ফুটোস্কোপিক গল্প ০১১

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ১০/০৮/২০০৮ - ৪:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফুটোস্কোপিক গল্প হচ্ছে ফুটোস্কোপ দিয়ে দেখা গল্প। সামান্যই দেখা যায়।

চারদিকে গোলাপী মেঘ ভাসছে। দূর থেকে ভেসে আসছে অপ্সরাদের খিলখিল হাসি। আরো দূর থেকে ভেসে আসছে সেতারের শব্দ। পন্ডিত ববিঝঙ্কার নিশ্চয়ই, ভাবে ধূসর গোধূলি। আরো দূর থেকে ভেসে আসছে বহুকণ্ঠে প্রবল শীৎকার। ধূসর গোধূলির মুখটা কালো হয়ে যায়। শালা হিমুর বাচ্চা হিমু, দুনিয়াতে সারাটা জীবন আকামকুকাম করে স্বর্গে সিঁদ কেটে ঢুকে সত্তরটা হুর নিয়ে পার্টি করে বেড়াচ্ছে। ধূসর বিড়বিড় করে গালি দিতে থাকে।

পায়ের নিচের মেঘটা যেন একটু গরম গরম লাগতে থাকে। অপ্সরাদের খিলখিল হাসি স্তিমিত হয়ে আসতে থাকে ক্রমশ, ববিঝঙ্কারের সেতার প্রায় মিলিয়ে যায়, হিমুর হুরসঙ্কুল পার্টির হৈহুল্লোড় মিলিয়ে যায় একদমই। এবার ভেসে আসতে থাকে ভয়ঙ্কর সব আর্তনাদ। গোলাপী মেঘ মিলিয়ে যায় চোখের সামনে থেকে। সামনে কেবল বজ্রপাতবহুল কালো মেঘ, সেই মেঘের গায়ে আগুনের ছায়া। নিচে যতদূর চোখ যায় শুধু আগুন আর আগুন। সেইখানে পাপীতাপীরা দগ্ধে মরছে। ধূসরের কানে ভেসে আসে পাক সার জমিন সাদ বাদ। গোটা পাকিস্তানি জাতিটাই আছে তাহলে এখানে! আরো ভেসে আসে খাচ্চু বাচ্চুর গান। ধূসর কানে আঙুল দেয়। নরক তাহলে এমনি! এইখানে সারাদিন খাচ্চুর গান বাজে!

হঠাৎ মেঘটা হল্ট করে। আকাশে পর্দার মতো সরে যায় মেঘ, এক অপূর্ব আলোর ছটা এসে গ্রাস করে সব কিছু।

ধূসর কাঁপতে থাকে। ঈশ্বরের সামনে অবশেষে হাজির হয়েছে সে।

ঈশ্বর মোলায়েম হাসেন। "কী, শুনলাম তুমি নাকি আমাকে একটা প্রশ্ন করতে চাও?"

ধূসর ঢোঁক গিলে মাথা ঝাঁকায়।

ঈশ্বর হাসেন। "টেনশন করে তো কোন লাভ নেই। তুমি স্বর্গে যাবে না নরকে যাবে তা এখনো হিসেব করে দেখা বাকি। দিন আষ্টেক সময় লাগবে। পরশু-তরশু এখানে সরকারি ছুটি। আমাকে এখন জিজ্ঞেস করে কোন লাভ নেই ...।"

ধূসর বাগড়া দিয়ে বসে। "আমি ঐসব জিগাইতে আসি নাই।"

ঈশ্বর থতমত খান। "তবে? কী তাহলে তোমার প্রশ্ন?"

ধূসর গলা খাঁকারি দিয়ে বলে, "ইয়ে, আপনার কোন শালি আছে?"

(সমাপ্ত)


মন্তব্য

মনজুরাউল এর ছবি

দেলেন তো দেলেন ধু.গো.দুলাভাইরে ফুটোস্কোপিক বানায়া দেলেন ?!

