কুকিল ফিচারিং কালা ০১

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৯/০৬/২০১৩ - ৭:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

খবরের কাগজ পড়লে রক্তচাপ বেড়ে যায়। কয়েক মাস ধরেই কোনো সুসংবাদ নেই চারদিকে। নানা ফ্যাকড়ায় পড়ে যখন মেজাজ নষ্ট হতে থাকে, তখন স্ট্রেস কাটানোর জন্যে গান গাওয়ার চেষ্টা করি। ব্যাপারটা আরো ভালো কাটে যখন লোকজনকে জোর করে ধরে সে গান শোনানো যায়। কারণ পৃথিবীতে স্ট্রেসের পরিমাণ একটি ধ্রুবক, একজনের স্ট্রেস কমলে আরেকজনের বাড়বে।

কিন্তু মুশকিল হচ্ছে, আমি গান গাইতে পারি না। আমাদের শৈশবের বাড়িতে বাথরুমের ছিটকিনিটার তেমন চারিত্রিক দৃঢ়তা ছিলো না বলে আমাদের পরিবারের সবাই অযাচিত দুর্ঘটনা আগাম প্রতিরোধের উদ্দেশ্যে প্রতিদিন চানঘরে গান করে অভ্যস্ত। আলস্যের কারণে সে দরজার অর্গল আর না সারানোর ফলে আমি অনর্গল গানের নামে চেঁচামেচি করে বদভ্যাস গড়ে ফেলেছি।

সমস্যা থাকলে তার সমাধানও থাকে। আমি তাই ঠিক করলাম, যাদের গানের কণ্ঠ ভালো, তাদের ছাতার নিচে আমি মাথা গলাবো। যদিও প্রকৃতির চক্রটাই এমন যে কোকিল ডাকে বসন্তে, আর ব্যাং ডাকে বর্ষাকালে। কিন্তু আগুন আবিষ্কারের পর থেকেই তো মানুষ প্রকৃতিকে চ্যালেঞ্জ করে আসছে, তাই না? আমার কুবুদ্ধির কাছে পরাস্ত হয়ে বাঘে-মহিষে এক ঘাটে জলপান না করলেও ব্যাঙে-কোকিলে এক ট্র্যাকে গান করতে পারে।

তাই এক স্ট্রেসফুল দিনে কুকিল ফিচারিং কালার শুভ মহরত ঘটে যায়। আপনাদের মাঝে যারা একটু সপ্রতিভ, তারা বুঝে ফেলেছেন যে প্রাগুক্ত কুকিলটি আমি নই। এখন গান গেয়ে শোনাতে চাইলে আমি চেনা-অচেনা-চিনিচিনিমনেহয় এমন কুকিলদের ওপর হামলা করি, তাদের ত্যক্তবিরক্ত করে একটা পরিস্থিতির সৃষ্টি করি যাতে তারা পরিত্রাণের রাস্তা হিসেবে একটা গান গেয়ে আমার কুমতলব বাস্তবায়নে নিমরাজি হন।

কুকিল ফিচারিং কালার পক্ষ থেকে প্রতি মাসেই একটা করে পোস্ট দিয়ে দুটো করে গান শোনাবো ঠিক করেছি। প্রথম পর্বে থাকছে কানাডাবাসিনী অর্ণ ও বাংলাদেশবাসিনী সুরঞ্জনার সঙ্গে একটি করে সর্বমোট দুটি গান। যেহেতু কালার পাঠানো গানের সঙ্গে মিলিয়ে তারা গেয়ে থাকেন, তাই গানের যাবতীয় ভুলভালের দায় কালার ওপর বর্তায়।

১.

২.

(অনুপান হিসেবে এই গানের সঙ্গে www.rainymood.com এ ঢুকে বৃষ্টির শব্দ যোগ করুন। প্রকৃতির চক্রটাই এমন যে যখন বৃষ্টি নামলে ভালো হতো তখন সবসময় বৃষ্টি নামে না। কিন্তু আগুন আবিষ্কারের পর থেকেই তো ... বুচ্ছেন?)


