পানপর্ব-৬

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৩/০৮/২০০৭ - ৬:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

small






শরীরে জ্বর এলে মনে পড়ে,মনের ও অসুখ হয়েছিলো;
এইপথে,সেইপথে,কতোপথে মিছে ঘুরোঘুরি ।কখনো
বেখেয়ালে সন্ধ্যা ঘনালে ঠক ঠক কড়া নাড়ি এই সেই
তাহাদের বাড়ী ।
তাহাদের বড়ো লাবন্য হয়,রংগীন ঝরোকাময় সন্ধ্যা ও রাতের প্রহর । আনন্দ হয়,বড়ো আনন্দ হায়!-কে পাখী গান গেয়ে যায় বিষাদের ঝড় । মন বেচাইন হয়, হায় বেচাইন মন ।
এতো বেচাইন হতে যে শাস্ত্রে আছে মানা । কেনো মিছে ডানা ঝাপ্টাও সোনা? দুরে বহুদুরে আরো দূরে চলে গেছে দুরবাসী মেঘ । এই বার গিলতে পারো নির্জলা আরো দুচার পেগ ।
চুমুকে চুমুকে বাড়ুক মনের অসুখ । চেপেচুপে রাখো । আগে তো আসুক । শরীরে জ্বর আসুক ।জ্বর এলে তবে মনে করা যাবে একদা কবে,কবে যেনো মনের ও হয়েছিলো অসুখ ।

***আগষ্টের ৩ । প্রথম প্রহর
বিলাতের ঘড়ি


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

সাধু! সাধু!! সাধু!!!


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

পানপর্ব থামাবো কোথায় বলোতো?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুহম্মদ জুবায়ের এর ছবি

সবাই নেশায় ঢুলু ঢুলু হলে তারপর থামার কথা। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ঝরাপাতা এর ছবি

কি অলক্ষুণে কথা! পানপর্ব থামবে কেন? পানপর্ব চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

জ্বিনের বাদশা এর ছবি

বর্ণ আর অক্ষর গিলেই সুধাপান হলো
পানপর্ব থামবে কেন? হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসান মোরশেদ এর ছবি

ইনফিনিটি ইনফিনিটি...শুন্য শুন্য...অনন্ত নামের নিশ্চিত শুন্যতা ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থামবে কোন চলুক বস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দুরে বহুদুরে আরো দূরে চলে গেছে দুরবাসী মেঘ ।
এই বার গিলতে পারো নির্জলা আরো দুচার পেগ ।

দূরে চলে যাওয়ার সেই দু:খ তো আর এ জীবনে শেষ হওয়ার না। এইতো যথেষ্ট কারণ হিসেবে যে আজীবন পান বা পানপর্ব থামবে না।

অনুপ্রেরণা হারিয়ে ফেললে মাঝে মাঝে খৈয়াম বের করে উঁকি দেবেন। দেখবেন পানপর্ব ফুরাবে না।

-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি এর ছবি

Dear Hasan,
Got ur writing after long days.No comment as usual. Just to say hello,just keep it up, dont give up please.

Nil

হাসান মোরশেদ এর ছবি

অতিথি মাননীয়াঃ
খুঁজে বের করে পড়ার জন্য সবিশেষ কৃতজ্ঞতা । আমার আবার খোঁজাখুজি তে বেজায় ক্লান্তি । গিভাপ তো নিজ থেকে করিনা তেমন । কেউ ছেড়ে গেল কি আর করা । উইশ ইউ গুড লাক হাসি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।