ভূমিকা ও প্রস্তাবনা অনেক আকারে বড়ো হয়ে যাওয়ায় সেটা আলাদা পোস্ট হিসাবে রাখলাম। এই পাতায় থাকবে কাজের তালিকা।
(পর্ব ২)
--
মুক্তিযুদ্ধের ইতিহাস লেখাটা ৩৮ বছর ধরে অসমাপ্ত রয়ে যাওয়া একটা কাজ -- নানা কারণে নানা সময়ে বিকৃত হয়েছে ইতিহাস, আর আজ শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের ইতিহাস লেখার অপচেষ্টা। তাই আসুন, তথ্যপ্রযুক্তির সুবিধা নিয়ে উইকিপিডিয়াকে ভিত্তি করে লিখি মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস।
শর্তাবলী
১) তথ্যসূত্র হতে হবে শক্তপোক্ত, যাতে কেউ সেটা অনির্ভরযোগ্য বলে সরাতে না পারে। ব্যক্তিগত স্মৃতিচারণ বা শোনা কথা তাই যোগ করা চলবে না, বরং বই পত্র বা পত্রিকা থেকে রেফারেন্স দিতে হবে।
২) যাতে নিরপেক্ষ ও একাডেমিকভাবে গ্রহনযোগ্য একটা তথ্যভাণ্ডার গড়ে তোলা যায়, সেই জন্য লিখতে হবে নিরপেক্ষ ভাষায়, আবেগের আধিক্যের চাইতে চাঁছাছোলা নগ্ন সত্যকে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের সত্য ঘটনাগুলোই এতো অভাবনীয়, সেগুলোর সরাসরি বর্ণনাই যথেষ্ট।
৩) কোনো খান থেকে কপি পেস্ট করা যাবে না, তবে কোনো তথ্য সূত্র উল্লেখ করে নিজের ভাষায় একটু অন্যরকম ভাবে লিখতে সমস্যা নেই।
টিউটোরিয়াল
উইকির মার্কাপ খুব সহজ, সম্পাদনা ফর্মের উপরে টুলবারে ক্লিক করেই কাজ চালানো যায়। আর সহজ একটা টিউটোরিয়াল পাবেন এখানে।
কাজের তালিকা - প্রথম পর্ব
কাজের তালিকায় উল্লেখ করবো বাংলা ও ইংরেজি উইকির ভুক্তির কথা। যেসব ভুক্তি এখনো লেখা নেই, সেগুলোতে তারকা (*) চিহ্ন দেয়া থাকবে। যারা আগ্রহী, তাঁরা সেই লিংকে ক্লিক করলে সরাসরি সম্পাদনার পাতাটি খুলবে।
ইংরেজিতে আছে কিন্তু বাংলাতে নেই, এমন ভুক্তি নির্দ্বিধায় ইংরেজি উইকি থেকে বাংলাতে অনুবাদ করে নিতে পারেন। এজন্য ইংরেজি উইকির ভুক্তিটি খুলে সেখান থেকে Edit বাটনে ক্লিক করে লেখাগুলো কপি করে নিন, তার পর বাংলা উইকির পাতাতে সেটার অনুবাদটুকু যোগ করে দিন।
---
প্রথম পর্বে উল্লেখ করছি মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু ভুক্তির কথা। কালার কোড করে রাখা আছে তালিকাটা, বাম পাশে লাল মানে ভুক্তিটি ঐ ভাষায় নেই, হালকা সবুজ মানে আছে কিন্তু ভালো ভাবে নেই, আর গাঢ় সবুজ মানে মোটামুটি ভালো ভাবেই আছে।
আসুন, দিনে এক দুই মিনিট করে দেয়া শুরু করি ... সবাইকে বাংলা বা ইংরেজি উইকিতে একাউন্ট খুলে নেয়ার অনুরোধ রইলো, তাতে অভিজ্ঞ উইকিপিডিয়ানরা দরকার মতো সাহায্য ও পরামর্শ দিতে পারবেন।
এই পোস্টে চোখ রাখুন, ভুক্তিগুলো তৈরী হবার সাথে সাথে ছকের কালার কোডগুলো পরিবর্তন করা হবে। আর তথ্যসূত্র সংক্রান্ত আলোচনাগুলো উইকির সংশ্লিষ্ট ভুক্তির আলাপ পাতায় করা যেতে পারে। যেকোনো সমস্যা হলে বাংলা উইকিতে নিজেদের একাউন্টের আলাপ পাতায় জানাবেন, সারাদিন উইকির কর্মীদের কেউ না কেউ অনলাইনে থাকে, কাজেই সমাধান পেয়ে যাবেন।
--
মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের অনেক ঋণ ... আসুন, লিখে চলি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।
(চলবে)
মন্তব্য
খুবই দরকারি উদ্যোগ। সাথে আছি রাগিব ভাই।
সহমত ভাই।
শেখ আমিনুল ইসলাম
বুক মার্ক করে রাখলাম, যতটুকু পারি চেষ্টা থাকবে।
...........................
Every Picture Tells a Story
কাল রাতে আমি বাংলা উইকির জিঞ্জিরা গণহত্যা ভুক্তিটা ইঙ্গানুবাদ করছিলাম। বাংলা উইকির 'পাকিস্তানী প্রচারযন্ত্রের মিথ্যা সংবাদ প্রচার' অংশে যে দু'টো শিরোনাম দেয়া আছে, সেগুলোর মূল ইংরেজি রূপ কি ছিল কেউ জানাতে পারলে ভাল হয়। (দু'টারি তথ্যসূত্র বাংলা - জাহানারা ইমাম ও নির্মলেন্দু গুণ)
একটা শিরোনাম মর্নিং নিউজ (৩ এপ্রিল) এর: জিঞ্জিরায় দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন।
আরেকটা পিটিভির (২ আপ্রিল রাতের খবর): বুড়িগঙ্গা নদীর অপর পাড়ে কেরানীগঞ্জের জিঞ্জিরায় আশ্রয় গ্রহণকারী বিচ্ছিন্নতাবাদী দুস্কৃতিকারীদের কঠোর হাতে নির্মূল করা হয়েছে।
শুভ উদ্যোগ, সফলতা কামনা করছি...চেষ্টা করব এতে সাহায্য করতে...১৯৭১ এর যুদ্ধের মাস ভিত্তিক ইতিহাস রাখলে কেমন হয়? ১৯৭১ এর কিছু যুদ্ধ আছে যা নিজ নামে পরিচিত...(বেলুনিয়া, কামালপুরের যুদ্ধ ইত্যাদি), সেগুলোর entry থাকা উচিত।
যুদ্ধের background ও aftermath এর উপরেও entry থাকলে ভালো।
########
তাসনীম
টাইমলাইনের উপরে একটা ভুক্তি আছে ইংরেজি উইকিতে
Timeline_of_Bangladesh_Liberation_War
যুদ্ধের উপরে ইংরেজি উইকিতে বেশ কয়েকটি ভুক্তি আছে। যেমন
http://en.wikipedia.org/wiki/Battle_of_Boyra
বেলুনিয়া, কামালপুর, হিলি, এসব যুদ্ধের উপরে ভুক্তি আসলেই দরকার।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
প্রথমটা আংশিক অনুবাদ করে যোগ করলাম।
ইংরেজি উইকিতে Martyred intellectual নামে একটা (হাল্কা সবুজ) ভুক্তি আছে। সেটা কি 1971 killing of Bengali Intellectuals এর সাথে মার্জ করে দেয়া হবে?
হ্যাঁ, এ দুটো মার্জ করা চলে।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যার আর্টিকেলটা আজকে দিনের ভেতরে অনুবাদ করার চেষ্টা করছি।
=======================
দাদ্খানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু’টা পাকা ডাল, ডিম-ভরা দৈ!!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
আপনার কাজ চমৎকার হয়েছে, চালিয়ে যান।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
ছোট দিয়ে (আলী আহসান মুজাহিদ) শুরু করছি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ।
অনুবাদ ছাড়াও তথ্য যোগ করুন। ইংরেজি বাংলা দুই খানেই মুজাহিদের রাজাকারীর উপরে বেশি তথ্য দেয়া নাই। সেগুলো যোগ করা দরকার।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
মুজাহিদের উপর এখান থেকে তথ্য নিন এবং যোগ করুন।
কিছু কিছু সময় ব্যয় করার চেষ্টা করবো।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
[url=http://bn.wikipedia.org/wiki/গোপালপুরে গণহত্যা]গোপালপুরে গণহত্যা[/url] নামে দেখি আরেকটা ভুক্তি আছে! এটা হয়েছিল নোয়াখালিতে, ১৮ আগস্টে। এখানে যে গোপালপুরের গণহত্যার কথা লেখা হয়েছে সেটা আবার নাটোরে ৫ই মে-তে। আবার ইংরেজি উইকিতে Gopalpur, Bangladesh নামে একটাই ভুক্তি আছে, সেটা আবার পিরোজপুরের একটা গ্রাম! গোপালপুর আসলে কয়টা???
