অফিসে পৌছে অভ্যাসবশত বিডিনিউজে ঢুঁ মারলাম। এটা সেটা পড়ার পরে একটা খবর পড়তেই একেবারে মনটা খারাপ হয়ে গেলো। বিশেষ করে এই অংশটা -
`সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী আসিফ করিম পাটোয়ারি রূপম বলেন, “বছরের প্রথম দিন বই উৎসব হলো। সবাই আনন্দ করে নতুন বই নিল। কিন্তু আমার বই দিল না। আমার হাফইয়ার্লি পরীক্ষা শেষ হওয়ার পথে। এখনো নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারলাম না।”'
বাংলাদেশের লাখ লাখ দৃষ্টিহীন বা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা ২০১৩ সালের ৬ মাস পেরিয়ে গেলেও তাদের পাঠ্যবই পায়নি। তাদের দরকার Braille পদ্ধতিতে লেখা বই যা তারা হাতে ছুঁয়ে পড়তে পারে। অন্য সব শিক্ষার্থীরা বহু আগে বই পেলেও এরা পায়নি, কারণ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ বইয়েরই সফট কপি টেক্সটবুক বোর্ডের কাছে নাই, বা থাকলেও সেটা ইউনিকোডে না। (সাইটে রাখা পিডিএফগুলা থেকে ইউনিকোড টেক্সট বের করা যায় না সহজে)।
আর সমস্যাটা আরো বেড়েছে, কারণ টঙ্গির সরকারী ব্রেইল প্রেসে ব্রেইল বই ছাপার মতো দক্ষ লোকজনও নাই।
এই সমস্যাটা সমাধান করতে পারি কিন্তু আপনি-আমি- আমরা সবাই।
শিক্ষাবোর্ডের সাইটে অনেক পাঠ্যবইয়ের পিডিএফ রাখা আছে। আপনি ফেইসবুকে বা অন্যত্র যে সময়টা দেন, তার অল্প একটু সময় নিয়ে দিনে ১টি করে পাতা টাইপ করে দিন। ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যার একটা স্বল্পমূল্যের ব্রেইল প্রিন্টার তৈরী করেছেন। উনার সাথে মেইলে যোগাযোগ হয়েছে। উনি জানিয়েছেন, বইয়ের ইউনিকোড কপি পেলেই উনার প্রিন্টারে বইগুলা ছেপে এই অন্ধ শিশুদের কাছে পৌছে দেয়ার কাজ শুরু করা যেতে পারে।
একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর কাছে জ্ঞানের আলো, বইয়ের ঘ্রাণ পৌছে দেয়ার জন্য এতটুকু সময় কি দিতে পারবেন না?
আমার বিশ্বাস, আপনি, আমি, আপনার-আমার বন্ধুরা সবাইই অল্প করে হলেও পারবেন দিতে সময় অবশ্যই।
এই ব্যাপারে সবার কাজ অর্গানাইজ করার জন্য ফেইসবুকে একটা গ্রুপ খুললাম আজকেই। সেখানে যোগ দিয়ে আসুন, এগিয়ে আসি, দেই বাড়িয়ে সাহায্যের হাত ...
