মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে প্রস্তাব

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ২৪/১২/২০০৯ - ৮:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সম্প্রতি উইকিপিডিয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন ভুক্তিযোগের কাজে সচলায়তনের সদস্য, অতিথি ও পাঠকরা এক বিপুল উৎসাহ নিয়ে নেমেছেন।

এর পটভূমি বাস্তব ও ভীতিপ্রদ। যুদ্ধাপরাধীদের পরবর্তী প্রজন্ম ধীরেসুস্থে রয়েসয়ে নিজেদের মনের মাধুরী মিশিয়ে উইকিপিডিয়ায় রচনা করছে মুক্তিযুদ্ধের ইতিহাস। সে ইতিহাসে শেখ মুজিব অভিযুক্ত বিহারীনিধনের দায়ে, গোলাম আযম নন্দিত তার অ্যাকাডেমিক সাফল্য আর ভাষা আন্দোলনের বীর্যে।

এই মিথ্যাচার রোধে আমাদের যা করণীয়, তা-ই আমরা করছি।

কিন্তু উদ্বেগের সাথে আমরা যা লক্ষ্য করছি, তা হচ্ছে, ইংরেজি উইকিপিডিয়াতে কোনো রেফারেন্স ছাড়া, অথবা ভুয়া অথবা পাঠের জন্যে সুলভ নয়, এমন সব রেফারেন্স দিয়ে নানা বিকৃত তথ্য যুক্ত হচ্ছে। আর প্রকৃত সত্য তথ্য যোগ করতে গিয়ে আমরা মুখোমুখি হচ্ছি তথ্যসূত্র ঘাটতির।

এ অবস্থায়, আমাদের এগিয়ে আসতে হবে তথ্যসূত্র নিয়ে। বাংলায় মুক্তিযুদ্ধের ওপর বিশদ বই রচিত হয়েছে অসংখ্য, কিন্তু ইংরেজিতে কম, এবং যা রচিত হয়েছে তার সিংহভাগই পাকিস্তানী যুদ্ধাপরাধী জেনারেলদের রচিত।

অতএব, এখন আমাদের প্রয়োজন, বাংলায় যেসব বই রয়েছে, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করার।

কিন্তু প্রতিটি বইয়ের লেখক এবং প্রকাশকের সাথে আলাদাভাবে যোগাযোগ করে কাজ করার সময় বা সুযোগ আমাদের নেই। সবচেয়ে ভালো হয়, যদি এই কাজটি করে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধ জাদুঘর।
.
.
wikijuddho
.
.
লক্ষণীয় যে এই বইগুলো সম্পূর্ণ ইংরেজিতে অনুবাদ করারও প্রয়োজন নেই, নির্দিষ্ট কিছু অংশ ইংরেজিতে অনুবাদ করলেই আমরা অসংখ্য তথ্য চিরকালের জন্যে ইংরেজিতে রেফারেন্স হিসেবে পাবো।

মুক্তিযুদ্ধ জাদুঘরের কোনো নিয়মিত প্রকাশনা রয়েছে কি না, আমি জানি না। যদি থেকে না থাকে, তবে একটি অনিয়মিত প্রকাশনা শুরু করা যায়, যাতে এই কাজটি ধারাবাহিকভাবে করা হবে। প্রতিটি সংখ্যায় প্রকাশিত হবে নতুন সব অনুবাদকর্ম। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রকাশনা যে কোনো জায়গায় রেফারেন্স হিসেবে সাদরে গৃহীত হবে। প্রয়োজনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অনুবাদযজ্ঞ শুরু হবে। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবীরা শুরু করবেন এ কাজ। একজন দক্ষ সম্পাদকের তত্ত্বাবধানে সে অনুবাদকর্ম পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই হয়ে প্রকাশনায় স্থান পাবে।

এই রেফারেন্স আমরা ছড়িয়ে দেবো সব জায়গায়। এই প্রকাশনাগুলোর পিডিএফ সংস্করণ মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে দেয়া থাকবে তথ্যগুলোকে উন্মুক্ত ও সুলভ করার জন্যে।

এ ব্যাপারে একটি ঘণ্টাও বিলম্ব কাম্য নয়। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের কোনো কর্তার কাছে এই প্রস্তাব-পোস্টটি যদি কেউ পৌঁছে দিতে পারেন, কৃতজ্ঞ হবো।

