আর কতো নষ্ট হওয়া যায়?

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ০৪/০৬/২০০৭ - ৫:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:
আর কতো নষ্ট হওয়া যায় মৃতচাঁদ প্রশ্ন রাখে মাঝরাতে সুরমার বুকে পদ্মা মেঘ্না যমুনার বুকে, আর কতো নষ্ট হওয়া যায়? খোঁজে জ্যোৎস্না তীরে তীরে নষ্টভ্রষ্ট মানুষের মুখ সে জানে গতায়ূ চাঁদে উৎস তার সূর্যের ময়ূখ ।। **দিলওয়ারের কবিতা, পড়েছেন কেউ?

মন্তব্য

সচলায়তন এর ছবি
ছবি নেই কেন?

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হাসান মোরশেদ এর ছবি
ওকেলা! ছবি দেবো এর পরে

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
পড়ি নাই আগে। এখন পড়লাম। দারুণ।
হাসান মোরশেদ এর ছবি
এই মানুষটা ও শেষবয়সে এসে আল-মাহমুদের মতো হয়ে গেছে ।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সচলায়তন এর ছবি
"নষ্ট হবার কষ্ট আছে বড় আনন্দে তাই দুঃখ জড়ো করো"

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হাসান মোরশেদ এর ছবি
এই রকম ছন্দ মিলানো কবিতা পড়েছিলাম একজনের, সামহোয়ারে। নাম তার 'মাশীদ' । এডমিন মহাশয় কি সেই কবির কাছ থেকে কপি-পেষ্ট মারলেন?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নজমুল আলবাব এর ছবি
দিলুভাইয়ের ব্যাপারে মনে হয় মোরশেদ মামা ঠিক বল্লানা। এই লোকটা ততটা নষ্ট হয়নাই যতটা নষ্ট হলে তারে ধান্দাবাজ বলা যায়। সে এখনও কবিতা আর রবীন্দ্রনাথ আর বঙ্গবন্ধুর গল্প বলে দিনমান। এখনও শিশুর মত বলে স্বাধীনতার সেই গল্পগুলো। তবে বয়সের কারনে অনেকটাই শিশুসুলভ আচরন করেন এখন।
সৌরভ এর ছবি
পড়লাম । পড়ি নাই আগে । -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

হযবরল এর ছবি
আগে পড়ি নাই, পড়লাম এইমাত্র।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।