সরাসরি পাঁচতারা উদ্যোগ।
খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট।
একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছাগুরাও এই সুযোগে ইতিহাসবিকৃতির চেষ্টা চালাবে। চানপুরের চানমিয়া বা ফিরোজ কামালজাতীয় ইতিহাসবিদের (!) রেফারেন্স ব্যবহার করে তারা যেন আকাম না করতে পারে, সেটা দেখতে হবে।
উইকির এই পেইজগুলোর লিংক রিলেটেড লিংক হিসেবে সম্পর্কিত অন্যান্য আর্টিকেলেও অন্তর্ভুক্ত করতে হবে। যেমন, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, গণহত্যা, নিজজাতীর সাথে বেঈমানী, ধর্মের অপব্যবহার ইত্যাদি বিষয়সমূহের ভুক্তিতে স্বাধীনতার ইতিহাস ও তার সাথে সংশ্লিষ্ট আর্টিকেলগুলোর লিংক যোগ করা যেতে পারে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সেটার জন্য ইংরেজি উইকিতে নজর রাখতে হবে। কিন্তু সেটা রাখার লোকবল ব্যাপক কম।
তা করা যাবে।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
[url=http://bn.wikipedia.org/wiki/আলী_আহসান_মুজাহিদ]আলী আহসান মুজাহিদ[/url] এরটা অনুবাদ করলাম।
আমি "তিনি" ব্যবহার করেছি। "তিনি" বললে কি "তাঁর" বলা জরুরী?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বাঙলায় 'তিনি' শ্রদ্ধাবাচক হিসেবে অনেকে ব্যবহার করেন, 'তাঁর'-ও। তবে এগুলো কোন বিষয় না, অনেক আধুনিক রচয়িতা এসব নিয়ম মানেন না বা গ্রহণযোগ্য মনে করেন না (যেমন- হুমায়ুন আজাদ)। আপনি নির্দ্বিধায় তিনি বা তার ব্যবহার করতে পারেন। এটা নিরপেক্ষ-ও বটে।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
যথাসাধ্য চেষ্টা থাকবে।
কালার কোডের বিষয়টা খুব ভালো হয়েছে।
@রাগিব ভাই -
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যার ভুক্তিটি আমি অনুবাদ করে দিয়েছি। দয়া করে একবার চোখ বুলিয়ে নেবেন আর ভুল-ভ্রান্তিগুলো শুধরে দিয়েন।
=======================
দাদ্খানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু’টা পাকা ডাল, ডিম-ভরা দৈ!!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
অনেক অনেক ধন্যবাদ। আপনার অনুবাদকৃত লেখায় এখন রেফারেন্স যুক্ত হয়েছে।
পোস্টটি প্রিয়তে এবং বুকমার্ক করে রাখলাম। কিন্তু আমি যে কী করতে পারবো, সেটাই বুঝতে পারছি না। তবে সাথে আছি।
ধন্যবাদ রাগিব ভাই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা, বানান পরীক্ষা করে দিতে পারবেন? সেটাও অনেক কাজ দেবে। মুক্তিযুদ্ধের মূল ভুক্তিটাতে যান (তালিকায় প্রথমটা)। সেখানে বানান শুদ্ধ করে দিন। প্রতি অনুচ্ছেদের ডানে "সম্পাদনা করুন" লিংক দেয়া আছে। ভুল বানান পেলেই ঠিক করে দিবেন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
এটা পারবো রাগিব ভাই। বানানের ব্যাপারে আমি নিজেই খুঁতখুতে।
আগামীকাল থেকে সুযোগ-সাপেক্ষে ওখানে কিছুটা করে সময় দেবো ভাবছি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
উইকির 'মুক্তিযুদ্ধ' অর্থাৎ 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ' ভুক্তিতে সর্বক্ষেত্রে দেখলাম 'বাঙ্গালী' শব্দটি ব্যবহার করা হয়েছে। ওটা কি পরিবর্তন করে 'বাঙালি' করা হবে, না কি ওভাবেই থাকবে ? সচলরা কি বলবেন কিছু ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বাংলা একাডেমী মানলে বাঙ্গালি হওয়া উচিত
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি কালকে এক জায়গায় দেখলাম পাকিস্থানী লেখা হচ্ছে। আমি যদ্দুর জানি পাকিস্তানি হওয়া উচিত। এই জিনিসগুলা আগে বলে নিলে ভাল হয়। পরে খুঁজে খুঁজে ঠিক করাটা পেইন হবে।
ওয়েবে লিংক নেই, কিন্তু বই আছে, এরকম ঘটনার ক্ষেত্রে কী করা হয়?
উদাহরন হিসেবে বলতে পারি, তাজুল মোহাম্মদ সিলেটের গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন। ৮১ সাল থেকে ৯২ সাল পর্যন্ত তিনি সিলেটের মাঠে সরাসরি তথ্য সংগ্রহ করেছেন, সেগুলো ক্রসচেক করেছেন এবং সন্দেহজনক তথ্য বাদ দিয়েছেন।
এখন তার বইকে রেফারেন্স হিসেবে ধরে উইকিতে ভুক্তি কি সম্ভব ?
রেফারেন্স হিসেবে বই-ই মূলত ব্যবহার করা হয়। আপনি নিশ্চিন্তে বইকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে উইকিতে লিখতে পারেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নিবন্ধের রেফারেন্সে বইয়ের তথ্য যুক্ত করতে তথ্যের সাথে এই ট্যাগটি যুক্ত করুন,
{{cite book |last= লেখকের নাম |coauthors= সহলেখকের নাম |title= বইয়ের নাম |publisher= প্রকাশকের নাম |year= প্রকাশের বছর | edition = সংস্করণ |month= প্রকাশের মাস |isbn= 0-0000-0000-0 | pages = পৃষ্ঠা নম্বর}}
ভ্যারিয়েবলের মান হিসেবে বইয়ের তথ্য লিখে দিতে হবে। পৃষ্ঠার নম্বর হিসেবে ঐ তথ্যটি বইয়ের কোন পৃষ্ঠায় রয়েছে তা দিতে হবে।
বই থেকে রেফারেন্স দিতে হলে এগুলোর উল্লেখ থাকা খুব প্রয়োজন।
বইয়ের নাম
লেখকের নাম
প্রকাশনীর নাম
প্রকাশকাল
এডিশন
আর কোন পৃষ্ঠা থেকে লেখা হল সেটা।
অবশ্যই বইয়ের রেফারেন্স যুক্ত করা যাবে। সে ক্ষেত্রে কাঙ্খিত তথ্যের সাথে এই ট্যাগটি যুক্ত করুন,
{{cite book |last= লেখকের নাম |coauthors= সহলেখকের নাম |title= বইয়ের নাম |publisher= প্রকাশকের নাম |year= প্রকাশের বছর | edition = সংস্করণ |month= প্রকাশের মাস |isbn= 0-0000-0000-0 | pages = পৃষ্ঠা নম্বর}}
ভ্যারিয়েবলের মান হিসেবে বইয়ের তথ্য লিখে দিতে হবে। পৃষ্ঠার নম্বর হিসেবে ঐ তথ্যটি বইয়ের কোন পৃষ্ঠায় রয়েছে তা দিতে হবে।
অবশ্যই বইয়ের বিস্তারিত দেব।
তথ্যের জন্য ধন্যবাদ। চেষ্টা করব দুই পয়সা যোগ করতে।
@রাগিব ভাই,
খুজতে খুজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যার উপরে ভুক্তি পেয়ে গেলাম, আগেই এটা করা হয়েছিল। লিংক। আমার অনুবাদের থেকে অনেক বেশি ভালো হয়েছে এটা। আপনি এটা লিঙ্ক করে নিন।
=======================
দাদ্খানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু’টা পাকা ডাল, ডিম-ভরা দৈ!!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
হুমম। আমিতো আপনার লেখাটার কিছু বানান ঠিক করেছিলাম। এখন দেখছি নতুন লিংকটা বেশী সমৃদ্ধ।
বুদ্ধিজীবি হত্যাকাণ্ডের ভুক্তি যোগ করা হলো এইখানে।
=======================
দাদ্খানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু’টা পাকা ডাল, ডিম-ভরা দৈ!!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