বরাহশিকার জারি থাকুক।


আপডেট


মন্তব্য

স্বাধীন এর ছবি

বরাহশিকার জারি থাকুক।

সাইফুল আকবর খান এর ছবি

পড়তে পড়তে এটাই ভাবছিলাম যে এই ডাকটা ওখানে সরাসরি পৌঁছানো দরকার। কী জানি এখন সরকারই যেখানে/যদি এগুলো কোনোভাবে ধামাচাপা দিতে চায় (যে-সময়ে কিনা পাকিস্তান সরকার এমন তদবির করারও সাহস পায়, যেন যুদ্ধাপরাধীদের বিচার না করা হয়!), সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরও বা সত্যি সত্যিই কতোটুকু জরুরি মনে করবে এটাকে! তবে, ইতিবাচক আশাবাদী হ'তে চাই অবশ্যই এক্ষেত্রেও। কোনো সুবিধাজনক লিঙ্ক-ধারী কেউ (হ'তে পারে মোটামুটি নিয়মিত যাওয়া-আসা বা কাজের সম্পর্ক আছে কারো) হয়তো এটা তাড়াতাড়িই মুক্তিযুদ্ধ জাদুঘরকে জানানোর জন্য ভূমিকা পালন করবেন। আমি হাতড়াচ্ছি- মুজিব ভাই, গৌতমদা, সবজান্তা, ... ঠিক লাইনে আছি কি আমি? নিশ্চয়ই কেউ করবেন আশা করি। তবে সেক্ষেত্রে উইকিযুদ্ধের উদ্যোগটাও বিস্তারিত বুঝানো দরকার হবে নিশ্চয়ই।

এটা মুক্তিযুদ্ধেরও মুক্তির যুদ্ধ!
জয় উইকিযুদ্ধ!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

স্বাধীন এর ছবি

দেশ বিদেশের সবাইকে কাজে লাগানোর জন্য মুক্তিযুদ্ধের বইগুলোকে স্ক্যান করে পিডিফ করা প্রয়োজন। এই কাজটুকুর উদ্যোগ নিলেও ভাল হয়।

উইকিযুদ্ধ, স্ক্যান-যুদ্ধ, অনুবাদ-যুদ্ধ এই সবগুলোকে বিভিন্ন প্রজেক্ট হিসেবে নিয়ে একেকটি প্রজেক্টকে একেক সচলের কাঁধে দায়িত্ব দিয়ে পুরো বরাহশিকারের প্রকল্পটিকে সমন্বয় করা প্রয়োজন বলে মনে করছি।

বরাহশিকার জারি থাকুক।

হিমু এর ছবি

হা হা হা ... উইকিযুদ্ধের সেক্টর বিভাজন! দারুণ হয়!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাবিহ ওমর এর ছবি

আমি ২ নাম্বারে!

হিমু এর ছবি

আমরা সবাই ১২ নাম্বার সেক্টরে আছি সাবিহ। যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

স্বাধীন এর ছবি

মন্তব্যটি যখন করি সেক্টরের চিন্তা মাথায় ছিল না। কিন্তু খারাপ বলনি। হ্যাঁ, আমরা সবাই ১২ নম্বর সেক্টরে আছি। বরাহশিকার জারি থাকুক।

হিমু এর ছবি

দেখুন, বরাহশাবক জুতামুজাহিদ বলে বেড়ায়, যে তারা দোষী হলে তাদের শাস্তি হয় নাই কেন? দুইদিন পর এর নাতিনাতনিরা বলবে, আমাদের দাদানানারা দোষী হলে তাদের নামে কোনো তথ্যসূত্র পাওয়া যায় না কেন?

আমাদের এখনই এগিয়ে আসতে হবে। রেফারেন্স ব্যাঙ্ক চাই।

আপাতত আমাদের ভিত্তি এখানে



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাইফুল আকবর খান এর ছবি

সে তো অবশ্যই, তাতে তো কোনো সন্দেহ নাই।
হ।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গৌতমের সাথে আলাপ হইছে... শনিবারে হয়তো মফিদুল হক ভাইয়ের সঙ্গে আলাপে বসা যাবে... এই লোকটাকে আমার অনেক ভালো লাগে, শ্রদ্ধা করি...
আমার মনে হয় মুক্তিযুদ্ধ জাদুঘরকে পাশে পাওয়া যাবে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রদ্ধেয় মফিদুল হকের কাছে এই লেখাটা পৌঁছে দেয়া হয়েছে। ধন্যবাদ@রায়হান রশিদ।

হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘর পাশে থাকবে বলেই বিশ্বাস করি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রায়হান রশিদ এর ছবি

মফিদুল হক ভাই হিমুর পোস্টের প্রস্তাব বিষয়ে এখনো কিছু জানাননি। গৌতম এবং নজরুল ইসলামের মন্তব্য থেকে মনে হচ্ছে শনিবারে আপনারাও বিষয়টি আরেকবার উত্থাপন করলে ভাল হয়। প্রস্তাবগুলো যত দিক থেকে আসে ততো ভাল। তবে আরেকটা কথাও ভাবছিলাম। তা হল, কাজ একবার প্রস্তুত হয়ে গেলে সেটা ছাপানো সমস্যা হওয়ার কথা না। তাই, কাজের এই প্রাথমিক চিন্তাঝড় পর্যায়ে পৃষ্ঠপোষকতা থাকলে ভাল, না থাকলেও কিন্তু ক্ষতি নেই। আর উইকি'র কাজের আসল সুবিধাটাই তো এখানে; একে আমরা সবসময়ই উন্নত করতে পারছি, নতুন রেফারেন্স যুক্ত করতে পারছি। তবে এটা ঠিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের মতো প্রতিষ্ঠান শুরু থেকে সাথে থাকলে অনেক কাজই সহজ হয়ে যেতে পারে।

===================
মুক্তাঙ্গন
===================

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

সবসময় সাথে পাবেন।

সাইফুল আকবর খান এর ছবি

গ্রেট! চলুক
হ্যাঁ, চলেন আশাবাদী হই সর্বোচ্চ। সাথে শক্তি-সাহসের অভাব তো নাই-ই।
চলুক।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অনুপম ত্রিবেদি এর ছবি

স্কেন সেক্টরে সময় দিতে পূর্ণ প্রস্তুত। এবং যদি তারপর এইসকল তথ্যের ভুক্তিকেও সেক্টরে ভাগ করে কাজ করা যায় তাহলে তো আরো ভালো হয় - আমি নির্দিষ্টভাবে জেনে যাবো যে আমার কাজ কোথা থেকে কতটুকু পর্যন্ত।এবং সেই ভুক্তি যুদ্ধেও নাম লিখালাম।

এই যুদ্ধ যেনো থেমে না যায়।

=================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফয়েজ (সিসিবি)  এর ছবি

আমরা সংগে আছি।

রানা মেহের এর ছবি

আচ্ছা মুক্তিযুদ্ধ জাদুঘর যদি কোনভাবে এগিয়ে আসতে না পারে
কিছু বইয়ের অনুবাদ আমরা করে প্রকাশ করতে পারিনা
এই বইমেলাতেই?
কপিরাইটের ঝামেলাটা কেউ সামাল দিলে আমি কিছু অনুবাদ করতে পারতাম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

পুতুল [অতিথি] এর ছবি

তীরুদার কাছে মুক্তিযুদ্ধের একটা বই আছে ইংরেজীতে। আমার কাছে বইটা বেশ মূল্যবান মনে হয়েছে। আশাকরি এই লেখাটা তীরুদার চোখে পড়বে। না হলে ব্যাক্তিগত ভাবে তীরুদাকে বললব। স্ক্যান করে এইটা এখানে দিয়ে দিতে।

অতিথি লেখক এর ছবি

বরাহ শিকার জারি থাকুক ।
সাথে আছি ।


উইকিযুদ্ধ, স্ক্যান-যুদ্ধ, অনুবাদ-যুদ্ধ এই সবগুলোকে বিভিন্ন প্রজেক্ট হিসেবে নিয়ে একেকটি প্রজেক্টকে একেক সচলের কাঁধে দায়িত্ব দিয়ে পুরো বরাহশিকারের প্রকল্পটিকে সমন্বয় করা প্রয়োজন বলে মনে করছি।

প্রস্তাব পছন্দ হয়েছে ।

বোহেমিয়ান

সচল জাহিদ এর ছবি

আমি একটি বই পড়েছিলাম অনেক অজানা তথ্য ছিল বইটিতে বদরুদ্দীন উমরের 'বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেপথ্য কাহিনী' কারো কাছে থাকলে স্ক্যান করার ব্যবস্থা করা যায়।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

দ্রোহী এর ছবি

দারুণ প্রস্তাব!

বরাহশিকার জারি থাকুক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।