সচলায়তনে কমিক স্ট্রিপঃ সুজন চৌধুরীর জন্য ঝেড়ে কাশা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ০৩/০৭/২০০৭ - ১:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শ্রদ্ধাভাজন সুজনদা মারাত্মক আঁকেন। কিন্তু ছাতা টাঙিয়ে আঁধার ঘরে আঁকেন। এঁকে একটা ঘুটঘুটে শেলফে ভরে রাখেন। কেউ দেখেও দেখে না, কেউ বুঝেও বোঝে না, কিন্তু ফিরে ফিরে চায়। চাইতে চাইতে তাদের চাপা ব্যথা হয়ে যায়। অবশেষে একদিন সুজনদা হাত ঝাড়েন, পর্বত খসে পড়ে উল্কাপিন্ডের মতো।

এমন আঁকার হাত, আর এমন রাখার পাতে যদি মেলবন্ধন হয়, একটা কমিক স্ট্রিপ জন্ম নিতেই পারে। গরীবের সামান্য ঝেড়ে কাশি।

কমিক স্ট্রিপ আবর্তিত হবে প্রাগৈতিহাসিক একটি শিকারী-টোকাই গোষ্ঠীকে নিয়ে। ম্লেচ্ছ ভাষায় যাকে বলে হান্টার গ্যাদারার। তারা গুহাবাসী অরণ্যচারী। মাত্র ক্যামনে কী বুঝতে শিখছে। গ্যাদা বাচ্চা থেকে ধাড়ি বুড়ো, সব আছে গোষ্ঠীতে। অরণ্যে আছে ফলমূল, পশুপাখি। গোষ্ঠীতে আছে শিকারী, যোদ্ধা, কবি, সাধক, রাজনীতিবাজ, পুরোহিত ... সব।

কিভাবে কিভাবে যেন আমাদের এই যাপিত জীবনের রসটা নিঙড়ে কয়েক ফোঁটা করে মেশানো হবে সেই পুরনো দাদুদের জীবনে। আজকের বাংলাদেশের রাজনীতি চুঁইয়ে পড়বে সেই অতীত গুহার ভেতরে, আজকের সংলাপ স্থান করে নেবে বাচ্চা কোন দাদুর মুখে।

কমিক স্ট্রিপের নাম হতে পারে, পুরনো সেই দিনের কথা

তবে কাহিনী আর নামের ব্যাপারে পাঠকের পরামর্শ চাওয়া হচ্ছে খুব করে। আসুন, দিয়ে যান কিছু।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দারুন! "বাঙ্গালীর গুহাবাস" কেমন

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

বাঙালির গুহাবাস শুনলে মনে হবে বাঙালিকে পঁচাচ্ছি মন খারাপ ... নাকি?


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

হুম ভাবতাছি...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুমন চৌধুরী এর ছবি

পর্বত পুরাণ
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হিমু এর ছবি

দাদুদের দল (আংরেজিতে The Dadus!) ... কেমন হয়?


হাঁটুপানির জলদস্যু

হাসান মোরশেদ এর ছবি

'সে এক বিরাট ইতিহাস'

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসিব এর ছবি

আরেকটু আটপৌরে নাম ও প্লট হওয়া উচিত । বাঙ্গালীর চিন্তা গুহাযুগ পর্যন্ত পৌছায় না । হাজারীবাগ নাখালপাড়ার গলিতেই সীমাবদ্ধ থাকে । সেরকম একটা জায়গা ঘিরেই হোক স্ট্রিপের কাহিনী ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

সুজন চৌধুরী এর ছবি

"দাদৈতিহাসিক"
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ধুসর গোধূলি এর ছবি

- সুজন্দা, নামটায় কেমন দাঁতালো দাঁতালো একটা ধ্বনি আছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুজন চৌধুরী এর ছবি

দাদুদের ইতিহাস তো আর ফোকলা দাঁতে বলা যায় না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

কেমিকেল আলী এর ছবি

হাসান মোরশেদ ভাইয়ের নামটা আমার দিলে ধরছে

তারেক এর ছবি

সুজন ভাইয়ের নামটা জটিল হইছে। 'দাদৈতিহাস'

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হিমু এর ছবি

দাদৈতিহাসিক!

দাদৈতিহাসিক! সেইরকম!!