খুবই চমৎকার একটি পোস্ট, আর এর প্রতিক্রিয়া আরও চমৎকার!! ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা আর বুদ্ধিজীবী গণহত্যা - লেখা দুটো ভালো, আশা করি রাজাকার দুজনের ওপরও ভুক্তি দ্রুত তৈরি হয়ে যাবে। এভাবে চালিয়ে গেলে আশা করা যায় উইকিপিডিয়া বাংলা ভাষায় মুক্তিযুদ্ধের সবচেয়ে সমৃদ্ধ তথ্যকোষে পরিণত হবে।
সাধুবাদ সবাইকে।
কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর নাম যোগ করছি। ঘণ্টাখানেকের মধ্যে তালিকাতে ১০ জন শহীদ বুদ্ধিজীবীর নাম যোগ করার প্ল্যান আছে।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
ধূসর গোধূলি এখানে আর ষষ্ঠ পাণ্ডবদা এখানে একটু দেইখেন।
url মার্কাপের বদলে সরাসরি a ট্যাগ ব্যবহার করে লিংক দিতে হবে। url কোডটি বাংলা লিংক হজম করতে পারে না, তাই ভেঙে দেখায়।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
আমার পর্যবেক্ষণঃ
আমি যা করবো,
একমত। যে চারটা ভুক্তির লিংক এই পর্বে দিয়েছি, ওগুলোকে "সমৃদ্ধ" করুন। সূত্র উল্লেখ করতে ভুলবেন না কিন্তু।
অবশ্যই যাবে। পত্রিকার দিন তারিখ ও রিপোর্টের শিরোনাম উল্লেখ করতে হবে।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
এখানে একটা সমস্যা হলো, মুক্তিযুদ্ধকালীন ছবি উইকিতে যোগ করতে হলে ফটোগ্রাফারকে ছবিগুলো উইকিতে দান করতে হবে। আমার জানা মতে রশীদ হায়দার (?) বা পাভেল রহমানের তোলা অনেক ছবি আছে। সেরকম ছবিই দেয়া যাবে।
"সংগ্রহ" কথাটা একটু বিভ্রান্তিকর, কারণ অনেকের কম্পিউটারেই হয়তো ইন্টারনেট থেকে নেয়া এরকম ছবি আছে, কিন্তু কপিরাইট এর ব্যাপারটা পরিস্কারভাবে উইকিতে দান করা না হলে সেটা ওখানে যোগ করা যাবে না।
তবে অনেক ব্যক্তিগত অ্যালবামের ছবি আছে বৈকি। ফেসবুকে দেখলাম, মেঘনা গুহ ঠাকুরতার অ্যালবামে শহীদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতার অনেক ছবি। সেগুলো চেয়ে উনাকে মেসেজ পাঠিয়েছি এক সপ্তাহ আগে, অবশ্য জবাব এখনো পাইনি। উনার পরিচিত কেউ থাকলে ছবিগুলো উইকিতে দান করার অনুরোধ করে দেখতে পারেন। তেমনি শ্যামলী নাসরিন চৌধুরীর কাছ থেকে ডাঃ আলীম চৌধুরীর ফটো পাওয়া যেতে পারে। প্রজন্ম ৭১ এর কাছে শহীদদের অনেক ছবি পাওয়া যেতে পারে অনুমতি সহ।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
রশিদ তালুকদার। তাঁকে মাঝে মাঝে পত্রিকায় লিখতে দেখি, কিন্তু পত্রিকাঅলারা লেখকের ইমেইল ঠিকানা প্রকাশ করেন না, যোগাযোগের উপায় থাকলে যোগাযোগ করার ইচ্ছা ছিলো।
রশীদ তালুকদার আর পাভেল রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো আগামীকাল
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
লেখাটি স্টিকি করা হোক, বা নীড়পাতার আশেপাশে পার্মানেন্টলি রাখা হোক। দ্বিতীয়টি করলে সবচেয়ে ভাল হয়।
দ্বিতীয় প্রস্তাবের সাথে গভীরভাবে সহমত ব্যক্ত করছি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সাইদীর পৃষ্ঠাটায় হাত দিয়েছিলাম। ইংরেজিটা পড়লে সাধু-পুরুষ জাতীয় কিছু মনে হয়। বাংলায় তো কিছুই নেই। অনলাইনে বিভিন্ন লেখায় শুধু গণতদন্ত কমিশনের কথা বলা আছে, কিন্তু জেনোসাইড বাংলাদেশের ওয়েবসাইটের লিংক ভুল থাকায় মূল রিপোর্ট পেলাম না। অগত্যা, ইংরেজিটাই বাংলায় অনুবাদ করে দিলাম।
কমিশনের রিপোর্ট কেউ আমাকে ইমেইল করে দিলে আমি সে-অনুযায়ী যা যা সম্ভব ঠিক করে দেবো।
স্বাধীন ভাইয়ের প্রস্তাবটায় আমারও পূর্ণ সহমত।
এই পোস্টটি সবাই দয়া করে ফেইসবুকে শেয়ার দিন। "ভুত থেকে ভুতে" পদ্ধতিতে ছড়িয়ে যাক এই প্রজেক্টের কথা।
আমি বুদ্ধিজীবীদের তালিকাটা নিয়মিত আপডেট করবো। বাংলা ও ইংরেজি উইকিতে বুদ্ধিজীবীদের সম্পর্কে তথ্য আসলেই লজ্জ্বাজনকভাবে কম।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
মডুদের কাছে প্রশ্ন, স্টিকি পোস্ট এডিট করলে কি আন-স্টিকি হয়ে যাবে? কারণ আমি এখানে আরো কিছু লিংক ছকাকারে যোগ করতে চাই।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
মডু না হয়েও বলি, হ্যাঁ। রাগিব ভাই, আপনি যোগ করতে থাকেন, মডুরা স্টিকি করতে থাকুক
।
এর সমাধান হতে পারে, "মুহম্মদ জুবায়ের বেঁচে থাকবেন আমাদের মাঝেই" এবং "নতুন অতিথিদের জন্যে প্রয়োজনীয় তথ্য" এর নীচে "উইকিযুদ্ধঃ সচলায়তনের সম্মিলিত প্রয়াস" হিসেবে লিঙ্কটি রেখে দেওয়া। তবে সেটা আরো কিছুদিন স্টিকি করে রাখার পর। এর মাঝে যত বেশি সংখ্যক লোক এটি পড়তে পারে তত ভাল।
আমি 'আশরাফ_অভি' নিকে কিছু অনুবাদ শুরু করেছিলাম। সমস্যা হলো কোন ই-মেইল ব্যবহার করেছিলাম তা ভুলে গিয়েছি এবঙ শব্দচাবি-ও। আরেকটা ব্যাপার হলো ফন্ট সমস্যা। উইকিতে কোন ফন্ট ব্যবহার করা হয়? আমার সব লেখা ভেঙে যায় বা দেখায়। যেহেতু ইউনির কম্পুতে বাঙলা ফন্ট ইন্সটলের সুযোগ নেই তাই বলছি কোন ডাইনামিক ফন্টের খোঁজ দিলে ভালো লাগবে। আপাতত এটুকুই, ঢাল-তলোয়ার দিলে কয়েকদিনের মাঝে ময়দানে পাবেন; কথা দিলাম।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
উইকিতে কোনো বিশেষ ফন্ট ব্যবহার করা হয় না। কাজেই আপনার ঐসব কম্পিউটারে যা ফন্ট আছে, তাই দেখাবে। ফন্ট ভেঙে যাওয়াটা সম্ভবত ব্রাউজারের সমস্যা। উইন্ডোজ হলে আইই ব্যবহার করে দেখতে পারেন, যদি সেটিংস পাল্টাবার সুযোগ না থাকে।
ইমেইল কী ব্যবহার করেছিলেন তা না জানলে আসলে আমাদের করার কিছু নেই, কারণ সার্ভারের ম্যানেজমেন্ট আমরা করি না, পাসওয়ার্ড রিসেটও তাই করতে পারছি না। নতুন একাউন্ট খুলে নিন, যোগ দিয়ে দিন অচিরেই।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
ভাইয়া, আগামী ২০ দিন আমি সম্পূর্ণ ফ্রি। আপনার এই অসাধারণ উদ্যোগের সাথে আছি ফুল টাইম ভিত্তিতে।
টুইটার
নিয়াজ, তোমার মতো অভিজ্ঞ উইকিপিডিয়ান এই কাজে এগিয়ে আসলে সুবিধা হবে সবারই। আপাতত ইংরেজি উইকিতে এই খানে বর্ণিত সবার ভুক্তি আছে কিনা দেখে নিতে পারো।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
"ঘাতকের দিনলিপি" বইটি কার লেখা? কারো সংগ্রহে কি এই বইটি আছে?
ঘাতকের দিনলিপি
http://www.somewhereinblog.net/blog/pata/28713988
কী করলামঃ
শান্তি কমিটির পৃষ্ঠা তৈরি করা হলো। আল বদরের পৃষ্ঠা সমৃদ্ধ করা হলো। গোলাম আযম আর নিজামীর ৭১ সালের কীর্তি সম্পর্কে পত্রিকায় প্রকাশিত খবর যুক্ত করা হলো।
কালকে সারাদিন চরম ব্যস্ততা গেলো, আজকের দিনটাও যাবে এভাবেই। তার মধ্যে শরীর অসুবিধা করতেছে। আগামীকাল থেকেই যোগ দিতে পারবো এই যুদ্ধে।
রাগিব ভাইকে অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবার হবেই হবে। এই জোশটা ধরে রাখতে হবে...
