জ্বরবিকারঃ বিষ্টি বিষ্টি ছড়া

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৫/১০/২০০৮ - ৯:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সিক্তা বাদুড়ী ঠ্যাং তুলে ভিজে
দাদুরীরা গায় গান
মাধুরীর দল চোলি খলবল
মন করে আনচান
আদুর শরীর মাদুরে বিছায়ে
দিনমান থাকি ভুঁয়ে
চটিবই হাতে ঝালমুড়ি সাথে
খ্যাতামুড়ি দিয়ে শুয়ে।
বাহিরে বৃষ্টি পড়ছে পড়ুক
মোর কী বা তাতে ল্যাঠা
এরই মাঝে মোরে বাজারে পাঠাবে
সে কথা জানিতো ক্যাঠা?
ভিজে ভিজে মোর নিমোনিয়া হলে
সেবা কে করিবে মোরে?
অনাগতা জায়া শুধু মিছে মায়া
রাতেই ধরিলো জ্বরে।
দুই দিন ব্যাপী জ্বরে ভুগে কাঁপি
বড়ি সেবি ঘন ঘন
ব্লগেও ঢুকিয়া নাকে কাঁদি কত
পড়ে হাসে জনগণ।
নিঠুর দুনিয়া সমবেদনার
ধার আর নাহি ধারে
দন্ত বিকাশি চলে তারা হাসি
হুল দিয়া যায় গাঁড়ে।
রসে রসে ব্লগ পড়ে উপচিয়া
আমার নয়নে জল
ছড়া বাঁধি আর সরবে ফুকারি
জয় প্যারাসিটামল।



পুনশ্চঃ বহু আগে অন্যত্র প্রকাশিত। কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অন অ্যান্ড অন, হার্ডার, হার্ডার ... !


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

হিমু ভাই আজকাল অতীত জ্বরে ভুগতেসে মনে হয় চিন্তিত

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

স্নিগ্ধা এর ছবি

জয় প্যারাসিটামল।

আমিও তাই বলি - আমারো একই অবস্থা মন খারাপ

জিফরান খালেদ এর ছবি

অন অ্যান্ড অন, হার্ডার, হার্ডার ... !

হাহাহা... হিমু ভাইটা জ্বর, এবং কিছু কিছু শব্দ ছাড়তেসেন না একদমি...

এইগুলা ছাড়েন, জ্বরও যাইবগা...

ছড়া বিষম হইসে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খাইছে... মৃদুল গেলো পূজার ছুটিতে... এদিকে ছড়াস্থান বেদখল হইতে উপক্রম...

এখন আর ছড়া লেখেন না?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

এই এক্টু ... চামে দিয়া বামে ছাড়লাম আর কি। ঘাগু ছড়াকারেরা আবার লেখা শুরু করলেই দোকান গুটাইয়া ভাগা মারুম।

এখন আর কিছুই লিখতে পারছি না, শরীর ভালো নাই।

আসেন কামের কথা বলি। আপনার নায়িকারা কেমন আছে? সুবহানাল্লাহ! সিনেমাটার কামে নাইমা পড়েন বস। এমন ভিলেন কোথাও খুঁজে পাবে নাকো তুমি ...। নাচ-গান-মারপিট-ধর্ষণ সবকিছুতেই ধামাকা দেখায় দিবো, খালি একবার শুরু করেন!


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নায়িকারা ভালো আছে। ফিল্ম হবে আগামী বছর... ততদিনে আপনার শরীর সুস্থ হউক... নাইলে ঐসব করবেন কেম্নে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

প্যারাসিটামল আছে না?


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ডায়রিয়ার ওষুধের নাম ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"প্যারাসিটামল" হলে মানাতো বেশি খাইছে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হো হো হো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
খেকশিয়াল এর ছবি

চারদিকে সর্দি কাশি জ্বর নাকের পানি, কেম্নে কি ?!

ছড়াটা কোপাকুপি !!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
নিঠুর দুনিয়া সমবেদনার
ধার আর নাহি ধারে
দন্ত বিকাশি চলে তারা হাসি
হুল দিয়া যায় গাঁড়ে।
দেঁতো হাসি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।