হাঁটুপানির জলদস্যু

ঝরাপাতা এর ছবি

গুহামানবদের অদ্ভুত কান্ডকারখানা
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুজন চৌধুরী এর ছবি

অভিধানে ঢোকার মত নতুন নাম চাই।
সন্ধি-সমাস ঘেটে বা সম্পূর্ণ শব্দ তৈরী হোক।
আমি এখনও 'দাদৈতিহাসিক' এর পক্ষে।
একেবারে নিপাতনে সিদ্ধ।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

দাদৈতিহাসিকে আমারও বড় দিলচসপী হয়েছে। কেউ কড়া আপত্তি না জানালে নেমে যাক। একেবারে উড়লো রোঁয়া চারদিকেতে রামধুনুরীর তুলোর মতো।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- তাইলে "দাদৈতিহাসিক"ই সই।
কিন্তু দাদুরা তো দাঁতহীন মানে ফোকলাই হয় চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুজন চৌধুরী এর ছবি

আমরা তো আর দাদু না যে,ফোকলা দাঁতে তোতলাবো।

কেউ কী আর কৈবে কথা ?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

প্রাগৈতিহাসিক দাদুরা ম্যামথ মেরে পুড়িয়ে খায়। গেন্ডারি দাঁত দিয়ে ছিলে খায়। প্রাগৈতিহাসিক বালিকাদের যত্ন করে কামড়ায়। তাঁদের দাঁত বড়ই পোক্ত। গীতায় বর্ণিত আত্মার মতো। আগুন ইহাকে পোড়াইতে পারে না, জল ইহাকে ভিজাইতে পারে না, বায়ু ইহাকে শুকাইতে পারে না ... আজও খুঁড়লে টুড়লে মেলে।


হাঁটুপানির জলদস্যু

ঝরাপাতা এর ছবি

আমিও উহার পক্ষেই আমার ভোট প্রদানপূর্বক সম্মতি জ্ঞাপন করিতেছি।

দাদৈতিহাসিক। কেমন জানি ভুতুড়ে ভুতুড়ে মনে হইতেছে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

বদ্দাচল হাসেন কেলা?
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

দাদৈতিহাসিক নামটা ভালৈছে
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কনফুসিয়াস এর ছবি

মোগাম্বো খুশ হুয়া!

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ধুসর গোধূলি এর ছবি

- বদ্দাচলের ফটুকটা দেখলেই আমার প্রশান্তি লাগে।
আহা কি সুখী সুখী একটা ভাব।
অবশ্য সামনে পাইলে খালি সংস্কৃত ভাষায় কথা কয় চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

উৎস এর ছবি

Simpsons কার্টুনটা কেউ নিয়মিতি দেখেন? আমার প্রস্তাব হবে নিয়মিত মজার ঘটনার আড়ালে বেশ কিছু সিরিয়াস বক্তব্য যেন থাকে কমিকটিতে। মিস্টি দিয়ে ট্যাবলেট খাওয়ানোর মতো। যেমন ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞানমনষ্কতা, বাক স্বাধীনতা, ডারউইনবাদ, রূপক মুক্তিযুদ্ধ মানে যেগুলো সোজা ভাষায় লিখলে বোরিং হতো।

দাদুস খারাপ না। দুই তিন Syllable এর মধ্যে নামটা থাকলে ভাল হয়।

উৎস এর ছবি

আর কাহিনী প্রতি পর্বে ভিন্ন ভিন্ন হতে পারে। ফ্লিনস্টোন গুলোর নানা প্রাত্যাহিক ঘটনার আড়ালে অনেক বক্তব্য রাখা যায়। মুখফোড়ের আদমচরিত যেমন ছিল।

দুটো প্যারালাল স্ট্রীম হতে পারে কাহিনীর। সারফেস স্ট্রীমে মজার ঘটনা থাকতে পারে, ম্যামথ শিকার, মেয়েদের ফল-মুল কুড়ানোর সময়ে গসিপ, শীতকালে গুহাবন্দি থাকার সময় রিলেশনশীপের স্ট্রেস, ব্যভিচার, খুনাখুনি, আশে পাশের গ্রুপের আক্রমন, হিমালয়ে নিয়ান্ডার্টালদের মুখোমুখি, বগুড়ায় মাটির নীচে ঝিনুকের অলংকার লুকিয়ে রাখা যেটা ফ্ল্যাশ ফরোয়ার্ড করে দেখানো হতে পারে ২০০৮ সাথে যূথচারী আবিস্কার করছে। আন্ডার কারেন্টে বক্তব্য থাকবে কেন একক সিদ্ধান্ত নেয়ার চেয়ে সবাই মিলে ডিসিশন নেয়া ভালো হতে পারে (গনতন্ত্র), গোত্রের উইচ (ঝাড়ফুকের ডাক্তার) তাদের ভন্ডামী, তুকতাক জাদু মন্ত্র বনাম যুক্তিসঙ্গত চিন্তাভাবনা এরকম। মাঝে মাঝে নানা রকম প্রাগৈতিহাসিক প্রানী নিয়ে আসা যেতে পারে, দাতাল বাঘ থেকে ডায়নোসর।

