গরুর হাটে গরুদের ভিড়

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: মঙ্গল, ১০/০১/২০০৬ - ৫:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


গরুর হাট নিয়ে ঝগড়া-ফ্যাসাদ কম হয় না বাংলাদেশে। যারা গরুর হাটে যান না তারাও অনেকে খবর পান এসব ঘটনার।
রস করে রম্যলেখকরা বলেন ছিনতাইকারী আর দু-নম্বরির জন্যও তো ঈদ আসে। তাদেরও তো দারা-পুত্র-পরিবার আছে। তাদেরকেতো ঈদ করতে হয়।
তবে গরুর হাটের গরুদের ভিড় দেখে আমার মনে হচ্ছিল অন্যকথা। নতুন যেসব মানুষ-পশুরা বেহেশতের লোভে বোমা ফাটাচ্ছে তারা যদি নিজেদেরকে নিজেই কোরবানি দিত তবে নিরীহ কিছু প্রাণীর প্রাণরক্ষা হত। আর কিছু পশুর প্রাণের বিনিময়ে আমরা নিরাপদ স্বদেশ পেতাম।
ছবি দেখে আরেকটি প্রশ্ন দেখা দিলো মনে, মানুষের পাকস্থলি কত বড়?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।