ডেভিড আর্ভিং-এর কারাদন্ড ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: মঙ্গল, ২১/০২/২০০৬ - ১০:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ডেভিড আর্ভিং একজন ইতিহাসবিদ। নাগরিকত্বে ব্রিটিশ। দ্্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভুল তথ্য প্রকাশ ও প্রচারের দায়ে অস্ট্রিয়ার আদালত তাকে তিন বছরের কারাদন্ড দিয়েছে। আভিং উচ্চতর আদালতে আপিল করবেন।

আর্ভিং-এর অপরাধ হচ্ছে তিনি বলেছিলেন আউশউইটজের বন্দী নির্যাতন ক্যাম্পে কোনো গ্যাস চেম্বার ছিল না। যদিও তিনি পরে তার ভুল স্বীকার করেছেন তবু আদালত তাকে তিন বছরের কারাদন্ড দিয়েছে।

দ্্বিতীয় বিশ্বযুদ্ধ কবেকার ঘটনা। এখনও সেই স্মৃতি ভুলতে নারাজ পশ্চিমারা। অথচ বাংলাদেশে মুক্তিযোদ্ধা ও রাজাকার প্রসঙ্গ উঠলেই অনেকে বলেন পেছনের কথা টেনে লাভ কী? এতদিন পরে জাতি বিভক্ত করার দরকার কী? ইত্যাদি ইত্যাদি।

আমাদের দেশে নিদ্্বির্ধায় মুক্তিযুদ্ধের ইতিহাস প্রতিনিয়ত পরিবর্তন করা হয়। সর্বজন স্বীকৃত ঘটনাকে পালেট ফেলা হয় নিজেদের স্বার্থে, ইতিহাসকে বিকৃত করতে। একটি জাতির জন্য কতটা হতাশাব্যঞ্জক তা।

যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, দেশের স্বাধীনতার বিপক্ষে লড়াই করেছেন, মুক্তিযোদ্ধাদের পরিবার ও বুদ্ধিজীবিদের হত্যার সাথে জড়িত ছিলেন তাদের বিচারের কথাই তোলা যায় না। আর ইতিহাস বিকৃতির জন্য কাউকে শাস্তির চিন্তা করা বাতুলতা মাত্র। তারা বরং পুরষ্কৃত হয়। হূমায়ুন আহমেদ ও জাফর ইকবাল তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে লিখেছেন মুক্তিযুদ্ধের সময় শর্ষিনার পীরের স্বাধীনতা বিরোধী ভূমিকার কথা। তারা তাদের বাবাকে হারিয়েছেন হানাদার বাহিনীর হাতে। অথচ সেই শর্ষিনার পীরকে জাতীয়তাবাদী সরকার দিয়েছে স্বাধীনতার পদক। জাতির এ লজ্জা কি দিয়ে ঢাকি?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।