সুজন চৌধুরী এর ছবি

উৎস
প্রায় সবটাতেই ১মত।
দাদুস বড্ড সেকেলে, মানে বাবার আমলের নাম, আমরা তো খেলবো দাদাদের নিয়ে।
"দাদৈতিহাসিক" ধরে ভালো।
তবে আমার মনে হয় গল্প শুরু হওয়া উচিৎ সংস্কার দিয়ে ভাংচুর না হলে কী হয়?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সুজন চৌধুরী এর ছবি

গল্পে ১টা ইউনুস সাহেবও চাই। যিনি পাথরের গায়ে ফুটনোট রেখে জনসমর্থন চান।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

উৎস এর ছবি

এইটা মজার চরিত্র হবে।

উৎস এর ছবি

দাদৈতিহাসিক ঠিকাছে। নামটা একটু লম্বা মনে হচ্ছিল। একটা ডাকনাম থাকলে মন্দ হয় না। যেমনঃ

"আজকে দাদৈ তে কি এসেছে পড়েছিস?" অথবা
"তুই তো দেখি একটা দাদৈ এর নিন্ডু"।

নিন্ডুঃ নিয়ান্ডার্টালদের ডাকনাম হতে পারে।

সুজন চৌধুরী এর ছবি

হুম নিন্ডু খুরা, তার আবার হুপিং কাশি আছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সুজন চৌধুরী এর ছবি

থাকতে হবে "এলেম দ্বারা চোর ধরা হয়"।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সুজন চৌধুরী এর ছবি

বিবেকের কথা ভুললেও কিন্তু চলবে না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অমিত আহমেদ এর ছবি

আমার কাছে আইডিয়াটা ভাল্লাগলো না।
Johnny Hart এর B.C. কমিক স্ট্রিপের বাংলা ভার্সন বলে মনে হচ্ছে।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

সুজন চৌধুরী এর ছবি

না মোটেও তা নয়। বিষয়টা ভ্রুণ লেবেলে আছে।
বিভিন্নভাবে ভেবে দেখা হচ্ছে।
আপনার কোন আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন।
আপনার নামের ডগায় হেলবয় দেখে মনে হয় কমিক পছন্দ করেন। আইডিয়া শেয়ার করলে খুশী হবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অমিত আহমেদ এর ছবি

কমিক পছন্দ করি সেটা ধরেছেন ঠিক।
মাথায় কোন আইডিয়া নাই আপাদত, আসলে অবশ্যই শেয়ার করবো।
সে পর্যন্ত অন্যদের আইডিয়া নিয়েই আলোচনা হোক।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কমিকায়তন নামের আওতায় প্রকাশ করা যেতে পারে। যেমন: "আজকের কমিকায়তন"। মানে সচলায়তনকে আরেকটু তুলে ধরা আর কি। অণ্যকোন আইডিয়া থাকলে জানান সবাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

মামুদা মন্দ নয় সে বুদ্ধি ভালো।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গায়ের রংটা একটু কালো
চাল্লু
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

তাতে কী বা এসে গেলো ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কালো ছেলেই ঘরের আলো।
দেঁতো হাসি
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

বেশ ১টা ভাব আসছিলো -- গাধার সন্তান হাবিবুল বাশারটা আউট হইয়া সব ডুবাইলো। বেটা অন্য কিছু খেল্লেও তো পারে !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাবিবুল বাশার কে নিয়ে প্রথম স্ট্রীপ করা হোক। পাথরে ডাংগুলি খেলোয়াড়, নাকি মানুষের নাক ফাটায়। সেজন্য তাকে পাথর যুগের বাঙ্গালীরা টাইম মেশিনে করে এযুগে পাঠিয়ে দিয়েছে। এখানে এসে সে সব বলকে পাথর ভেবে নাকমুখ খিঁচিয়ে মারতে যায়। কিন্তু কাজ হয় না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

