বিড়ালটি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৩/১১/২০০৭ - ৫:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমরা চলে যাচ্ছ, ট্রাকে মালামাল উঠে গেছে সব, এক জীবনে মানুষের কতবার যে বাড়িবদল জরুরি হতে পারে মানুষও বুঝি তা জানে না

একদিন এভাবেই ট্রাকে মাল বোঝাই করে রেলিঙ ঘেরা এই বাড়ির একতলায় তোমরা নোঙর ফেলেছিলে-- অতিথি পাখি ও গৃহস্থ বিড়াল একদিন ভোরবেলা চার সদস্যের একটি নির্ঝঞ্ঝাট পরিবার দেখে আহ্লাদে উল্লাস করেছিল

তোমরা ত্যাগ করে যাচ্ছ একটি অভ্যস্ত পরিমণ্ডল, তার বিয়োগ ব্যথায় তুমি কাঁদলে তোমার মা কাঁদল, ট্রাকের সিটে গিয়ে বসলে সবাই, তুমি, তোমার মা, ছোট ভাই, কুমারী আত্মীয়া-- বাবাকে তো আগেই রেখে এসেছ অনিবার্য মাটির বিছানে

গাড়ি স্টার্ট নিতেই তাড়াতাড়ি হাত নাড়লে তোমরা সবাই, শেষবার তাকালে, বাড়িওয়ালা অনুভূতিহীন, তখনই টাঙিয়ে দিচ্ছেন ভাড়াটে ধরার 'টু লেট' বাহানা, ঘরে জল ঢেলে ধুয়েমুছে দেয়া হচ্ছে তোমাদের সুদীর্ঘ ছোঁয়া

সব মায়া কাটিয়ে বাধ্য হয়ে তোমরা শহরান্তরে যাচ্ছ, পেছনে কাজলা বিড়ালটি দৌড়াচ্ছে... দৌড়াচ্ছে... দৌ...ড়া...চ্ছে


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লাগল লেখাটি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কালোবিড়াল এর ছবি

চারিদিকে শুধুই দেখি বিড়াল; গৃহস্থ বিড়াল, কাজলা বিড়াল, কালো বিড়াল, মোহম্মদ বিড়াল। প্রব্লেমটা কি? লেখাটা ভালো লাগলো, এনজয় করলাম।

হাসান মোরশেদ এর ছবি

আহারে মায়া!
সম্মানিত অতিথির নাম জানা হলোনা যে ।
লিখুন আরো অনেক মায়া ও মায়াহীনতার গল্প
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আহমেদুর রশীদ এর ছবি

মন ছূঁয়ে গেলো।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মুজিব মেহদী এর ছবি

হাসান মোরশেদ ভাই, লেখার শেষে ভুল করে নামটা দেয়া হয় নি। গতকাল একটা পোস্ট করেছি নাম দিয়েই, কিন্তু ওটি প্রথম পাতায় কলকে পায় নি। লেখাটির কোমরে হয়ত জোর কম ছিল!
--মুজিব মেহদী

অতিথি লেখক এর ছবি

লিখুন আরো - কিছু কাক নিয়ে, ৫০ পয়সার মুড়ি দিয়ে যাকে জড়িয়েছিলেন - কাল ভোরে সে যখন দেখবে শূন্য ঘর, অথবা দেখবে মানুষ দেখবে না ছোট দুটি হাত, যে ডাকে আয় খুকু আয়- যেমনটি করতো আমার ছোট বোনটি। এরকম কিছু।

ভাল লাগলো।

- রেনেসা

nazmul_ahsan13@yahoo.com

মুজিব মেহদী এর ছবি

মি. রেনেসা, কাক নিয়ে একটা লেখা আছে আমার, এটি 'ময়দানের হাওয়া' গ্রন্থে অন্তর্ভুক্ত। পড়ুন:

বর্ষানিদ্রা

একটা বিষন্ন ভেজা কাক তেতলার কার্নিশে বসে চালুনি-আকাশের প্রতি করছে লাগাতার বিষোদগার, আয়নায় দেখা আমার এখনকার কুঞ্চিত মুখাবয়বের সাথে নিবিড় এক সাদৃশ্য দেখে ওর, এ উপাত্তটি আমি আন্দাজ করেছি যে ওতে ও আমাতে অমিলের চেয়ে মিলই এখন বেশি-- এ বেলায় ভুখা আছি দু'জনেই, নিঃসঙ্গতা দু'জনেরই সঙ্গী এখন, যেটুকু অমিল শুধু অবস্থানসূচক, আমি আছি গৃহবন্দি কাকটা বন্দি কার্নিশে, চুল আর বালের পার্থক্যের মতো যা মাইনর খুব

সকল বঞ্চিতই পৃথিবীতে একজাত, সাজাত্যপ্রেমে তাই ডাক দিয়ে বলি, ওহে ভাই জাতভাই, এ বেলায় ডুবি আসো বর্ষানিদ্রায়

নিঘাত তিথি এর ছবি

আহা, কত মায়ার জাল ছড়ানো জগৎ জুড়ে...
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।