নিজ্ঞাপনঃ বিজ্ঞাপন শিল্পে সন্ত্রাস

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ২৫/১০/২০০৭ - ১২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উদাহরণ দিয়ে শুরু করি। মনে করুন, বিজ্ঞাপন দেখতে বসেছেন নাটক ফেলে।

প্রবাসী ছেলে ফোন করেছে মা-কে। ধরা গলায় বলছে, মা, মাগো!

মা মুখে আঁচল চেপে ফোঁপাচ্ছেন, খোকা!

ছেলে বলছে, মা গো, কতদিন হয়ে গেলো, বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল খাই না মা!

মায়ের দুঃখে টেলিফোনের লাইন কেটে যায় আপনাআপনি।

পরের দৃশ্যে দেখা যাবে, মা কোমরে শাড়ি পেঁচিয়ে বেগুনওয়ালার সাথে ঝগড়া করছেন, কেজি বারো টাকা, ফাইজলামি পাইসস? বেগুন কি তোর পেটেন্ট করা? আট টাকায় দিবি না ড়্যাব ডাকুম?

মাগুরওয়ালাও পরাজিত হবে মায়ের কাছে। গম্ভীর কয়েকটা মৃত মাগুর মাছ পরিবেশবান্ধব ব্যাগে সহবন্দী বেগুনদের সাথে একসাথে পাতে চড়বে। রান্নার পর সেই খাবার বয়ামে ভরে মা নিয়ে যাবেন সিএইচএল কুরিয়ার এক্সপ্রেস সার্ভিসের কাছে।

পরদিনই খোকার কাছে বয়াম পৌঁছে দেবে সিএইচএলের স্মিতমুখ কর্মী। খোকা বয়াম খুলে বাটিতে ঢেলে সেই ঝোল দিয়ে গরম ভাত খাবে।

বেজে উঠবে গান,

আর নেই কোন মোশকেল,
পাশে আছে সিএইচএল।
টিটিটিং!

বুঝতেই পারছেন এমন বিজ্ঞাপন বানালে সিএইচএলের লোকজন আপনাকে জুতিয়ে বার করে দেবে।

এগুলি হচ্ছে নিজ্ঞাপন। বানিয়ে সিএইচএলে একটা সিডিতে করে পাঠিয়ে দিন। বলুন এ ধরনের আরো নিজ্ঞাপন বানিয়ে আপনি নেটে তুলে দিতে চান। আপনাকে বিরত রাখার জন্য চাইলে সিএইচএল একটা সমঝোতায় আসতে পারে।

অবশ্যই আপনার পরিচিত খাতিরের কোন "সাধারণ" লোক থাকতে হবে। নাহলে সিএইচএল এর হাতে প্যাঁদানি খেয়ে মরবেন। চান্দাবাজির আর জায়গা পান না?


মন্তব্য

সৌরভ এর ছবি

হাহ হা, সেইরকম আইডিয়া!


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি

পরের দৃশ্যে দেখা যাবে, মা কোমরে শাড়ি পেঁচিয়ে বেগুনওয়ালার সাথে ঝগড়া করছেন, কেজি বারো টাকা, ফাইজলামি পাইসস? বেগুন কি তোর পেটেন্ট করা? আট টাকায় দিবি না ড়্যাব ডাকুম?

এই দৃশ্যটা সাদাকালো হবে ।

দুর্বাশা তাপস এর ছবি

আইডিয়াটা মনে ধরছে। "সাধারন" লোক পাওয়ার কোন আইডিয়া আছে? হাসি

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

হিমু এর ছবি

আপনি যদি নোয়াখালির লোক হন তাহলে এখনি মালকোঁচা মেরে নেমে পড়ুন।


হাঁটুপানির জলদস্যু

বিপ্রতীপ এর ছবি

হিমু ভাই জব্বর হইছে....
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক

তীরন্দাজ এর ছবি

সিএইচএল কি ডিইচএল এর মাসতুতো ভাই?

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

হাহ হাহ হা জটিলম্বর হইছে!!

হায়রে কত যে খসাইছে এই সিএইচএল!! পরে খবর পাইছিলাম ইএমএস আর স্কাইনেট এর। কাজ সিএইচএল এর মতই করে কিন্তু পকেট অর্ধেক কাটে হাসি

--বাপ্পী

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাততালি

নিঘাত তিথি এর ছবি

এইসব কুবুদ্ধি মাথায় কেমনে আসে? হো হো হো
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিপ্রতীপ এর ছবি

@ তিথি আপা
হিমু ভাইয়ের সুবুদ্ধি কবে ছিল? চোখ টিপি
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক

অয়ন এর ছবি

ইয়ে আমি বিজ্ঞাপনটাতে কোন সমস্যা পাচ্ছি না। এর চেয়ে ঢের আজগুবী বিজ্ঞাপন বাংলাদেশে প্রচার করা হয়।

জ্বিনের বাদশা এর ছবি

এত ভাল বিজ্ঞাপন ক্যাসেটসহ পাঠালে সিএইচএল আনন্দে ধেই ধেই করে নাচবে ...বিনে পয়সায় পরের কয়েকমাসের বিজ্ঞাপন হাতে পেলে অবশ্য আমিও নাচতাম

বুঝলাম, প্রবাসে দৈবের বশে হিমুর মাগুরের ঝোল খেতে ইচ্ছে হয়েছে ...এসো রান্না শিখি'র সুমন্দা কোথায়? চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সুমন চৌধুরী এর ছবি

এইখানে মাগুরের চেহারা শৈলের মতো...



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

দ্রোহী এর ছবি

আর মাগুর মাছ!

প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরী হয়ে যায়। তারপর তাড়াহুড়া করে শরীরে খানিকটা পোষাক-পরিচ্ছদ জড়িয়ে একটা আপেল খেতে খেতে ক্লাসে যাই। ক্লাস শেষে চিক-ফিল-আ চিকেন বার্গার দিয়ে লাঞ্চ, সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক, রাতে সবজি ডাল আর মুরগী।

সপ্তাহে সাত দিন, একই মেন্যু। কিভাবে যে বেঁচে আছি!!!


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- আপনের বউ রানধে না মিয়া? ডর দেহান, রানবো নে।
হিমুর বউ এইহানে আইলেও হিমু রোযা থাহে কিনা তা অবশ্যি দেহার বিষয়! চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

অতিথি লেখক এর ছবি

হা হা হা । দারুণ আইডিয়া ।
আজকের মত শেষ পড়া শেষ করলাম । আপনার প্রবাস সিরিজ বেশ লাগছে ।
জেসমিন পলাশ ।

সোহেল ইমাম এর ছবি

হাসি

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

অতিথি লেখক এর ছবি

হো হো হো অসাধারণ নিজ্ঞাপন।
এ্যানি মাসুদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।