লন্ডনের চোখে আগুনের বাজি

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: রবি, ০১/০১/২০০৬ - ৯:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পার হয়ে গেল আরেকটি বছর। ইংরেজি এই নতুন বছর কাটলো লন্ডনে। ঠান্ডা ছিল যথেষ্ট। তবু বের হলাম। আন্ডারগ্রাউন্ড ট্রেনের ড্রাইভাররা আজ ধর্মঘটে। তাই চড়ে বসলাম বাসে। মেয়র কেন লিভিংস্টোনের শুভেচ্ছায় আজ কোনো টিকেট লাগবে না। গন্তব্য লন্ডন আই। বৃষ্টি পড়ছিল টিপ টিপ। টেমসের ওপরে যতগুলো সেতু আছে সবক'টি জনারণ্য হয়ে গেছে। আমরা যখন মিলেনিয়াম ব্রিজে জায়গা করে আকাশের দিকে তাকিয়ে আছি আতশবাজি দেখবো বলে তখন আমাদের আশে পাশে অনেকে শ্যাম্পেনের বোতল খুলছে। প্রথম আতশবাজির শব্দ শুনলাম। যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি তার সামনেই একটা বিতিকিচ্ছিরি বিলিডং। সুতরাং দেখা যাচ্ছে না কিছুই। সুতরাং সেখান থেকে নেমে ছুটলাম টেমসের পাড় ধরে। যত কাছাকাছি যাওয়া যায় আতশবাজির। অবশ্য একটু হাঁটতেই চোখে পড়ছিল লন্ডন আইকে ঘিরে আতশবাজির খেলা। শেষ পর্যন্ত এসে ঠাই নিলাম ব্ল্যাক ফায়ারস ঘাটে। মিনিট কয়েক নিশ্চিন্ত হয়ে দেখা গেল আতশবাজি।
খোদ ইংরেজের ঘরে নববর্ষ উদযাপন বলতে এটুকুই। আমাদের পাশে ষাটোর্ধ এক দম্পতি খুললো শ্যাম্পেনের বোতল। যদিও তারা দুজন নিজেরা নিজেদের গ্লাসে চুমুক দিলো তবু আমাদের দিকে সলজ্জ তাকিয়ে বললো হ্যাপি নিউইয়ার। হোক না শুকনো, মন্দ কি!!!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।