শীতের দিনেও রক্তটা গরম হয়ে যাচ্ছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
উইকিতে বাংলা লেখার পদ্ধতি ব্লগের চেয়ে আলাদা। ওখানে বলছে ফোনেটিক, কিন্তু লিখতে গিয়ে দেখি আলাদা। একই হলে ভাল হতো। হয়তো আমারই আলাদাভাবে সমস্যা হচ্ছে। কোনো ভাবে বাংলা লেখার সব পদ্ধতি এক করা যায় না? তাহলে, কাজে গতি আসতো।
ধন্যবাদ।
ওখানে অভ্র ফোনেটিকের স্ক্রিপট একটা দেয়া ছিলো, কিন্তু এখন কিছু কী কাজ করে না একটা বাগের জন্য। তাই দয়া করে অভ্র সরাসরি ব্যবহার করুন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রবল ইচ্ছা প্রকাশ করলাম। আজ থেকে ফটোগ্রাফির পাশাপাশি উইকিকেও সময় দেবো আশা করছি। কাল রেজিস্ট্রেশন করলাম। দেখা যাক সত্য ইতিহাসের জন্য কতটুকু করতে পারি। তবে রাগিব ভাই বিশাল ধন্যবাদ, লিঙ্ক গুলার জন্য, নয়তো বুঝতে পারছিলামনা কোথা থেকে শুরু করবো।
## পোস্টটা স্টিকি হয়ে থাক সব সময়। যতদিন পর্যন্ত না উইকিযুদ্ধ পূর্ণরুপে শেষ হয়।
============================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এইখানে কিছু তথ্য আছে যেগুলো অনুবাদ করে যোগ করা যেতে পারে। তবে বিশাল হওয়ায় একার পক্ষে কষ্ট সাধ্য ও সময় সাপেক্ষ হয়ে পড়বে -
http://muktadhara.net/page42.html
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
এখানে তথ্য আছে ঠিকই, কিন্তু সূত্র উল্লেখ করার বালাই নেই। বিশ্বকোষে এভাবে তথ্য দেয়া যায় না। অনেক সূত্রের মতো এটিও আবেগের কারণে অভিযোগ উপস্থাপন করে গেছে, কিন্তু সূত্র উল্লেখ করেনি। আর তাছাড়া মুক্তধারার ওয়েবসাইট নির্ভরযোগ্য সূত্র নয়।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
আপনি ঠিক বলেছেন। তবে কিছু কিছু পত্রিকার আর্টিকেল এর দিন তারিখ ও কিছু কিছু অনুচ্ছেদে বইয়ের রেফারেন্স দেওয়া আছে। পত্রিকাগুলো ভেরিফাই করা আমার পক্ষে সম্ভব নয়, তবে সেই সূত্রে যেতে পারলে বিশ্বকোষে দেবার মতন শক্ত কিছু রেফারেন্স পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
রাগিব ভাই,
ড. গোবিন্দ চন্দ্রকে কারা হত্যা করে আর তিনি কিভাবে শহীদ হলেন তা' যুক্ত করলাম তথ্যসূত্র সহ । আজই প্রথম উইকিতে হাত দিলাম , ভুল হলে শুধরে দিন প্লিজ ।
গোবিন্দ চন্দ্র দেব
আগামীকাল তাঁর জীবন ও দর্শন যুক্ত করব ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক ধন্যবাদ। আমি তথ্যসূত্রগুলো ঠিকমতো ফরম্যাট করে দিলাম, এইখানে ক্লিক করলে ফরম্যাটটা কী করেছি, তা দেখতে পারবেন, পরে নিজেই ফরম্যাট ঠিকমত করতে পারবেন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
মানিক ভাই, ভুক্তিগুলো আরো নিরাবেগ এবং অলঙ্কারবর্জিত হলে ভালো হয়। আমি বানান ভুলগুলো শুধরে দিলাম।
অজস্র ধন্যবাদ হিমু ভাই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আর আরেকটা ব্যাপারে অনুরোধ জানাই, অধিকাংশ তথ্যের উৎস হিসাবে কিন্তু বলা হচ্ছে "ওয়ার ক্রাইম ফ্যাকটস ফাইন্ডিং কমিটির আহবায়ক ডা: এম এ হাসানের মতে", এটা আসলে একটা বিশ্বকোষে ব্যবহার করার মতো সূত্র না। বই পত্র, সে সময়ের পত্রিকা -- এমন মূল সূত্র থেকে রেফারেন্স দিতে হবে। ডাঃ হাসানের কথা বা প্রকাশনাকে একমাত্র সূত্র ধরলে সেটা নিরপেক্ষতা হারায়, কাজেই দয়া করে মূল সূত্রগুলো যোগ করুন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
তথ্য-প্রমানের ভিত্তিতেই তিনি এমন দাবি করেছেন । তাঁর ইন্টারভিউ আমাদের সময়ে প্রকাশিত । তবে, আমারও মনে হচ্ছে মূ্লসুত্রের সন্ধান করা দরকার এবং ঐ লাইনটি মুছে দেয়া যেতে পারে ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
বাংলা ও ইংরেজি উইকির হত্যা /Assassination অংশের বর্ণনা বেশ ভিন্ন। ইংরেজি উইকিতে অংশটা আমি লিখেছি, তথ্যসূত্র ছিল মুক্তধারা.নেট। বাংলা উইকির সূত্রগুলো সে তুলনায় বেশি নির্ভরযোগ্য। তাই আমার অনুরোধ, দয়া করে বাংলার সাথে সাথে ইংরেজি উইকিতেও সূত্র ও বর্ণনাগুলো যোগ করে দেবেন। আর যেখানে দরকার, নির্দ্বিধায় ঘ্যাচাং করে দেবেন।
এটাই তো সমস্যা ... উনার "দাবী"কে আপনি fact বলে তথ্যসূত্র হিসাবে দেখাতে পারবেন না। বরং সব ক্ষেত্রেই বলতে হবে, ডাঃ হাসানের মতে, ডাঃ হাসানের অভিযোগ অনুসারে। বিশ্বকোষে লেখার সময়ে মূল উৎস থেকে তথ্য উল্লেখ করতে হয়। ব্যক্তিগত দাবী উপস্থাপন করলে সেটা ভুক্তিটিকেই দুর্বল করে ফেলে। ্মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য উৎস গড়তে গিয়ে এই বড় ভুলটাই আমরা বার বার করি, আবেগের বশবর্তী হয়ে অনেক সময় একাডেমিকভাবে গ্রহনযোগ্য হবেনা, এমন জিনিষ উপস্থাপন করি। তাই মূল সূত্র সব ক্ষেত্রেই অত্যন্ত প্রয়োজনীয়।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
ঐ লাইনটি মুছে দিলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ড. হাসানের লেখা বেশ কিছু বই আছে। প্রয়োজনে সেখান থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। মানিক ভাই একটু চেষ্টা করলেই বইগুলো সংগ্রহ করতে পারেন।
আমার আরেকটা প্রস্তাব হলো- মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধের ওপর প্রচুর বই আছে যেগুলোকে একটা একটা করে ধরে কাজ করলেও উইকিতে প্রচুর কাজ করা যাবে। সেক্ষেত্রে সচলের পক্ষ থেকে আমরা যদি মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধ করি- তাহলে তারা নিশ্চয়ই বইগুলো ধার হিসেবে দিতে রাজি হবেন। প্রয়োজনে হলে এ সম্পর্কিত যোগাযোগ বা সমন্বয়ের কাজটা আমি করতে পারি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সমন্বয়ের কাজটা করে ফেলেন।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঢাকায় যাঁরা আছেন, তাঁদের একটা অনুরোধ করি।
মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বই যাঁর সংগ্রহে যা আছে, নিয়ে আসুন সবাই বসি। সবার হয়তো সমান সময় বা সুযোগ নেই, সেক্ষেত্রে যার সে সুযোগ আছে, সে অন্যের কাছ থেকে বই নিয়ে কাজে লাগাতে পারে।
যা করতে হবে, বইগুলো থেকে উইকিতে যোগ করার মতো তথ্য ছেঁকে আলাদা করতে হবে। রাজাকারদের প্রসঙ্গ যখনই কোনো বইতে আসবে, তখনই সেই রাজাকার বা সেই প্রসঙ্গে উইকির কোনো ভুক্তি আছে কি না, চট করে দেখে নিতে হবে, এবং সেই বইটিকে সূত্র হিসেবে যোগ করে দিতে হবে।
মুনতাসীর মামুনের দু'টি দারুণ বই রয়েছে, "রাজাকারের মন" (সম্ভবত দুই খণ্ডে) আর "সেইসব পাকিস্তানীরা"। এখানে পরাজিত গোষ্ঠীর বক্তব্য তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে যুক্তি-প্রমাণাদি সহ। কারো কাছে থাকলে, প্লিজ শেয়ার করুন বাকিদের সাথে।
বরাহশিকারে যাবো বরাহশিকারে যাবো বরাহশিকারে!
রাজাকারের মন বইটা সংগ্রহে নাই। মুনতাসীর মামুন এবং মহিউদ্দিন আহমেদের সম্পাদনায় আরেকটা গুরুত্বপূর্ণ বই আছে- পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর
মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলো কপিরাইটমুক্ত থাকলে ভালো হতো। তাহলে অনেক বই তুলে দেওয়া যেতো।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কপিরাইটমুক্তি চাই না। আমি চাই এই বইগুলি বিক্রি হোক বেশি করে, যাতে গবেষকরা আগ্রহী হন এ ব্যাপারে।
সচলের উইকিযোদ্ধারা একটা লিস্ট করি আসুন, কার কাছে কী বই আছে। নতুন একটা পোস্টে সেটা করা যেতে পারে। তারপর বাছাই করে শুরু করি। ধার ধার ধার দিই বল্লমে!