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

"হৃদয় কেন চাহে হৃদয়" গানটা অধির বাগচী এর কণ্ঠে শুনেছিলাম!! এইটা অনেক বেশি মোলায়েম লাগলো!!! কেমন জানি বুক খালি খালি করা অনুভূতি!! অভিভূত!!!
চলুক চলুক চলুক

--------------------
সুবোধ অবোধ
--------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

অতিথি লেখক এর ছবি

যে জানার সে জানে ,বেশ ভালো লেগেছে। দিন দিন আপনার গানের ফ্যান হয়ে যাচ্ছি হিমু দা। নারী কণ্ঠটা অসাধারণ।

অমি_বন্যা

কাজি মামুন এর ছবি

দুটি গানই অদ্ভুত লাগল! অদ্ভুত ভাল! এত সফট করে গাওয়া হয়েছে! আর গান দুটিও যে বহুল শ্রুত নজরুল গীতি, তা নয়! (হয়ত বহুল শ্রুত, কিন্তু আমিই কম শুনেছি)।

কারণ পৃথিবীতে স্ট্রেসের পরিমাণ একটা ধ্রুবক, একজনের স্ট্রেস কমলে আরেকজনের বাড়বে।

তাই নাকি? তাহলে গান শুনে যখন শ্রোতার স্ট্রেস কমল, তখন একই সাথে কার স্ট্রেস বাড়ল? গায়কের? কিন্তু তা কি করে হয়? গান শুনে শ্রোতার যেমন আনন্দ হয় বা স্ট্রেসমুক্তি ঘটে, তেমনি গায়কও তো মনের আনন্দে গান গান।
প্রতি মাসে গান শোনাবার প্লানটার জন্য একটা বড় ধন্যবাদ আপনার প্রাপ্য, হিমু ভাই।

সাবেকা এর ছবি

হাসি চলুক

সুরঞ্জনা এর ছবি

এই টানা দুঃসময়ের মাঝে, কুকিল ফিচারিং কালা অনেকটা চুরি করে আনা ভালো সময়। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তারেক অণু এর ছবি

উত্তম জাঝা!
বেশী দারুণ !

সুমিমা ইয়াসমিন এর ছবি

বেশি মিষ্টি! হাততালি

অন্যকেউ এর ছবি

ভাল্লাগঝে। রেইনিমুড সহ এবং ছাড়া সিরাম!

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো হাসি

সাফিনাজ আরজু এর ছবি

চলুক চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম হাসি
দারুন হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ঈয়াসীন এর ছবি

রিমি রিমঝিম রিমঝিম ---- দারুণ

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

ধুসর গোধূলি এর ছবি

এই গাতকের শ্রোতা হিসেবে যে স্ট্রেস নানা ঈদে-চান্দে-শবে বরাতে লাইভ পেতে হইছে সেটা ভুক্তভুগী মাত্রই জানেন (বিশ্বাস না হয়, হাসিব্বাইরে জিগান), গাতক ওরফে লেখক স্ট্রেস ধ্রুবক নিয়ে লেখার শুরুতেই যে বক্তব্য দিয়েছেন সেটা ধ্রুব তারার মতোই সত্য।

তারপরেও, বুকের বাম পাশটা খামচে ধরে, ভয়ে ভয়ে আলি জুয়েল আলি জুয়েল বার কয়েক জ্বিকির করে কুকিল ফিট কালা (কুকিল ফিচারিং ময়না হলে সবদিক দিয়েই মানানসই হতো বলে আমার বিশ্বাস)'র প্লে বাটনে টিবি দিলাম...