https://www.facebook.com/groups/308235355979239/
(দয়া করে এই লেখাটি শেয়ার করুন পরিচিত সবার সাথে)
আপডেট - এই গ্রুপ খোলার ২ ঘণ্টার মধ্যে আমরা ৩টা বই ডিজিটাইজ করেছি ইউনিকোডে।
(এয়ারপোর্টে লিখছি, ফ্লাইট ছেড়ে দিলো বলে, বাকিটা পৌছে লিখবো)।
মন্তব্য
ছড়িয়ে দিচ্ছি।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
এই খবরটা পড়ে কতটা বিবেক-দংশনে ভুগছিলাম! ধন্যবাদ এই প্রয়াসের জন্য।
ছড়িয়ে দিলাম ফেসবুকে, ফেসবুক গ্রুপে যোগ দিলাম। আরও যা যা পারি করা শুরু করবো।
আমিও, আরেকটি দারুণ উদ্যোগ রাগিব ভাই
একটা team করা দরকার। তা না হলে আমরা একাধিক লোক একসাথে এক-ই পাতার অনেকগুলো copy করে বসব। তারপর সবাই মিলে একসাথে দম ফুরিয়ে বসে থাকব। আমি আজকেই কাজ শুরু করতে চাই। দেখি কতদিন দম ধরে রাখতে পারি।
- একলহমা
ছড়িয়ে দিলাম। কাজ শুরু করে দেব।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ছড়িয়ে দিলাম, যোগ দিলাম গ্রুপে। ধন্যবাদ ভাইয়া।
খবরটা ছড়িয়ে দিলাম---
যতটুকু সাধ্যে কুলায়, করার চেষ্টা করব---
ধন্যবাদ এই প্রয়াসের জন্য।
শেয়ার করলাম। তবে এই মুহূর্তে অংশ নিতে পারছিনা। অলরেডি অনেক কমিটমেন্টে জড়িয়ে গিয়েছি।
অংশ নিছি ইতিমধ্যেই আর ছড়িয়ে দিচ্ছি, আশা করি এই বাধা দূর হবেই।
জয়েন করলাম কিন্তু কন বই এর পাতা টাইপ করব তা ঠিক করে দিলে ভাল হয় তা না হলে ডুপ্লিকেশন হবে
অনেক ধন্যবাদ ব্যাপারটা তুলে ধরার জন্য।
আপনাদের উদ্যেগে শুভকামনা রইলো।
যোগ দিয়েছি।
পোস্টটা স্টিকি করে রাখা হোক।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
শুভ উদ্যোগ। সাথে আছি।
ম্যাক-এ কাজ করি। Sabreenatonnyfont ফন্ট ইনষ্টল করেছি। তারপরও বই পড়া যাচ্ছে না। হিজিবিজি ইংরেজী অক্ষর হয়ে থাকছে। বলছে যে ঐ ফন্টটা পায়নি। বইটা কি ম্যাক-এ খুলবে না?
- একলহমা
আমিও ম্যাকেই লিখছি, কিন্তু কোন প্রবলেম ফেইস করিনি এখনো। আপনি কেন হিজিবিজি দেখছেন সেটা ডিটেইল বললে হয়ত সাহায্য করতে পারবো।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ছড়িয়ে দিলাম, যোগ দিলাম গ্রুপে।
যতটুকু সাধ্যে কুলায়, করার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ ভাইয়া।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
এরকম চম.ৎকার কাজে সবাই ঝাপিয়ে পড়বে সন্দেহ নেই। কিন্তু ঝাপিয়ে পড়ার পর দেখা যাবে, একটা পর্যায়ে সবার এনথু ডাউন।
উৎসাহী সবাইকে যদি ম্যানেজ করা যায়, তাহলে কাজটা আরো চমৎকার এবং দ্রুত হবে নিশ্চয়ই। আমি নিশ্চিত আপনার সেই পরিকল্পনা আছে, তারপরও কিছু জিনিস
১. কয় পৃষ্ঠা/ কয়টি বই টাইপ করতে হবে?
২. কয়দিনের মধ্যে শেষ করতে হবে?
৩. কারা কতটুকু সময় দিতে পারবে? ধরা যাক, স্টুডেন্টরা দিনে ১ঘন্টা, কামলারা সপ্তাহে ৩ঘন্টা...
৪. কয়জন লাগবে?
৫. কারা টাইপ করবে? কারা রিভিউ করবে? তাদের ডেডলাইন কবে হবে?
এগুলো তাৎক্ষিনক প্রতিক্রিয়া, কিছু ভুল হলে স্যরি, ধন্যবাদ
যোগ দিচ্ছি... দেখা যাক কতটুকু কী করতে পারি
______________________________________
পথই আমার পথের আড়াল
যোগ দিলাম, ছড়িয়ে দিলাম। কিন্তু সমন্বয় দরকার, নয়ত পন্ডশ্রম হবে অনেকের
কনভার্টার দিয়ে সহজেই অনলাইনে বিজয় থেকে ইউনিকোডে নেয়া যায়। বিজয়-এ টাইপ করা ডকুমেন্ট পেলেও তো চলে/ আহারে ,,,,,,,,
যোগ দিচ্ছি। টাইপ শুরু করবো।
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
যোগ দিচ্ছি । বিষয়টা ভালোভাবে অর্গানাইজ করা প্রয়োজন । তা না হলে ডুপ্লিকেশনের ঝামেলা হতে পারে ।
সাথে আছি।
facebook
অসাধারণ উদ্যোগ! ছড়িয়ে দিচ্ছি...
-----------------
সুবোধ অবোধ
-----------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!
