শেষ বিকেলের নীল: কষ্টের সমাধি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৯/১০/২০০৭ - ৬:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাবিনি এভাবে আমার কষ্টের সমাধি হবে। পন্ড হয়েছে হয়ত অনেক কিছুই। তার পরেও ভালো লাগছে। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে 'কষ্টগুলো আর নেই, মৃত মানুষের মত বেচে থাকা আর নয়, সদ্য ফোঁটা কোন কুড়ির মত নবজীবনে আজ নতুন করে চলার সাহস পেলাম।

শেষ বিকেলের আবছা নীলে ভাবতে বেশ ভালোই লাগছে, আজ ভালবাসা র্পূণ হয়েছে। আয়োজনের কোন কমতি ছিলনা, চারদিকে পর্যাপ্ত আলো ছিল, মৃদু বাতাস ছিল, সুন্দর বিকেল ছিল, আর কি চাই শুধু একটু মিথ্যা ভালবাসার অভিনয় করার জন্য? জীবনের কতটুকু সময় পার হলে আমরা ভাবতে পারি প্রিয় মানুষের প্রতি আমাদের ভালবাসা কমে গেছে। হয়ত কেউ বলতে পারবে না। ভাবতেই ভাল লাগছে আজ আমি পেরেছি প্রিয় মানুষটির সেই ভালবাসা আজ মিথ্যা করে দিয়েছি। তাই আজকের এই আবছা নীলের শেষ বিকেল দারুন লাগছে। মনে হচ্ছে আবার বোধ হয় প্রিয় মানুষটির সেই ভালবাসা নতুনভাবে বুঝতে জানতে শিখবো। সব সময় একটা জিনিস ভাবি পৃথিবীর কোন জিনিসটা আছে যাকে ভালনাবেসে শুধুই অপলক ভাবে দেখে থাকা যায়। হয়ত সামান্য এই বয়সে তার কিছুই দেখিনি বা জানিওনা।

প্রতিটি মানুষের কাছে তার একান্ত প্রিয় মানুষটি বোধ করি সবচাইতে সুন্দর আর সুন্দরকে কে না ভালবাসতে চায়। হয়ত সবাই প্রিয় সুন্দরকে খুব সহজেই ভালবাসতে পারে । অপলক কোন সৌন্দর্ষ কে আমি ভালবাসতে চাই না। ভালবেসে সুন্দরতার অপমান করতে চাই না। হ্যা আজ আমার প্রিয় মানুষটি এসেছিল । তাই অনেক কিছুর আয়োজন ছিল। অনেকটা সময়ের জন্য সে এসেছিল। আজ অপলক ভাবে দেখার প্রবল ইচ্ছা থাকলেও কেন জানি পারিনি। শুধুই ভাবছিলাম আবার হয়ত অন্য কোন দিন। অনেক কথা হয়েছিল তার সাথে। নতুন জীবনের কথা , কেমন চলছে তার সংসার জীবন, কেমন চলছে তার দাম্পত্য জীবন। ভালোই লাগলো তার নতুন অতিথি আসার কথা শুনে।

হু কেমন জানি সবাই একটা সময় পেরিয়ে সব কিছুর মধ্যই সাফল্য পেয়ে যায়। ভালোই। কোন প্রিয় মানুষের এত সুখ দেখে ভালোই লাগে। নিজের ভেতরের কষ্টগুলো আর বাড়তে দিতে চাইনা। আছি আমিও বেশ । ভালোই আছি। যাবার বেলায় তার শেষ প্রশ্নের উওর খুজে বেড়াচ্ছি 'এখন ও কি পাগলামিটা আছে? প্রিয় ভালবাসার মানুষকে এখন ভালবাসতে শিখনি?'

হুমম জবাব পেয়েছি। এভাবে চলুক, না হয় আমি এভাবেই থাকবো, অপলক কোন প্রিয় সুন্দরকে খুজে খুজে বেড়াবো। কারন প্রিয় সুন্দরকে ভালবাসা বোধ করি ভাগ্য বিধাতা নির্ধারন করেন।

অন্তজ


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

অতিথি হয়ে কেনো?ভেতরে আসুন।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অতিথি লেখক এর ছবি

কিভাবে আসি ভাই! সবাই মিলে চাইলে তারপরেই তো আসতে পারবো। আপনাকে কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।