চলুক, তবে এইটা কুকিলদের জন্য। কালা'র জন্য না।

অতিথি লেখক এর ছবি

সকাল। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, আবহ প্রস্তুত। চালিয়ে দিলাম গান।
মন ভরে গেল।
- একলহমা

মেহবুবা জুবায়ের এর ছবি

কিন্তু মুশকিল হচ্ছে, আমি গান গাইতে পারি না।

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------------------------------------

স্বপ্নহারা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

জলতরঙ এর ছবি

অসাধারন!! কুকিলারা বেশি ভাল। চলুক

অতিথি লেখক এর ছবি

মন খারাপ করে দেওয়ার মত সুন্দর গুরু গুরু । গান দুইটা শুনে কেমন জানি কষ্ট কষ্ট লাগছে ।
'রিমি রিমঝিম রিমঝিম' টা বেশি সুন্দর। পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

পান্থ রহমান রেজা এর ছবি

অফিসে আলতো জোরে সাউন্ড দিয়ে শুনতে গিয়ে স্ট্রেস বাড়ালাম আরকি!
কুকিল ফিচারিং কালার জয়যাত্রা অব্যাহত থাকুক।

নীলকমলিনী এর ছবি

আফনের গুনের সীমা নাই।
তোমার গলা শুনেই চেনা যায় হিমু গাইছে। তার মানে তুমি খুব ভাল গাও। আনন্দ পেলাম।

Md. Manjur Morshed এর ছবি

জটিল

মনি শামিম এর ছবি

ইদানিং হিমু ভাইয়ের ফেসবুক থেকেই এই চমৎকার গান গুলি শোনা হয়। আপনার কণ্ঠের মোলায়েম সুরটা আমার যেন বুকে বাজে। আর সেই সাথে সুরঞ্জনার মধুকণ্ঠের তো ব্যাপক ভক্ত হয়ে গেছি। এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

স্যাম এর ছবি

কুকিল ফিচারিং কালার পক্ষ থেকে প্রতি মাসেই একটা করে পোস্ট দিয়ে দুটো করে গান শোনাবো ঠিক করেছি।

- ঠিক থাকে যেন প্রতিশ্রুতি।

সৌরভ এর ছবি

মিষ্টিমধুর লাগলো ৷


আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি

এ আমি কার নিক হেরিনু!

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

ডুয়েট না দিয়ে দুজনের দুইটা সলো দিলে হত না?

হিমু এর ছবি

না তো। ডালভাত খাওয়ার সময় কি আগে ডাল চুমুক দিয়ে খেয়ে পরে সাদাভাত খায় কেউ?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

প্রকৃতির চক্রটাই এমন যে যখন বৃষ্টি নামলে ভালো হতো তখন সবসময় বৃষ্টি নামে না।

তারচেয়ে ভয়ঙ্কর কথা- "গ্রামীনের নেটওয়ার্কটাই এমন যে যখন স্পীড থাকলে ভালো হতো তখন সবসময় স্পীড থাকে না।" ওঁয়া ওঁয়া

কুকিল-কালা সবাইকে উত্তম জাঝা!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

হিমু ভাই! আপনি গজল গান। আমার মনে হয় খুব ভালো হবে। আপনার ভরাট গলায় গজল বানাবে ভালো! কুকিল ফিট কালা ভালু পেয়েছি। আরো চাই।

বটতলার উকিল।

হিমু এর ছবি

উকিলদা, আমার গলা তো মিকি মাউজের মতো। আপনার পিসির মাননীয় স্পিকারে সমিস্যা আছে মালুম হচ্ছে।

হিমু এর ছবি

যারা শুনলেন, সকলকে কুকিল-ফিচারিং-কালার পক্ষ থেকে ধন্যবাদ।

কল্যাণ এর ছবি

চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

অতিথি লেখক এর ছবি

কালাকে আন্ডাররেটেড মনে হচ্ছে! কালার গান শুনে মিকি মাউজও মনে হয় না, বাথরুম সিঙ্গারও মনে হয় না। রীতিমত পরিশীলিত সুরের গলা, সরু গলায় ফলসেটোতে চ্যাঁচানি গাইয়েদের চেয়ে ঢের ভালো। সেলফট্রেইন্ড গায়কদের মধ্যে বুয়েট মেকানিক্যালের দুর্দান্ত গিটারিস্ট বাবলুদা ছাড়া আর কারো গলায় এমন বা এর চে ভালো গান শুনিনি। হ্যাটস অফ টু কালা এন্ড কোং! গুরু গুরু

নির্ঝর অলয়

 লীনা দিলরুবা এর ছবি

এদের সবার এত প্রতিভা ক্যান!!! দারুণ লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।