মানুষের কিছু চিন্তা ও বৈশিষ্ট্য যে সময়ের সাথেও বদলায় না, তা নিয়ে একটা পর্ব করা যায়? ধরুন দাদুর একার্ধ্ব আধুনিক যুগে, অপরার্ধ্ব দাদৈতিহাসিক যুগে।

-------------------
প্রবাসী,ছাত্র,দুস্থ,দেশপাগল
-------------------

উৎস এর ছবি

সুজন ভাইয়ের MSN আইডি কি কারো কাছে আছে? প্রজেক্টা যেন কাদায় না পড়ে যায় এজন্য হিমু আর সুজনভাইকে তাগাদা দিতে হবে। আমি হিমুর কাছ থেকে প্রথম পর্বের প্রাথমিক কাহিনী লিখিয়ে নিচ্ছি ২/১ দিনের মধ্যে। তারপর সুজন ভাই আর হিমুর সাথে বসে ওটাকে পথে আনবো। আশা করি সপ্তাহ শেষ হওয়ার আগেই কিছু বের করা যাবে।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

উতসের ‌এই অবদান আমরা কৃতজ্ঞতার সাথে মনে রাখবো।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

উৎস এর ছবি

আরে না। আমি হলাম প্রোডিউসার, হিমু রাইটার, আর সুজন ভাই ডিরেক্টর কাম অভিনেতা। সুজন ভাইয়ের উপর চাপটা বেশী।

ধুসর গোধূলি এর ছবি

- আমি যে অনেকক্ষণ ধরে চুল থাকলাম, এই অবদান টা কম কীসে শোমচৌদা?
_________________________________
<সযতনে বেখেয়াল>

হযবরল এর ছবি

দাদৈতিহাসিক নামটা ভালো।

আমি দূরদৃষ্টিতে দেখছি এই কমিক স্ট্রিপ বাংলা ভাষাভাষীদের প্রতিদিনের ব্রেকফার্স্টের অংশ হচ্ছে। সুতরাং নামটা আরেকটু রসালো এবং সহজে উচ্চারিত হওয়া জরুরী। এমনকি নামের মধ্যে একটু অব্যয় থাকলে সেটা আরো ঝংকার নিয়ে বাজে।

সুজন চৌধুরী এর ছবি

হযবরল
যেমন ?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হযবরল এর ছবি

চিন্তা করছি দাদু। কিছু একটা আসি আসি করেও আসছে না।

দ্রোহী এর ছবি

এইরকম জব্বর নাম আমার দাদার জন্মেও শুনিনি। নাম এই একটাই জটিল রকম পছন্দ হয়েছে। "দাদৈতিহাসিক"

জাতিকে গুহায় বসিয়ে গুহামারা দেবার জন্য হিমু এবং সুজনদার নাম জাতি সোনার অক্ষরে লিখে রাখবে।
হাসি
__________
কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

গুহামারা?
গুহ.. মারা?(ইসসরে, আমার একটা যফলা লাগাতে ইচ্ছে করছে।)

যাইহোক, দাদৈ এর অপেক্ষায়।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি

দাদৈতিহাসিকের কিছু চরিত্র নিয়ে আবডালে কিছু ভালোচনা হয়েছে। তারই ফসল তুলে দিচ্ছি সচলদের জন্য।

গুহাবাসী অরণ্যচারী দাদুদের গোষ্ঠীতে হরেক রকমের লোকের বাস। একে একে সবার দেখা পাবেন। কারো কারো দেখা পাবেন প্রায়ই।

১. পুরোহিত ষুষু

পুরোহিত ষুষু দাদুদের গোষ্ঠীদেবতা উগাবুগার পুরুত। শ্যামলা, চর্বিঅলা চেহারা, মোটা ঠোঁট, থুতনিতে এক গোছা দাড়ি আছে, দাঁতগুলো এবড়োখেবড়ো, পেটে একটা নাদা ভুঁড়ি, ছোট ছোট চুল মাথায়। গলায় কিছু দাঁত-হাড়ের মালা ঝুলবে। পুরোহিত ষুষু গোমড়ামুখো। তার স্বভাবই হচ্ছে ভালো কাজে বাগড়া দেয়া। কথায় কথায় উগাবুগার রোষের ভয় দেখানো। পান থেকে চুন খসলেই সে চেঁচায়, "উগাবুগার কসম, ঠাডা পড়বো, ঠাডা!"

