শিঙালো ছড়া ০৫

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৯/০২/২০০৮ - ৫:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।


shingalo

০৫-১ লেখাপড়া

আমার স্কুলের মিলি দিদিমণি
বাংলা পড়ান ক্লাসে
তাঁকে দেখে শুধু ভূগোলের কথা
বারে বারে মনে আসে।

০৫-২ জ্যামিতি

১.
তুমি ভালোবাসো সরলরেখাকে
আমি ভালোবাসি বৃত্ত
কেন্দ্রের কথা মনে হলে পড়ে
চঞ্চল হয় এ চিত্ত!

২.
জানতে চেয়েছো, দৈর্ঘ্যের কথা
সাথে চেয়েছিলে প্রস্থ
জানাবো, কিন্তু তার আগে বলো
করবে তো তা মুখস্থ?

০৫-৩

দরজার তালা গোলগাল, তাতে
যখনই ঢোকাই চাবি
বিশ্বাস করো, সখিনা, তখন
তোমাকেই শুধু ভাবি।
তবে ঘরে ঢুকে ছিটকিনিটাকে
ঢোকানোর পালা খাপে,
তোমাকে নয় আর, জরিনার কথা
মনে পড়ে ধাপে ধাপে।
জুতোটুতো খুলে তারপর শেষে
যখন খুলেছি মোজা,
কেন যেন, জানো, জুলেখার কথা
মনে পড়ে যায় সোজা।
চপ্পল কেনা সদ্য, যখন
পরি পায়ে আঁটো লাগে
শ্রীলেখার কথা মনে পড়ে যায়
কেন যে সবার আগে?
টয়লেটে গিয়ে দেখি জানালাটা
হাট করে আছে খোলা
সখিনা, তোমাকে ফের মনে পড়ে
হায়, আমি মনভোলা।


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ফাটাইছেন! (তালিয়া)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

পুরা পীথাগোরাস!

অতিথি লেখক এর ছবি

আপনি পারেন! চার লাইনের লেখাপড়া আর জ্যামিতিগুলো চমৎকার!
- শামীম হক

ধুসর গোধূলি এর ছবি
সুজন চৌধুরী এর ছবি

পরজীবনে তো শুনি পরমানন্দ!!!
ভয়ের আবার কি হইলো?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ধুসর গোধূলি এর ছবি

- এই পরজীবন তো সেই পরজীবন নাগো সুজন্দা!
ঠিক যেমন পাষন্ড মানেই পাশ-অন্ড না চোখ টিপি
তবে ছড়াকারের ব্যাপার আলাদা।
_________________________________
<সযতনে বেখেয়াল>

রাতুল এর ছবি

হিমু ভাই তো দেখিতেছি সেই কবেই পাকিয়া গিয়াছে।

পরিবর্তনশীল এর ছবি

হাসতে হাসতে পেট ফাইটা গেল
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

অমিত এর ছবি

২ নম্বরটা সেরম

মাহবুব লীলেন এর ছবি

আপনার প্রথম সন্তান আমার দুবছরের বড়ো
শাড়ির ধরনটা একটু পাল্টে পরবেন প্লিজ?

বহু আগে লেখা। আমার কবন্ধ জিরাফ বইয়ের একটি কবিতা
আপনার এই রচনাবলীর সাথে যায়?

স্বপ্নাহত এর ছবি

২ নম্বরটা সেরম
=-=-=-=-=-=-

হো হো হো

=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

বিপ্লব রহমান এর ছবি

(বিপ্লব)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগলো। উতসাহ নিয়ে পড়ছি সিরিজটি।

-জাহিদ হোসেন
_________________________________যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অতিথি লেখক এর ছবি

ভূগোল, সরলরেখা, বৃত্ত, কেন্দ্র ..... - কি উপমা ! হিমু ভাই যে দেখছি - সাক্ষাৎ নির্মলেন্দু গুণের গুরু!!!

ফেরারী ফেরদৌস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।