আমার কাছে বেশিরভাগই স্মৃতিকথামূলক বই। মুক্তিযুদ্ধের স্মৃতিকথা যেখানে যা পাইছি ঘরে এনে রাখছি। বিশেষ করে তখন যারা দিনপঞ্জী লিখতেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হিমু এবং সবাই
এই ই-লাইব্রেরীটি ব্যবহার করুন। এখানে মুক্তিযুদ্ধের উপরে অনেক বই আপলোড করা হয়েছে স্ক্যান করে শুধু এই রাজাকারদের চিহ্নিত করার জন্যই। এখানে এর মাঝে প্রায় ৪৩টি বই, জার্নাল দেওয়া হয়েছে যা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। ব্যবহারের জন্য উম্মুক্ত এটি। শুধু একটি একাউন্ট খুলতে হয় ব্যবহারের জন্য। একাউন্টের অপশন রাখা হয়েছে স্প্যাম প্রতিরোধের জন্য। এখানে যে বইগুলো পাবেনঃ
১. Trial of Collaborators
২. একাত্তরের ঘাতক জামাতে ইসলামীর অতীত ও বর্তমান
৩. একাত্তরের ঘাতক এবং দালালেরা কে কোথায়
৪. ১৯৭১, ভয়াবহ অভিজ্ঞতা
৫. একাত্তরের দালালেরা: দালাল আইনে অভিযুক্তদের তালিকা (১ম খন্ড)
৬. একাত্তরের ঘাতক দালাল: যা বলেছে যা করেছে
৭. Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972
৮. War Crimes and Genocide: The Trial of Pakistani War Criminals
৯. Tormenting Seventy One: An Account of Pakistan Army's Attrocities During Bangladesh Liberation War of 1971
১০. Genocide 1971, An Account Of The Killers And Collaborators
এবং আরো ৩৮ টি বই। একেক জন একেকটি বই ধরে রাজাকারদের সম্পর্কে যা যা তথ্য পাই সেগুলো জড়ো করতে পারি। তারপর একে একে সেগুলো তুলে দিতে পারি।
আমার কাছে মুনতাসীর মামুনের সম্পাদিত 'চুকনগরে গণহত্যা' ও ড. মো. আবদুস সাত্তার লিখিত 'রাজবাড়ীর মুক্তিযুদ্ধ' বইদুটো এখন আছে। দেখি, এ দুটো বই দিয়ে কী কী কাজ করা যায়!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গত বইমেলায় মুনতাসীর মামুনের আরেকটা ৫৭৬ পৃষ্ঠার ঢাউস সাইজের বই বেরিয়েছে- 'রাজাকার সমগ্র'। প্রকাশক 'অনন্যা'।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বইয়ের নাম যখন 'রাজাকার সমগ্র' হয়, তখন সেই বইতে থাকা উচিত রাজাকারদের তালিকা এবং তথ্যঠাসা।
কিন্তু এই বইতে তা নাই। রাজাকারদের কেন বিচার হচ্ছে না, সরকারের কী করণীয় এসব লিখে ৫৭৬ পাতা শেষ। তাই বইটার প্রতি আগ্রহ পাই নাই।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বাংলা উইকিপিডিয়ায় কে কি সম্পাদনা করছে তা http://is.gd/5wYuY এ লিংকে পাওয়া যাবে। আগ্রহীরা এই সাম্প্রতিক পরিবর্তন পাতা থেকে দেখে নিতে পারেন বাংলা উইকিডিয়ায় কে কখন কি করেছেন।
বছরের সেরা উদ্যোগ। আজকেই উইকিতে রেজিঃ করলাম। কাজ শুরু করে দেব অচিরেই। সাথে আছি, থাকবো।
রাগিব ভাইয়ের কাজের তালিকায় শহী্দ বুদ্ধিজীবি আনোয়ার পাশা নেই কিন্তু উইকিতে তাঁর নামে যে ভুক্তি তা' সন্তোষজনক নয় । আমি শীঘ্রই তার পূর্ণ জীবনী ও সাহিত্যকর্মের মূ্ল্যায়ন তুলে ধরব । এখানে শুধু এই টুকু বলছি, মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাসের জনক তিনি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
চমৎকার। শুরু করে দিন।
সাহিত্যকর্মের মূলায়নে কিন্তু প্রকাশিত "সমালোচনা নিবন্ধ" বা অন্য কিছুর উদ্ধৃতিই দিবেন কেবল। মানে আনোয়ার পাশার সাহিত্যকর্ম সম্পর্কে কে কী বলেছেন, তা লিখবেন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার কী অভিমত তা লিখবেন না। উইকির তথা বিশ্বকোষের নিয়ম হলো No Original Research, অর্থাৎ বিশ্বকোষে কেবলমাত্র পুর্বপ্রকাশিত তথ্যের সংকলন করা যাবে, বিশ্বকোষে কোনো নতুন মৌলিক বিশ্লেষণ যোগ করা যাবে না।
--
আনোয়ার পাশা সহ আরো কিছু শহীদ বুদ্ধিজীবীর নাম এই তালিকায় যোগ করে দিবো অচিরেই। আসলে সম্পাদনা করলেই স্টিকি ছুটে যাবে এই কারণে এখনো যোগ করিনি, তবে হিমুর আশ্বাস পেয়েছি এই ব্যাপারে। কাজেই তালিকা করে রাত নাগাদ দিয়ে দিবো।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
http://is.gd/5x1IY নিবন্ধটি সম্পাদনা শুরু করে দিন। তালিকায় যুক্ত করে দেওয়া হবে। আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক নিবন্ধ হবে বা হওয়া উচিত। হয়তো সব গুলো তালিকা বদ্ধ করা যাবে। কিন্তু তাই বলে আমরা বসে থাকবো না। এগিয়ে যাবো। সম্পাদনা শুরু করুন। যে নিবন্ধ নাই, তা তৈরি করতেও দ্বিধা করবেন না।
আমার হাতের কাছে এ মুহূর্তে যে বইগুলো আছে তার একটা লিস্ট তুলে দিচ্ছি। এ বইগুলোর বেশিরভাগই আমার এখনো পড়া হয় নি। আমি পড়ছি, কারও এরই মধ্যে এগুলো পড়া থাকলে একটু কষ্ট করে জানাতে পারেন কোন বই থেকে কোন তথ্য কোথায় যোগ করা যেতে পার--
১. পরাজিত পাকিস্তানি জেনারেলদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ-- মুনতাসীর মামুন
২. মূলধারা '৭১-- মঈদুল হাসান
৩. একাত্তরে পাকবর্বরতার সংবাদভাষ্য-- আহমদ রফিক
৪. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান--সামছুল আরেফিন
৫. মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস(১ম, ২য় ও ৩য় খণ্ড)--আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত
৬. গণযুদ্ধ একাত্তর-- আবদুল আজিজ
৭. বাঙালির মুক্তিযুদ্ধ ও আত্মোত্সর্গ-- শামসুল আলম সাঈদ
৮. হৃদয়ে একাত্তর-- গোলাম মোর্তোজা সম্পাদিত
৯. স্বাধীনতা ঘোষণা বিজয় অত:পর-- সিরাজ উদ্দীন আহমেদ
১০. বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস--ফজলুল কাদের কাদেরী
১১.আমার ছোটবেলা ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ--সিমিন হোসেন রিমি
কৃতজ্ঞতা: যে পরিবারটির সাথে একসাথে থাকি পুরোটাই তাঁদের সংগ্রহ।
সাথে আছি বলার জন্যই ঢুকলাম দৌড়ের মধ্যেও।

জ্ঞান আর সামর্থ্য যতোটা কুলায়- আছি, থাকবো।
সাধু, শুভ আর সমীচীন উদ্যোগ।
নত শত অভিবাদন নিন, রাগিব এবং আরো যারা সক্রিয় হয়েছেন এবং থাকবেন।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমি অপার্থিবকে সাথে নিয়ে মুক্তিবাহিনীর ভুক্তিটি সম্পূর্ণ করা হলো।
=======================
দাদ্খানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু’টা পাকা ডাল, ডিম-ভরা দৈ!!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
অল্প কিছু অনুবাদ করলাম এই পৃষ্ঠার ।
বেশ ভাল লাগছে।
আশা করি অল্প অল্প করে অনেক খানি কাজ করতে পারব ।
বোহেমিয়ান
আল বদর ভুক্তিতে দেখলাম তালিকা যোগ করা হচ্ছে, এটা বোধহয় উইকিসম্মত না।
আরেকটা কথা (কেউ ছাগু ডাইকেন না), এই পোস্টের কমেন্ট স্ক্রল করতে করতে আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছে। এই আলোচনাগুলাকে একটা ইয়াহু গ্রুপ টাইপের কিছুতে সরিয়ে নিলে বোধহয় সুবিধা হবে (যদি না এই উইকিযুদ্ধের আয়ু হয় মাত্র দু' এক সপ্তাহ)। এভাবে চলতে থাকলে কোন না কোন সময় সচলের স্বাভাবিক জীবনযাত্রার সাথে উইকিযুদ্ধের কনফ্লিক্ট হতে পারে। তাই সচলে শুধুমাত্র কর্মপরিকল্পনা/নির্দেশনা রেখে বাকি আলোচনা (বানান, তথ্য, পাঠচক্র ইত্যাদি) একটা ফোরাম বা অন্তত খোমাখাতা জাতীয় কিছুতে নিয়ে গেলে খারাপ হয় না।
"উইকিযুদ্ধ" লিখে সার্চ মারেন খোমাখাতায়। পেইজ খোলা হয়েছে একটা।
অসাধারণ উদ্যোগ। মুক্তিযুদ্ধ নিয়ে এতো অল্প জানি যে কোনো তথ্য যোগ করার ক্ষমতা রাখি না। শুভেচ্ছাটুকু জানিয়ে গেলাম।
মুক্তিযুদ্ধ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লেখাগুলো কাজে লাগতে পারে। বিশেষত Archer Blood এর টেলিগ্রামটি অনেক কাজ দেবে।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
মন্তব্যটি নজু ভাইয়ের একটি লেখায় করেছি। এখানেও দিচ্ছি।
মুক্তিযুদ্ধের বইগুলো হতে বাছাইকৃত কিছু বই স্ক্যান করে পীডিফ করে বিতরন করা গেলে যারা দেশের বাহিরে আছে তাঁদেরকেও কাজে লাগানো যেতে পারে। শুভাশিস এর আগের একটি লেখায় আর্কাইভায়তনের কথা হচ্ছিল। সেখানে অনুপম ত্রিবেদি এবং আরো কয়েকজন বলেছিলেন উনাদের স্ক্যানার আছে এবং এটা করতে পারবে। আমি কপিরাইট নিয়ে চিন্তিত না। দরকার হলে esnips এ ব্যক্তিগত ভাবে রেখে দিব। কিন্ত চাই সবাই যেন বইগুলো পড়তে পারে। আর এখন সবাইকে একেকটি বই দিয়ে সেই বই হতে প্রাপ্ত তথ্য জড়ো করা হোক।