আমি রেডি।
অবশ্যই যোগ দিচ্ছি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ওপরের কমেন্টের পরপরই সেখানে গিয়ে সাড়ে তিন ঘণ্টা কাজ করে এইমাত্র এলাম। আগামীকাল আবারো কিছুক্ষণ সময় দেবার আশা রাখছি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চমত্কার উদ্যোগ
সাথে থাকবো
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
গতকালটা চলে গেল টেকনিকাল ব্যাপারটা বুঝে উঠতে। একে আদ্যিকেলে, তায় মাথায় ঢোকে না! আজ কাজটা শুরু করতে পেরেছি। আশা করি ঠিকমত পোস্ট করেছি। (কাছাকাছি যদি সচলা/সচল কেউ থাকত!) যতটা তাড়াতাড়ি করতে চাইছি ততটা হচ্ছে না। তবে যতটুকু করতে পারছি, করতে খুব ভাল লাগছে। মোট ১০ পাতা করেছি।
- একলহমা
আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন। বইগুলো থেকে যেকোন পৃষ্ঠা লিখার পর সেটা কোথায় পাঠাবো। মানে আপনাদের কাছে পাঠানোর পদ্ধতিটা কি?
অংশ তো গ্রহণ করতে চাই, কিন্ত ডুপলিকেশনের আশংকায় কাজ শুরু করতে পারছি না।
আব্দুল্লাহ এ এম
যোগ দিলাম।
চমৎকার উদ্যোগ। আশা করি এবারো আমরা সফল হবো।
------------------
মিলন
আমার যে টুকু সাধ্য করিব তা আমি---
অসাধারণ উদ্যোগ রাগিব ভাই
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
কি চমৎকার উদ্যোগ ! সাথে আছি।
একটা ছোট্ট প্রশ্ন ছিল এতদিন তারা কিভাবে বই ছাপাতো??
মানে আগে থেকে কি কোনও ব্যবস্থা ছিলো না ??
পুরোনো বি কালেক্ট করে নতুনদের দিলেও তো কিছু শিশু বই পেত!!!
নাকি এবারেই ব্রেইলে প্রথম শুরু হলো ??
আজ আরো ১৫ পাতা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণি - ষষ্ঠ অধ্যায়) যোগ করলাম। অনেক কিছু জানাও হচ্ছে।
- একলহমা
আপনার হিবিজিবি সমস্যা তাহলে সমাধান হয়েছে! আমিও এইমাত্র ৬ পেজ জমা দিয়ে এলাম।
না: সেই সমস্যার সমাধান হয়নি। আমি খুঁজে পেতে একটা বই যোগাড় করলাম যেখানে বেশীর ভাগ লেখাগুলো ঠিকঠাক আসছে।
কাজ কত দূর হয়েছে? এখনও কি কোনো সাহায্য লাগছে?
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
মেঘা, কাজ অনেকদূর এগিয়েছে, কিন্তু বেড়েছে প্রজেক্টের পরিধিও। এখন তৈরি হচ্ছে ব্রেইল বই এর সাথে তৈরি হচ্ছে অডিওবুক। বই ছেপে বিতরণে যে সময় লাগবে তার আগেই অডিওবুক ডাউনলোড করে যে কেউ বইগুলোর পড়া তৈরি করতে পারবে। সব তথ্য আছে প্রজেক্টের অফিসিয়াল ওয়েব পেইজ www.banglabraille.org এ।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
মনটা একই সাথে খারাপ এবং ভালো দুটোই হলো। খারাপ হলো দৃষ্টি প্রতিবন্ধীদের কথা জেনে।
ভালো লাগলো এই উদ্যোগে এতো এতো মানুষের উৎসাহ দেখে। অবশ্য হতাশ লাগছে আমি এতে নেই ভেবে। অনেক দূর কাজ এগিয়েছে না? আমি কি যোগ দিতে পারি এখন?
যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছেন এই যথেষ্ট। এখন আপনাকে ঘাড়ে ধরে কাজ গছিয়ে দেয়া হবে, পালাবার কূল পাবেন না। ঐ যে ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি না তার তলায় যে ইমেইল এড্রেসটা সেখানে একটা ইমেইল ছাড়ুন খালি। নয়ত আমাকেই আপনার ইমেইল খানা দিন। সমন্বয়ক হিসেবে খুব দজ্জাল লোকজন বহাল করা হয়েছে, একেবারে টুথপেস্টের মত চিপে কাজ বের করে নিবে।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
ধন্যবাদ শিশির। আপনার মেসেজবক্সে ঠিকানা দিলাম।
নতুন মন্তব্য করুন