২. শাকাহারী ষামু

শাকাহারী ষামু পুরোহিত ষুষুর ভক্ত। যদিও উগাবুগার উপাসনা তাকে তেমন একটা করতে দেখা যায় না। ষামু টিংটিঙে, শরীরের তুলনায় মাথাটা একটু বড়, দাঁতগুলি বড়বড়, নিচের ঠোঁটটা মাঝে মাঝে ঝুলে থাকে। ষামু দাবী করে সে শাকাহারী, লতাপাতাফলমূল খায়, কিন্তু মাঝে মাঝেই দর্শকরা তাকে মাংস খেতে দেখে ফেলবে। সমস্যায় পড়লে ষামু "জরুরি কাজে বাইরে যাচ্ছি" বলে কেটে পড়ে।

৩. ব্যর্থ শিকারী সাক্কু

বাস রে বাস, সাবাস বীর, ধনুকখানি ধ'রে
পায়রা দেখে মারলে তীর, কাগটা গেলো মরে।

সাক্কু নানারকম পাথুরে অস্ত্রশস্ত্র নিয়ে শিকার করতে যায়, কিন্তু কখনোই লক্ষভেদ করতে পারে না, উল্টে সঙ্গীসাথীকেই ফুঁড়ে দেয়। সাক্কুকে তাই সবাই একটু সন্দেহের চোখে দেখে। সাক্কু মোটামুটি স্বাস্থ্যবান, চুলগুলি লম্বা, বাহুতে পুরোহিত ষুষুর দেয়া অব্যর্থ লক্ষভেদের তাবিজ বাঁধা। সাক্কু মাঝে মাঝে কী একটা বুনো গাছের পাতা পুড়িয়ে ধোঁয়া টানে, আর নানা রকম রহস্যময় কথাবার্তা বলে। তবে সে-ও রামগরুড়ের ছানা, হাসে না মোটেও।

৪. প্রভাবশালী মহল

প্রভাবশালী মহল কি কোন ব্যক্তি, নাকি একটা গুহার নাম, তা নিয়ে দ্বিমত আছে। গোষ্ঠী থেকে একটু দূরে, একটা পাহাড়ের এক অন্ধকার গুহা, সেখানে কেউ একজন থাকে। অন্ধকারে তার চোখ আর দাঁত ছাড়া আর কিছু চোখে পড়ে না। বাইরে গুহার গায়ে নামফলকে লেখা, প্রভাবশালী মহল। অনেকেই সেখানে যাতায়াত করে।

আপাতত এ ক'টাই। পরে আরো আসবে।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জটিল জটিল। এইটা দিয়ে একটা পোস্ট ঝাড়ো আর সবার মতামত চাও।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হযবরল এর ছবি

লা জওয়াব। পড়েই চরিত্রগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে।

সুজন চৌধুরী এর ছবি

চমৎকার !!

১। ষুষু পুরুত একদম ঠিকাছে।

২। শাকাহারী ষামুর হাতে সব সময় আধা-খাওয়া মূলা থাকলে ভাল হয় আর লোকে তারে দেখলেই মাংসের গন্ধ পায়।

৩। প্রভাবশালী মহল ১বচনও হতে পারে আবার বহুবচনও হতে পারে তাই গুহার ভিতর অন্ধকারে সব সময় বে-জোড়
চোখ দেখা যায় --- ৩/৫/১ বা ৭ এরকম আর কি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সুজন চৌধুরী এর ছবি

১টা চরিত্র সকাল থেকেই মাথায় ঘুরছিলো ---

'বিনাশী-গোষ্ঠী' নেত্রী 'ফুটুল'
___________________

অত্যন্ত প্রভাবশালী এই নেত্রী হস্তিনী-গতর।
তা হলে কী হবে, তিনি রত্ন-গর্ভা জননী, তাঁর দুই সন্তান ত্যাত্যা এবং খূখূ ক্ষণজন্মা মহাপুরুষ।তাদের কীর্তি এখনও প্রত্নতাত্বিক গবেষনায় আবিস্কৃত হচ্ছে।

এছাড়াও আছেন আর ১ গোষ্ঠী নেত্রী -- হ্যাপা
তার কথা কালকে বলবো।
এখন ঘুম আসছে।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হযবরল এর ছবি

সুফী ষাষা নামে একটা চরিত্র রাখা যায়।

হিমু এর ছবি

সুফি, ছাগু ... এই ধরনের সামহোয়্যারিক্যাল টার্ম সচলায়তনে ব্যবহৃত না হলেই ভালো। তবে এক চরিত্রে একাধিক বা একাধিক চরিত্রে এক হয়ে তারা কিঞ্চিৎ প্রকাশিত হোলেও হোতে পারে। সাক্কুর ব্যাপারে আরো পাঠের অনুরোধ রইলো।


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

একমত।
আল্লায় দিলে চরিত্রের কোন অভাব নাই।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সৌরভ এর ছবি

হিমু ভাইয়ের শেষ কমেন্ট পড়ে সাত সক্কালে উঠে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি।
কী অলক্ষুণে সব কান্ড!

