প্রবাসে দৈবের বশে ০২৪

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১৯/১২/২০০৭ - ১০:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কাসেলে শীত এতদিন নতুন বউয়ের লজ্জা নিয়ে নেমেছিলো। নাচতে নেমে ঘোমটাও বলা যায়। সক্কালবেলা বুলেটজমানো ঠান্ডা পড়লেও দুপুরেই হয়তো বেশ চনমনে রোদ, কিংবা মেঘলা আকাশসহ মাঝারিমাপের শীত। আজ ভোরে বাইরে তাকিয়ে দেখি শীত মাথার ঘোমটা কোমরে পেঁচিয়ে নেমে পড়েছে স্বমূর্তিতে।

যদিও আমার জ্যাকেটের রংলাল নয়, তবুও সেদিন এক পিচকি আমাকে সান্তাক্লজ বলে ভুল করে বসেছে। রাস্তায় নেমেছি আপাদমস্তক ঢেকেঢুকে, সন্ধ্যা হয় হয় (এখন বেলা সাড়ে চারটার দিকেই চারদিক গোমড়া হয়ে আসে, আর সূর্য ওঠে পৌনে আটটার দিকে), ফুটপাথে দেখি পুচকি একটা মেয়ে ঘুরে ঘুরে নাচছে, সাথে তার মা, সেই মহিলাও পিচ্চির সাথে নেচে বেড়াচ্ছেন। আমি সাবধানে মা আর মেয়েকে বাঁচিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় শুনি পিচকি বলছে, "ইস্ট এর নিকলাউস? (এ কি সান্তাক্লজ?)।" পিচকির মা তো হেসে খুন। আমাকে বললেন, "এন্টশুলডিগুং! হো হো হো! হি হি হি! নে, এর ইস্ট নিষ্ট নিকলাউস!" আরেক ব্যাটা আসছিলো হেঁটে, এত হাসির বহর দেখে সেও দাঁড়িয়ে পড়লো ঘটনা কি শোনার জন্য। সব শুনে সে-ও হাসি শুরু করলো। পিচকির মা আরেকবার আমার কাছে মাপ চেয়ে মেয়েকে নিয়ে নাচতে নাচতে চলে গেলেন।

ফট করে ঠান্ডা নামায় দেখলাম ক্লাসের অনেকেই সর্দি বাঁধিয়ে ফেলেছে। আমি মোটে সর্দি কাটিয়ে উঠেছি, হঠাৎ শীত ভালোই লাগছে। মাঝে মাঝে অবশ্য কনকনে হাওয়া চালায়, তখন তাপমাত্রা যতই থাকুক, বুলেট জমে যায়।

একের পর এক কাজ জমে যাচ্ছে কিভাবে যেন, সেদিন কাগজে টুকে রাখতে গিয়ে দেখি আমার কপালে দুঃখই আছে বড়দিনের ছুটিতে। বাংলাদেশে বায়ুশক্তির ওপর একখান, ঈস্টারদ্বীপে জনসংখ্যাহ্রাসের ওপর একখান, সৌরতাপের ওপর একখান আর সদ্যসমাপ্ত জবমোটরের ওপর একখান। চামে চিকনে আরো গোটা চারেক চেপে যেতে পারে কাঁধে।

ভাবছি একটা স্বোৎসারিত রেসিপি সিরিজ শুরু করবো। নাম রেখেছি রসময় রেসিপি। একেবারেই উন্মুক্ত, মোটেও গুপ্ত নয়। শিগগীরই ছাড়বো। প্রবাসে যারা একাকী রান্নাবান্না ব্যাপারটা সবেমাত্র শুরু করেছেন, তাদের কাজে দেবে। ভাষাটা একটু ইয়ে, কাজেই রয়েসয়ে পড়াই ভালো।


মন্তব্য

নিঝুম এর ছবি

"গুপ্ত" হইলেও ক্ষতি নাই।উত্তেজনা নিয়া পড়া যাইব।
জীবনে উত্তেজনার দরকার আছে...কি বলেন??

আর,এম্নি কইরা প্যাকেট হইয়া রাস্তায় বাইর হইলে,লগে কিছু চকলেট রাইখেন।
তাইলে পুরাই সান্তা-হিমু।বরফের জলদসসু
--------------------------------------------------------
জায়গায় খাইয়া, জায়গায় ব্রেক...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হিমু আপনি এত চাপের মধ্যে থেকেও এত লেখেন কিভাবে?

হিমু এর ছবি

ঘ্যাজম্যাজ করে কিছু লিখি আর কি ... লেখা পদবাচ্য না এগুলি।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বুলেট নিয়ে আপনার বেশ সমস্যা যাচ্ছে ইদানীং, বোঝা যাচ্ছে চোখ টিপি
লেখায়, কমেন্টে এই শব্দটার ছড়াছড়ি...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

আহেম! কামরাঙা ছড়া দাগুন কিছু।


হাঁটুপানির জলদস্যু

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সে রেসিপি কি গুপ্তই থেকে গেছে? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।