আমার একটি প্রস্তাব ছিল। ধরি, গোলাম আযম, মুজাহিদ, নিজামী, মইনুদ্দিন, সাকা, আশারাফুজ্জামান, এভাবে একে একে সবার নামে একেকটি ব্লগ খুলি। সেখানে সবাই বিভিন্ন বই হতে প্রাপ্ত তথ্য সেই সব রাজাকারদের নামের ব্লগে যুক্ত করতে থাকি। সকল বই হতে যখন সব তথ্য যুক্ত করা শেষ হবে তখন সেখান হতে তথ্য বাছাই করে মূল তথ্যগুলো একত্র করে তাঁদের কীর্তি নামা বানিয়ে সেটা উইকিতে যুক্ত করি। আর এখন যেভাবে উকিতে তথ্য যুক্ত হচ্ছে সেটাও চলতে থাকুক। আমরা দু'টো ভাগে ভাগ হয়ে কাজ করতে পারি। এক ভাগ বই হতে তথ্য জোগাড় করে ব্লগে যুক্ত করতে থাকি। আরেকভাগ সেই তথ্য কিছুটা বাছাই করে উইকিতে যুক্ত করতে থকি। এভাবে চললে কাজটি চলমান থাকবে। অন্যথায় এক সময় তথ্যের অভাবে ভুক্তি বন্ধ হয়ে যাবে।
এ কারণে এই বইগুলো স্ক্যান করা থাকলে অনেক মানুষের সাহায্য নেওয়া সম্ভবপর হবে। আমার মতে বই অনেক আছে। কিন্ত এখান হতেও বই বাছাই করি। মূল দশটি বা বিশটি বই বাছাই করে একেক জন একেক্টি বইয়ের দায়িত্ব নিই। সেই বইয়ের সকল তথ্য একে একে করে যুক্ত করি। শুধু ইতিহাস বা বিভিন্ন স্থানীয় যুদ্ধের নামেও আলাদা ব্লগ ক্যাটাগরী হতে পারে। সকল ব্লগের লিঙ্ক একটি মেইন ব্লগে (রাগিবের ব্লগেও হতে পারে) দিয়ে দিতে পারি। এভাবে পরিকল্পনা মাফিক না এগুলে এত বড় প্রজেক্ট শেষ করা যাবে না। মনে রাখতে হবে বার বার এই কাজে মানুষ্কে উদুদ্ধ করা যাবে না। তাই আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ রাখা যাবে না।
সাধ্যমতো দু পয়সা যোগ করার চেষ্টা করছি।
...........................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
উইকিযুদ্ধের জন্য পর্যাপ্ত সংখ্যক বই ও অন্যান্য উপকরণ সংগ্রহের লক্ষ্যে একটু আগে মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে কথা বলেছি। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রচুর বই ও অন্যান্য উপকরণ রয়েছে যেগুলোকে ব্যবহার করে আমরা সহজেই উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে পারি। আমরা কী কী করছি এবং কী কী করতে চাই তা নিয়ে জাদুঘরের বর্তমান দায়িত্বে থাকা ট্রাস্টি মফিদুল হকের সাথে একটু আগে বিস্তারিত কথা বললাম। তিনি আমাকে শনিবারে কোনো এক সময় ফোন দিয়ে যেতে বললেন। বিষয়টাতে তাঁকে বেশ আগ্রহী বলে মনে হলো। আমি ভাবছি রাগিব ভাইয়ের লেখাটি প্রিন্ট করে এবং উইকিপিডিয়ার কয়েকটি ভুক্তি প্রিন্ট করে তাঁর কাছে নিয়ে যাবো আগামী শনিবার।
পাশাপাশি লাইব্রেরির দায়িত্বে থাকা রফিকুল হকের সাথেও কথা বললাম। তিনি আরও জানালেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের বইগুলো বাইরে দেওয়া হয় না, সেখানে বসে পড়তে হয়। আমি অনুরোধ করেছি, সীমিত সময়ের জন্য অল্প অল্প করে বই ধার দেওয়ার জন্য যেগুলো কাজ শেষে আমরা ফেরত দিবো। কোনো বই নষ্ট হলে বা হারানো গেলে এর জন্য আমি দায়ী থাকবো- তাও বলেছি। এই বিষয়গুলো ফাইন্যাল হবে আগামী শনিবার যদি মফিদুল হক সময় দিতে পারেন।
আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি- উইকিপিডিয়ার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের আর কী কী সহায়তা আমি চাইতে পারি? কিংবা আর কী অ্যাপ্রোচ করলে আমরা আরও বেশি বেশি কাজ করতে পারবো? শনিবারে যাওয়ার আগে এ বিষয়ে আপনাদের পরামর্শ দরকার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বাংলা উইকির বেলায়েত বা তানভির বা ফয়সালকে সাথে নিয়ে যান। ওরা সব সিস্টেম বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। বেলায়েতের ইমেইল তো আপনার কাছে আছে, ওর সাথে যোগাযোগ করুন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
চমৎকার খবর!
আমার তাৎক্ষণিকভাবে যা মাথায় এলোঃ
১. মুক্তিযুদ্ধ জাদুঘর তার ওয়েবসাইটে এই কার্যক্রমটির কথা উল্লেখ করতে পারে [বাংলা উইকিপিডিয়া ও সচলায়তনের সম্মিলিত উদ্যোগ, রাগিব ভাইয়ের পোস্টটির লিঙ্ক দিলেই চলবে]। এতে করে মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে যিনি পর্যটক, তিনিও শামিল হতে পারেন।
২. মুক্তিযুদ্ধের প্রচুর ছবি উইকিতে দান করতে হতে পারে। ছবির মালিকদের অনুরোধ করার কাজে মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের সহযোগিতা করতে পারে।
৩. মুক্তিযুদ্ধ জাদুঘরে যদি ইন্টারনেটসংযোগ থাকে, তাহলে লাইব্রেরিতে বসেই ল্যাপটপের সাহায্যে অনেক তথ্য তুলে দেয়া সম্ভব।
৪. যেহেতু অনেক তথ্য মুদ্রিত মাধ্যম ছাড়া অন্য কোথাও প্রকাশিত হলে উইকিপিডিয়া সেটিকে ভুক্তি হিসেবে গ্রহণ করে না, তাই মুক্তিযুদ্ধ জাদুঘর একটি অনিয়মিত প্রকাশনা শুরু করতে পারে, যেখানে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার লিপিবদ্ধ করা যেতে পারে। এর ফলে আমরা যা পাবো, তা হচ্ছে উল্লেখযোগ্য সূত্র।
- রাগিব ভাই, ফটুক যোগ করে ক্যামনে? চেষ্টা কর্ছি, পারি নাই। নতুন জায়গায় লেখার ফর্ম্যাটে কিছুটা পরিবর্তন এনেছি (অরিজিনালটার মতো), একটু দেখে দিয়েন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
উইকিতে আলাপ পাতায় লিখেন, তানভির এখন অনলাইনে আছে, ও বলে দিবে।
ফটো কপিরাইটের ঝামেলাবিহীন হলে দেয়া যাবে। আলাপ পাতায় অন্যান্য বিষয়ের টিউটোরিয়ালের লিংক দিয়েছি। স্বাগতম বার্তা দেখুন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
ফেস বুকে শেয়ার করে ক্যামনে? হেল্প প্লিজ!! এই লেখা আমি ফেসবুকে শেয়ার করব।
এই পৃষ্ঠার URLটি http://www.sachalayatan.com/ragib/29373#new আপনার ফেসবুক স্ট্যাটাস হিসেবে কপি করে দিন।
রাজিব মোস্তাফিজ
আছি! আছি!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সফলতা কামনা করছি
আশম এরশাদ
রাগিব ভাই:
আমি সেলিনা পারভিনের এন্ট্রিটির ইংরেজী অনুবাদ করে পোস্ট করতে চাচ্ছি। কিন্তু এই মেসেজ পাচ্ছি:
The page title or edit you have tried to create has been restricted to administrators at this time. It matches an entry on the local or global blacklists, which is usually used to prevent vandalism.
আমাকে নির্দিষ্ট করে দিলে ভাল হয় যে কোন কোনটি করব। আমার ইউজার নেম - Rezwan
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
সমস্যার সমাধান হয়েছে, ধন্যবাদ।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
1971 Bangladesh atrocities ভুক্তিটার Violence against Biharis অংশের এই অনুচ্ছেদটা দেখেন।
"December 1970 and March 1971, Bengali nationalists subjected non-Bengali minorities, especially Biharis, to systematic persecution. It is estimated that between 15,000 and 50,000 Biharis were killed during this period, and is believed by some that both Sheikh Mujibur Rahman, with active support from Indian army, intentionally incited and then failed to stop the violence against the Biharis."
এটার শেষে একটা রেফারেন্স যোগ করা আছে, কিন্তু ওটা International Journal of Refugee Law এর এক প্রবন্ধের, যা কিনা মুফতে দেখাচ্ছে না। আমার সন্দেহ হচ্ছে, যে সংখ্যা আর অভিযোগ এখানে তোলা হয়েছে তা আদৌ প্রবন্ধটিতে নেই। কিন্তু অভিযোগ ভয়াবহ। ক্লিয়ার হওয়া দরকার।
যে ভুক্তিগুলো নতুন করে যোগ হচ্ছে, সেগুলো এখানে বা অন্য পোস্টে একে একে দিতে পারলে ভালো হতো। সবাই মিলে আলোচনা করতে পারলে তথ্যগুলো সমৃদ্ধ হতো বলে আমার ধারণা... বানানশুদ্ধ করেও দেওয়া যেতো।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ব্লাড টেলিগ্রাম
সেলিনা পারভীন
সন্তোষ চন্দ্র ভট্টাচার্য
শহীদ বুদ্ধিজীবী দিবস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
আমি সেলিনা পারভীনের বাংলা ভুক্তি উন্নয়নের সাথে সাথে এর ইংরেজী অনুবাদ ও পোস্ট করেছিলাম। এখন দেখছি ইংরেজী উইকিপিডিয়ায় সেটি মুছে দেয়া হয়েছে।
সন্তোষ চন্দ্র ভট্টাচার্য এর ইংরেজী ভার্সনটির অধিকাংশ মুছে দেয়া হয়েছে কপিরাইট ভায়োলেশনের অভিযোগে। আমি তো কপি পেস্ট করি নি। এখন ইতিহাস নতুন করে রচনা করব কি করে? ওই তারিখগুলো কি কপিরাইট?
Banglapedia site:
Born on 30 August, 1915 in a Brahmin family of Jantrail village within Nawabganj Upazila of Dhaka district, Santosh Chandra Bhattacharyya graduated from the Dhaka University in 1937 with Honours in History and obtained MA degree in 1938 from the same institution occupying first position in the first class in both the examinations.