প্রভাবশালী মহল জিনিষটা বেশ ঘোঁলাটে টাইপের হলে ভালো হয়। মনে করেন, অন্য চরিত্রদের গসিপ-টসিপে আছে, কিন্তু বাস্তবে ভূমিকা কম।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

কেমিকেল আলী এর ছবি

হিমু ভাইয়ের বিবরনটা সেইরম হইছে!!

দ্রোহী এর ছবি

ওরে রে.................
__________
কি মাঝি? ডরাইলা?

হিমু এর ছবি

৫. হাবু

হাবু এক গুহাকুণো চরিত্র। গুহা থেকে বেরিয়ে সে ভুলে যায় তার কী করার কথা। মিনিট দশেকের মধ্যেই সে গুহায় ফেরার জন্য অস্থির হয়ে ওঠে। তাকে বেশির ভাগ দৃশ্যে দেখা যাবে বিফল মনোরথে গুহার প্যাভিলিয়নে ফিরতে।


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

হাতে কিছু ১টা থাকলে ভাল হয়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

উৎস এর ছবি

মুগুর?

সুজন চৌধুরী এর ছবি

খারাপ না আইডিয়াটা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

সত্যি বলতে কি, আইডিয়াটা রীতিমতো সেইরকম!


হাঁটুপানির জলদস্যু

অমিত এর ছবি

হায়রে অমিত, ১ হপ্তা ব্লগে না আইসা ১ বছর পিছায় গেলি। যাইহোক, একটা পাগল চরিত্র থাকলে মন্দ হয় না। উল্টাপাল্টা কথার আড়ালে চরম সত্যগুলা বলে দিবে।

সুজন চৌধুরী এর ছবি

আমি ভাবতেছিলাম ১টা পুরা সুস্থ লোক রাখলে কামন হয়?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অমিত এর ছবি

আরে আমি তো ঐটার কথাই বললাম। পাগল তো বাইরে থেকে। চোখ টিপি

হিমু এর ছবি

৬. লুচু

লুচু বুড়ো। বয়েস আশির কাছাকাছি হলেও চট করে দেখে বোঝা যায় না। চেহারাটা ঘোড়ার মতো, স্বভাবে লুইস। লুচুর যন্ত্রণায় পরস্ত্রীগণ অস্থির। লুচুর বউ রশুনি লুচুকে কড়া টাইটের ওপর রাখে। এমনকি লুচুর গুহার মালিকানাও সে দাবি করে বসে আছে। লুচু যদিও লোকজনের কাছে বলে বেড়ায় যে গুহার মালিক নাকি একমাত্র সে-ই হতে পারে।


হাঁটুপানির জলদস্যু

হযবরল এর ছবি

এরশাদ আর রওশনরে আইনা ফালাইলি।
বেদিষা নামেও একটা চরিত্র রাখ তাহলে।

দ্রোহী এর ছবি

বালিকা পেলে কামড়াতে চায় টাইপের একটা চরিত্র থাকলে মন্দ হয় না! হাসি
__________
কি মাঝি? ডরাইলা?

ইশতিয়াক রউফ এর ছবি

'যত্ন' সহকারে কামড়াতে চায়...

হিমু এর ছবি

৭. উগাবুগা

দেবতা উগাবুগা দেখতে অবিকল পুরোহিত ষুষুর মতো। দাদুরা সব প্রস্তর যুগের লোক, তাই পাথর দিয়ে পাথর কুঁদে বানানো হয়েছে উগাবুগাকে। উগাবুগার গায়ে নানা পালাপার্বণে নানা পোশাক আর অলঙ্কার চাপানো হয়, পরে খুলে রাখতে অনেকেই ভুলে যায়। উগাবুগার চেহারার অভিব্যক্তি আবার মাঝে মাঝে পাল্টায়, পাথরেও তো রস থাকে, নাকি? এখন উগাবুগা পরে আছে জলপাই পাতার পিরান।


হাঁটুপানির জলদস্যু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।