অপবাকের সৎ বক্তব্য

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বুধ, ১১/০১/২০০৬ - ৯:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:


অপবাক ইসলামী শাসনব্যবস্থা ও বাংলাদেশ সংক্রান্ত একটি পোস্ট করেছেন। সবাইকে অনুরোধ করি সে লেখা পড়তে। তার লেখা সম্পর্কে আমার মন্তব্য সংক্ষিপ্ত:

অপবাক আপনার বক্তব্য সত্যের চেয়েও সত্য। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। ক্ষমতায় যাওয়ার জন্য চাই অজুহাত। ধর্ম এখানের অস্ত্র ও অজুহাত।
এটা শুরু হয়েছিল ইসলাম ধর্মের জন্মলগ্নেই। বর্শার আগায় কোরান গেঁথে মাবিয়া বলেছিলেন কোরানেই আছে সব সমাধান, যুদ্ধ থামাও। প্রায় পরাজিত শত্রুর এই যে ধর্ম ব্যবহারের কূট-কৌশল তা চলে আসছে যুগ যুগ ধরে।
ধর্মনিয়ে তারাই অন্ধ বিতর্কে মাতে যারা মূল সাধারণ কথাটা বুঝে না যে, ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্য ধর্ম।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।