He started his academic career as a lecturer in the jagannath college in 1939 and worked there until 1949, when he joined the History Department of Dhaka University as a Senior Lecturer. A scholar in Sanskrit literature and ancient history of Bengal and India, Bhattacharyya served Dhaka University as a devoted teacher and a scholar until his tragic death (14 December, 1971) in the hands of the pro-Pakistani militia during the War of Liberation. [Ratan Lal Chakraborty]
My version is:
Santosh Chandra Bhattacharyya was born in a Bramhon family on 30 August, 1915 in Nawabganj upazila of Dhaka district. He studied history and graduated from Dhaka University in 1937 with Honors and obtained MA degree in 1938 with distinction.
He joined as a lecturer in Jagannath College in 1939 and gained popularity among his students. In 1949 he joined the History Department of Dhaka University as a Senior Lecturer. He also worked as a provost of the Jagannath Hall of Dhaka University.
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
সেলিনা পারভীনের ভুক্তিটি যিনি মুছে দিয়েছেন, তিনি কি কোনো কারণ জানিয়েছেন?
না। এমনকি হিস্টরিতেও সেটি পাচ্ছি না। অথচ আমার মনে আছে সেটি সেইভ হয়েছিল কারণ কিছু মাইনর এডিট করতে হয়েছিল।
তবে আমি এর আগে একটি ওয়ার্নিং পেয়েছিলাম (আমার পূর্বের কমেন্ট দ্রষ্টব্য) - তার সাথে কোন সম্পর্ক থাকতে পারে।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
ধন্যবাদ, আমি আবির চেষ্টা করে দেখব। সাথে সাথে একটি কপিও সেইভ করে রাখব এর পর থেকে - আমার মনে হয় এই প্রাকটিসটি করা ভাল।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
ছবির ক্ষেত্রে সুখবর হলো, জ্যোতির্ময় গুহ ঠাকুরতার কন্যা মেঘনা গুহ ঠাকুরতা আমাকে ইমেইলে জানিয়েছেন, শহীদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতার যা ছবি উনার কাছে আছে, সব উইকিকে দান করবেন।
যারা শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের চেনেন, তারা কি এভাবে একটু অনুরোধ করবেন, শহীদ বুদ্ধিজীবীদের ছবিগুলো এভাবে উইকিকে দিবেন কি না?
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
যোগাযোগের জন্যে একটা ইমেইল ঠিকানা দিন রাগিব ভাই।
মূল ইঙরেজি থেকে এই লেখাটা অনুবাদ করলাম। একটু দেখে বললে দিকনির্দেশনা দিলে বুঝতাম ঠিক লাইনে আছি কিনা। 'নিশংস্ব' বানানটার সঠিক কি? তথ্যসূত্র দিতে প্রচুর ঝামেলা হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে-ও মিলে নি। আপনি একটু দেখে বলবেন। tag was found" এই এরর দেখায়।
"উদ্ধৃতি ত্রুটি: tags exist, but no
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
এখন সম্ভবত ঠিক আছে। এই মাত্র একজন ওটা ঠিক করে দিয়েছে দেখলাম।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
আবু ওসমান চৌধুরী
এটা কেউ সম্প্রসারিত করুন।
উইকিতে দেখলাম শুধু সেক্টর অধিনায়ক জিয়া ,রফিক,খালেদ আর তাহেরের ভুক্তি আছে । বাকিদের উপর কাজ করতে হবে । আমিই শুরু করব । আবু ওসমান চৌধুরী দিয়েই না হয় শুরু করব ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
যুদ্ধাপরাধী হিসেবে সাকাচৌ-এর উপর একটা ভুক্তি আবশ্যক। আরো বেশি আবশ্যক অবশ্য তার জন্য একটা বিনয়, বাদল, দীনেশের। আফসোস!
@নুরুজ্জামান মানিক,
আপনার জি। সি দেব কে নিয়ে ভূক্তি তে ওনার জন্মদিন নিয়েএকটা ভুল পেলাম (সূচনা তে ১ জানুয়ারী ১৯০৭ এবং শৈশব এ ১ফেব্রুয়ারী,১৯০৭)। দয়া করে ঠিক করে দিন।
ধন্যবাদ।
১ফেব্রুয়ারী করলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
একাউন্ট খুলেছি একটা
কিন্তু করতে পারছিনা কিছুই
যারা করে যাচ্ছেন
সবাইকে অভিনন্দন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বাংলাদেশের ইতিহাস ভিত্তিক ১৩টি স্কলারি আর্টিকেল আর চারটি বইয়ের লিঙ্ক দিলাম, যদি কেউ কাজে লাগাতে চায় (আমার ধারণা এইগুলি রেফারেন্সিং-এর সোর্স হতে পারে):

1. লাইফ ম্যাগাজিন (১৯৭১, ডিসেম্বর ৩১)
2. Hamoodur Rahman Commission of Inquiry Into the 1971 India-Pakistan War (পাকি ডকুমেন্ট, ফুল প্রিভিউ)
3. War and Secession: Pakistan, India, and the Creation of Bangladesh
By Richard Sisson, Leo E. Rose (লিমিটেড প্রিভিউ)
4. A Century of Genocide: Critical Essays and Eyewitness Accounts
By Samuel Totten, William S. Parsons (Chapter 9: Genocide in Bangladesh)
5. 13 articles (1971.zip 9.2MB) আপাতত পাবলিক করা আছে:
এই পোস্ট দেয়ার পর গত ৪ দিনে যা যা ভুক্তি তৈরী হয়েছে তা হলো
পাকিস্তান সেনাবাহিনী
থানাপাড়া বধ্যভূমি
শহীদপাড়া বধ্যভূমি
গোপালপুর গণহত্যা
সন্তোষ চন্দ্র ভট্টাচার্য
সেলিনা পারভীন
হাবিলদার-মেজর মুজিবুর রহমান
আবু ওসমান চৌধুরী
আর্চার ব্লাড
শান্তি কমিটি
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
দেলোয়ার হোসেন সাঈদী
আলী আহসান মুজাহিদ
---
এছাড়া কয়েকটি মাত্র ভুক্তিতে কন্টেন্টের উন্নতি সাধন হয়েছে।
---
সবাইকে অনুরোধ করবো, পুরো ভুক্তি শুরু না করলেও বানান ঠিক আছে কি না, ভাষা ঠিক আছে কিনা, এগুলোও অনেক দরকারী কাজ। তাই একটু কষ্ট করে হলেও উপরের তালিকার ভুক্তিগুলোতে ক্লিক করুন, আর সেই নিবন্ধগুলো একটু দেখুন। বানান ভুল পেলে চট করে ঠিক করে দিন।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
আমরা সবাই অনলাইনে খবরের কাগজ পড়ি। খবরের কাগজে প্রকাশিত রিপোর্টে তথ্যসূত্র আর তথ্য পেলে যোগ করে দিন। দয়া করে কপিপেস্ট করবেন না।
রাগিব ভাই, কোনো অংশ উদ্ধৃত করতে চাইলে কি সূত্র উল্লেখ করে<'blockquote> আর <'/blockquote> এর মাঝে রেখে করা যাবে?
হ্যাঁ, ব্লক কোটের ভেতরে রেখে উদ্ধৃতি দেয়া যাবে।
----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
এই পোস্টটিতে অপ্রাসঙ্গিক বা পুনরাবৃত্ত কমেন্টগুলি মুছে হালকা করে দেয়া যেতে পারে।
রাগিব যেহেতু শীঘ্রই আরেকটি পর্ব দিচ্ছে, এই পোস্টে লোড এমনিতেই কমে যাবে।
বধ্যভূমি ইংরেজি কি?
আজকে প্রথম আলোতে 'মুক্তিযুদ্ধে বিমান' নামে একটা ভাল আর্টিকেল ছপা হয়েছে। লেখক শামীম আমিনুর রহমান।
একটা জুৎসই শব্দ আছে, মনে পড়ছে না। Killing Field বহুল ব্যবহৃত।
বধ্যভূমির ইংরেজী Mass grave. কম্বোডিয়ার বধ্যভূমিগুলোর নাম Killing fields.
কিন্তু ম্যাস গ্রেইভ তো গণকবর।
হুম। তা ঠিকি। কিন্তু কম্বোডিয়া ছাড়া আর তো কোথাও কিলিং ফিল্ডের উল্লেখ দেখলাম না। ইয়োরোপে তো অন্তত কিছু থাকার কথা। আর অন্য কোথাও মেরে লাশ একটি নির্দিষ্ট স্থানে ফেলা হলে সেটা আসলে গণকবরই হওয়ার কথা।
বধ্যভূমির ইংরেজি সম্ভবত 'কিলিং গ্রাউন্ড' হবে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি সবকিছুতেই সবার পেছনে থাকি। দেরিতে হলেও শুরু করলাম।
হূমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্প বইটার পিছনে রেফারেন্সের একটা খনি আছে। মোটমাট ৯৩ টা বই!
কি করতে পারব তা তো বলতে পারি না তবে এ উদ্যেগের তুলনা হয় না। আর যা কিছু শুভ তার সাথে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
শাহিদুর রহমান শাহিদ
বাসায় নেট-লাইনের দুরবস্থা ইত্যাদি কারণে আমিও পিছিয়ে অনেক।
তবে, ক'দিন পরে আজ এই রাতভর এখানকার সবকিছু প'ড়ে দেখলাম- কী সুন্দর সবাই মিলে কাজ ক'রে যাচ্ছে! এ অনুভূতি ব্যাখ্যা করতে পারবো না। যুদ্ধেরই স্বাদ পাচ্ছি। লাল সালাম সব কমরেডকে। আপনাদের প্রত্যেকের প্রতি অসম্ভব শ্রদ্ধায় নত হয়ে যাচ্ছি বারবার! দিস ইজ কল্ড অ্যাক্টিভিজম!
আবার নিজে অংশ নিতে পারছি না ব'লে অনুশোচনাও হচ্ছে অনেক!