বোঝা গেল ফুটোস্কোপ দিয়ে শুধু শালি-ই দেখা যায় !
ফুটোস্কোপের জয় হোক।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ফাটাফাটি! গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

হিমু এর ছবি

কোয়ল্নে গেলে ব্র্যান্ডি খাওয়াইস। ভাত-গরুরমাংস তো না কইলেও খাওয়াবি, তাই কইলাম না।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- আমি আরও চিন্তা কর্তাছিলাম, তোর রেসিপি বাণিজ্য কেমন চলবো ঐটা আমরা 'জাজ' হিসাবে আগে চাইখা দেইখা তোরে ইয়েস কার্ড দিমু।

হাজার হোক, জনগণের খিচুড়িপিডা খাওয়ার আগে যদি দোস্ত হিসাবে তোরে হালকার উপরে পাতলা প্র্যাকটিসটাই না করাইলাম তাইলে ক্যামনে ক' দেহি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি
ক্যামেলিয়া আলম এর ছবি

নরক কনফার্ম করলেন---------!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মৃদুল আহমেদ এর ছবি

উদ্ধৃতি :
ধূসর কানে আঙুল দেয়। নরক তাহলে এমনি! এইখানে সারাদিন খাচ্চুর গান বাজে!
হা হা হি হি হো হো...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আলমগীর এর ছবি

হিমু
পাম না দিয়েই কই। এই ফুটোস্কোপিক পড়তে পড়তেই আমার এখানে আসা। রবি ঠাকুরের সিরিজ ছিল সেসময়। ধুগো যে এ চিয়ায় পড়বে ভাবতে পারি নাই।

হিমু এর ছবি

রবিকে কয়েকপর্বের জন্যে ছুটি দিয়ে শনির পেছনে লেগেছি আর কি, হে হে হে ...!


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- দোস্ত, শনি মেম্বর ওরফে দ্রোহী মেম্বরের পিছে লাগলা ক্যান? তিনি তো লোহার জাইঙ্গা ইউজ করেন শুনলাম। তুমিও তো মডেল আছিলা উক্ত জিনিষের। এখন একজন আরেকজনের পিছে লাগলে তো খালি টুংটাং আওয়াজ হয়! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

ফুটোস্কোপিক ০১২ তেও নায়ক হইতে চাস? এতো সোজা? নেপোলিয়ন কিন্না রাখ এক বোতল। মেহমান্দারি ঠিকমতো কর, তারপর দেখা যাবে। আবঝাব কথাবার্তা বলে কোন ফায়দা হবে না।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি

বললাম তো, এত সস্তা না। রবিঠাকুর সারাটা জীবন জান দিয়ে লেখালেখি করে ফুটোস্কোপে উঠে এসেছেন, রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে। তোকে নিয়ে একটা লিখতেই ফেঁপে ওঠার কোন কারণ দেখি না। ভাঁড়ামি চালিয়ে যা বছরখানেক, তারপর আরেকটায় তোর নাম উঠলেও উঠতে পারে।


হাঁটুপানির জলদস্যু

কীর্তিনাশা এর ছবি

অসাধারন! হেভি মজা পাইলাম। ধুগো ভাই'র শালী সন্ধান সফল হউক!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৌরভ এর ছবি

হাহ হা। পচাইসে রে।


আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি

দেঁতো হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ফারুক হাসান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
জটিল হয়েছে, হিমু ভাই !
তবে ধুগোকে আরো একটু পঁচানি দিলেও আমরা মাইন্ড করতাম না।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

মজা হইছে।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

ভূঁতের বাচ্চা এর ছবি

হ ! এই না হইলে ধুগো ভাই ! হিমুদার মতন করিতকর্মা বন্ধু থাকতেও যদি ঈশ্বরের শালিকেই না জুটাতে পারে তাহলে তো লজ্জা হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা ঈশ্বর আবার এতোদিন চাইতেছিল কেন ? ইনিও কি ঘুষের ধান্দায় আছেন নাকি ?

--------------------------------------------------------

নিরিবিলি এর ছবি

সেরকম মজার হইছে ভাই =))গড়াগড়ি দিয়া হাসি

মুহম্মদ জুবায়ের এর ছবি

হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শালি সংশ্লিষ্ট "শালিশ" আর কদ্দিন চলবে? হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।