিনি বাসা ভাড়া নিয়েছেন তিনি তার সাতে কতা বলে জানতে পারলেন বাড়ির মালিকের ওনুমতি ছাড়া পোকা মারা যাবে না, এমনকি তিনি fee payও করতে পারবেন না, ওটাও বাড়ির মালিককে bank এ গিয়ে pay করতে হবে। ওই ভাই তো হতভমবো, আমারে পোকা কামড়ায়া শেষ করে ফেললো , আর ওরে মারতে আমার আরেকজনের ওনুমতি লাগবে। বিশাল সমসসা, বাড়ির মালিক কে চাইলেই তো এখন পাওয়া যাবেনা, আর আজকে কাজ না হলে আবার কবে dateপরবে কে জানে। কিনতু ওই গোরা তো পোকার পাখায় পানি মারতেও রাজি না, inceticide sprayকরা তো দূরের কতা। আমি তো তখন পোকার হাসি শোনা সুরু করছি, আরো এক মাসে তো আমরা খোরমা হয়া যামু।

যাই হোক সব মুশকিলের ই আসান আছে, সবার উপর pound সততো, আরেকবার proved। সামাননো কিছু দরশনির বিনিময়ে গোরার উচচ শির নত হয়ে এল। যদিও কাগজে কলমে এই flatএখনো ছারপোকার কবলে, off the recordওরা মৃত।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অতিথি ভাই আপনার নামটাতো জানা হল না!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঘুষ দেয়ার কায়দাটা বিস্তারিত বললে ভালো হতো আমার জন্য। এই শিল্পটা আমার একদম আসে না। কৌশলগুলো জানা যেতো।

ভালো কথা, ঘুষ দেয়ার কায়দা নিয়ে একটা আস্ত পোস্টই ঝাড়া যায়। যাদের বিভিন্ন জায়গায় ঘুষ দেয়ার অভিজ্ঞতা আছে তারা একটা ট্রাই করতে পারেন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ফ্রুলিক্স এর ছবি

লন্ডন শহরের বাড়ির মালিকদের আমার কাছে খুবই নির্দয় মনে হয়েছে। লোকগুলো টয়লেটে পানি ঠালতেও হিসেব করে। বিশেষ করে বুড়োগুলো তো এক একটা হাড় কিপটা।

বিপ্লব রহমান এর ছবি

অ্যাঁ!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।