দেখি- নিজের ওপর থেকে আশা ছাড়ছি না এখনও। অনেক কাজ যেমন হ'লো, তেমন আরো নিশ্চয়ই অনেক কিছুই হ'তে থাকবে। সাইবার-অশিক্ষিত তথ্য-কানা মানুষ আমি, তবু নিদেন কিছু বানান-ভাষাও যদি ঠিক করতে পারি, তা-ও তো কিছু একটা করলাম।
জয় উইকিযুদ্ধ!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
কিছু সাধারণ বানান ঠিক করা দিয়ে শুরু করলাম। জানি না কতদূর কী করতে পারব। চেষ্টা করব যথাসাধ্য। উদ্যোগটার জন্য প্রশংসার কোন ভাষা জানা নেই।
জয় বাংলা। জয় উইকিযুদ্ধ।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
মুক্তিযুদ্ধের অংশ বলতে গেলে এখনো পুরোই খালি। অনেক কিছু লেখার বাকি। ''বুদ্ধিজীবী হত্যাকান্ড'' প্রবন্ধেই অনেক বড় বড় তথ্য বাদ পড়ে আছে। বুদ্ধিজীবী হত্যাকান্ডে রাও ফরমান আলীর প্রত্যক্ষ ভূমিকা এবং তার ডায়েরীর পাতায় লিপিবদ্ধ বুদ্ধিজীবীদের তালিকা সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি, অথচ সে ছিল পাকিস্তানী আর্মীর পক্ষথেকে মূল পরিকল্পনাকারী। বুদ্ধিজীবী হত্যায় নিয়োযিত রাজাকারদের সম্পর্কেও তেমন কিছু লেখা নেই। নিহত বুদ্ধিজীবীদের যে তালিকা দেয়া হয়েছে তা অনেক ছোট। www.genocidebangladesh.org তে একগাদা লিস্ট আছে। কিন্তু সমস্যা হল তাদের কর্মক্ষেত্র বা পেশা সম্পর্কে কিছু দেয়া নেই। আর 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' সম্পর্কেও যথেষ্ঠ তথ্য নেই। অনেক বিষয়ে অনেক প্রবন্ধ আছে ঠিক, কিন্তু তথ্যগত দিক থেকে গুরুত্বপূর্ন অনেক বিষয় এখনো দূর্বল।
রাগিব ভাইয়ের কাছে প্রশ্ন।ধরেন আমি অনেক কষ্টে একটা প্রবন্ধ দাড়া করালাম। এখন কেউ যদি সেই প্রবন্ধ এডিট করতে যেয়ে বা ইচ্ছাকৃত ভাবে পুরোটা মুছে দেয় তবে কি হবে? পুরোনো লেখা কি ফিরিয়ে আনা যাবে কোন ভাবে?
আমিই তানভী|
পুরোনো লেখা এক ক্লিকে ফিরিয়ে আনা সম্ভব
নিবন্ধন করলাম। ছোটখাটো হলেও, যতোটা পারি করবো। রাগীবকে আন্তরিক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
উইকিযুদ্ধের লিঙ্ক এ এই লেখাটি না দিয়ে নুতন একটি লেখার লিঙ্ক দেওয়া উচিত যেখানে রাগিবের লেখা দু'টো, গৌতমের লেখা এবং নজরুল ভাইয়ের লেখা, সবগুলোর উল্লেখ থাকে। নুতন ব্লগটি সন্দেশ দিতে পারে, বা রাগিব বা গৌতম আপডেট জানিয়ে লিখতে পারে। নুতন কেউ শুধু এই ব্লগটি পড়লে পুরো চিত্রটি পাবে না।
WCSF এর ই-লাইব্রেরীতে হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ – দলিলপত্র – অষ্টম খন্ডটি যুক্ত করা হয়েছে। খন্ডটিতে গনহত্যা এবং বিভিন্ন যুদ্ধের বর্ণনা রয়েছে যা উইকির ভুক্তির রেফারেন্স হিসেবে কাজে লাগবে। সবাইকে বইটি পড়ে দেখার অনুরোধ জানাচ্ছি। বইটি কিছুটা বড় সাইজের তাই লোড হতে সময় লাগতে পারে।
স্ক্যান সেক্টরের ভাই বোনেরা কে কোথায় আছেন?
উইকিসংকলনে http://bit.ly/82yKU6 পাতায় বাংলাদেশবাসীর উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহ্মদের বেতার ভাষণ সংকলন করা হয়েছে। ভাষণটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হ'তে ১৯৭১ সালের ১১ই মার্চ প্রচারিত হয়েছিল।
Bonkim chandra bolechilen,Bangalir itihash ke likhibe?uttar ti nijey diechilen.tumi likhibe,ami likhibo.Hasan hafizur rahman muktijuddher itihash:dolilpotre je kaj shesh korte paren ni.shey kaj je apnara korbar daietto niechen,gota jati shejonno kritoggyo thakbe.ami di tin ta point dhorie dite chai.shombhab hole nije pore kono shamay ta add korbo.
1.muktiduddhe adivasi der bhumika.
2.narider bhumika.
ei duti bepar onekey bad die jan.r phographs er jonno onek ke dhorte hobe.jeman:Naibuddin Ahmed,oshadharan shob chobi tulechen,amader muktijuddher.uni recently mara gelen at the age of 85.online magazine Banglamati te take nie ekta lekha beriche amar.link dilam:
http://www.banglamati.net.bd/january-10/sharon.php.
DRIK amar mone hoy oneker chobi preserve koreche.contact korle kaj hote pare. muktijuddher honest ekta vivid description pawa jai:Gerila Theke Shonmukh Juddhe:Mahbub Alam er boite.erakam boyer support nea dorkar.
Barishal er 'peara baganer juddhyo' desher bhetar ekta nam kora shommukh juddho.Shiraz Shikder,major Ziauddin ra eta organize korechilen.etar information dea jete pare.
mone hole aro information debar chesta korbo.parle lekha o .jeshob nie bolechi.
উইকিযুদ্ধ! চমৎকার আইডিয়া।
পরে সবিস্তারে পড়ে দেখবো
আগে খেয়াল করিনি।
বছর দুয়েক আগে, বীর বিক্রম তারিখ ভাই (১৯ বছর বয়সে একজন পাকিস্তানী জেনারেলকে আটক করেছিলেন যুদ্ধে হারিয়ে) বলছিলেন এমন কিছুর কথা। জাফর স্যাররা এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ উতসব শুরু করেছিলেন। তবে, সেটি আর কন্টিনিউ কয় না।
এটা হয়তো আমাদের দেশের একটি বড় সমস্যা যে, আমরা লেগে থাকতে পারি না। ভোরের কাগজে মুক্তিযুদ্ধ অনলাইন শিরোনামে একটি লেখা লিখেছিলাম ১৯৯৫/৯৬ সালে, যে বছর মুক্তির গান রিলিজ হয়। তখন বলেছিলাম কিছু কাজ করে ফেলা যায় সহজে।
যেমন একটি ভাল অসিআর। তারপর ১৬ খন্ডের হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাস স্ক্যান, ওসিআর।
এর পাশাপাশি একটি কথ্য ইতিহাস প্রকল্প। মানে, আমরা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ করবো, ঐতিহাসিকদের আড্ডার ব্যবস্থা করবো, ইত্যাদি। পুরো সময়টা ভিডিও করে সেটি আপ করে দেবো। একটি ভাল সার্ভার হলেই হবে।
তোমার এই উদ্যোগ দেখে সে কথাগুলো মনে পড়ছে।
আশা করি সফল হবে।
ভাই কালার কোড এর তালিকাটা কি আপডেট করা হয়? Gopalpur Massacre তো দেখলাম লেখা হয়েছে।
দারুণ উদ্যোগ। সুস্বাগতম।
উইকি যুদ্ধের আপডেট জানতে চাই।
সুপ্রিয় দেব শান্ত
কর্মীর অভাবে বাংলা ও ইংরেজি উইকিতে এই সংক্রান্ত কাজগুলো আটকে গেছে। বহু জায়গায় রীতিমত ভিক্ষা করার মতো করে মানুষের কাছে ২টা মিনিট চেয়েও কাউকে পাওয়া যায়নি। উইকিতে লিখে তো আর ফেইসবুকের মতো "লাইক" পাওয়া যায় না, তাই কারো আগ্রহও নাই
তবে উইকিযুদ্ধ পোস্টে অনুপ্রাণিত হয়ে নজরুল ভাই ও আরো অনেকে মুক্তিযুদ্ধের উপরে তথ্য ডিজিটাইজ করার কাজ করেছেন।
----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম
উইকিমিডিয়া কি একটা ব্যবস্থা চালু করতে পারে না- কোন পৃষ্ঠার একটা অংশ যে বা যারা এডিট করবে, সে বিশেষ অংশের নিচে বা উপরে ([edit] অংশটার সমান্তরালে) এডিটরদের নিক, তাদের উইকি-একাউন্টের লিঙ্ক সহকারে ছোটকরে দেখা যাবে। তাহলে, যে বা যারা এডিট করছে তাদের পরিচয় যদি কন্টেন্টের সাথে প্রকাশিত হয় তবে সেটা একটা বিজ্ঞাপনের মত কাজ করতে পারে, এতে করে তারা আরও বেশি সম্পাদনায় উৎসাহিত হতে পারে।
অনেক ভালো লাগলো। এত দিনে মুক্তিযু্দ্ধের নিয়ে ভালো একটা কাজ হবে আশা করছি। শুভকামনা আপনার জন্য।
মরুশেয়াল
এত দারুণ একটা কাজ থমকে আছে মনে হচ্ছে ! ফেইসবুকে শেয়ার দিচ্ছি, দেখি নতুন কেউ যোগ দেয় কীনা !
নতুন মন্তব্য করুন