বাঙালের ব্রিটিশ বুদ্ধি-১

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: শুক্র, ০৬/০১/২০০৬ - ৭:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ব্রিটিশ বুদ্ধি শব্দটি হয়তো অনেকের চেনা। ঋণাত্মক অর্থেই তা ব্যবহৃত হয়। বিলেত আসার আগে ভাবতাম ব্রিটিশদের প্রতি ঘৃণা থেকেই হয়তো তাদের ওপর আমাদের এই দোষ চাপানোর প্রচেষ্টা। বিলেত এসে বুঝলাম যা রটে তা অনেকটাই বটে। বাঙালের ব্রিটিশ বুদ্ধি নামের এই জার্নালে ধারাবাহিকভাবে আমি সেসব বুদ্ধি-শুদ্ধির প্রমাণ সরবরাহ করবো। আপাতত: আশা তাই। পাঠকরা মনে করিয়ে দিলে আরো বেশি স্মরণে থাকবে।

ব্রিটিশ বুদ্ধি শব্দটির সাথে আমার প্রথম পরিচয় ফুটবল মাঠে। পঞ্চম শ্রেণীর ছাত্র আমি। দীপু ভাই আমাদের এক ক্লাশ সিনিয়র। কিন্তু বাকীসব ভাইদের মত ফুটবল খেলায় তার ভীষণ নাম-ডাক। রীতিমত ভাড়ায় খেলেন। তার কিনা নাম দেয়া হলো ব্রিটিশ। দীপু'র চেয়ে ব্রিটিশ নামেই বেশি পরিচিত তিনি। এরকম নামের কারণটা শুনে ভিরমি খাওয়ার জোগাড়। ভাড়ায় খেলতে গিয়ে দীপু ভাই বিপক্ষ দলের কাছ থেকে পয়সা খেয়েছে। সেদিন সে খেলছিল গোলরক্ষক হিসেবে। পয়সা নিয়ে সে গোল ছেড়ে দিয়েছে। তার একটা ছোট্ট অজুহাত তিনি অবশ্য দিয়েছিলেন। যারা ভাড়া নিয়েছিল তারা আগাম পয়সা ঠিকমত পরিশোধ করেনি। সুতরাং তিনি বিপক্ষের প্রস্তাবে সাড়া দিয়েছেন। একেই বলে ব্রিটিশ বুদ্ধি। সত্যিকার অর্থেই কি ব্রিটিশরা এরকম?
নানা ঘটনা, উপ-ঘটনা আর বিভিন্ন উদাহরণের জন্য চোখ রাখুন সোনার ময়না পাখিতে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।