এখন প্রয়োজন আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: রবি, ১৫/০১/২০০৬ - ৯:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কোনো সন্দেহ নেই যে বাংলা ব্লগ চালু হওয়াটাই একটা বিরাট বড় বিষয় ছিল। কিন্তু এখন তা রীতিমত অতীত। প্রযুক্তি শুধু ব্যবহার করতে পারা, তাও প্রথমবারের মত এটাই যথেষ্ট নয়। একে ব্যবহার করতে হবে যথাযথভাবে।
সুতরাং এখন এই বাংলা ব্লগে যেসব শিশুসুলভ আচরণ দেখা যাচ্ছে তা থেকে নিজেদের উত্তরণ ঘটাতে হলে প্রয়োজন লক্ষ্য ও উদ্দেশ্যকে আকাশমুখি করা।
ব্লগারদেরকে লিখতে হবে সত্যিকার লেখার আনন্দে। নিজেদের পাঠকগোষ্ঠী তৈরি করার জন্য। নিজস্ব মতের পক্ষে যথেষ্ট যুক্তি দিয়ে পাঠককে নিজ দলে টানার চেষ্টা করতে হবে। অন্যকে গালাগাল করে নিজের মনে নিজে তৃপ্তি পেলেই চলবে না।
ব্লগ যাতে অন্যান্য লেখা বা সংবাদ মাধ্যমের সমান্তরাল আরেকটি মাধ্যম হয়ে উঠতে পারে সে চেষ্টা করতে হবে। এরকম বড় ও সুদূরপ্রসারী উদ্দেশ্য নিয়ে কাজ করলে মাথাটা শয়তান তার কারখানা বানাতে পারবে না।
সবার শুভ হোক এই কামনা করি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।