আহবান করা হোক ব্যানার প্রতিযোগিতার

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বিষ্যুদ, ১৯/০১/২০০৬ - ৯:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বাঁধ ভাঙ্গার আওয়াজ। নামটি নিশ্চয়ই যুৎসই। কিন্তু ব্যানারে যে জলপ্রপাতের ছবি দেয়া আছে তা নামের সাথে যথেষ্ট সাযুজ্য বহন করে না। তার ওপর আমার ধারনায় এটি নায়াগ্রা জলপ্রপাতের ফটোগ্রাফ।
ছবিটি নির্দোষ। বাংলা নতুন ব্লগের সাথে এর অনেক কিছুই খাপ খেয়ে যায়। বিপুল জলরাশির ধারা। জলের স্রোত। বাঁধ ভাঙ্গা না হলেও জলের এই উচ্ছল চলন ও গন্তব্যের দিকে ছুটে যাওয়া প্রচন্ড শক্তিতে বেশ আকর্ষণীয়। অবশ্য কেউ কেউ একে জলের পতনও বলতে পারেন। পতন বা পতিত কখনও ধ্বনাত্মক ধারনা জাগায় না। তবে প্রপাতকে সৃষ্টিশীল মনে হয়। সে ধ্বনাত্মক।
আমাদের মাধবকুন্ডের জলপ্রপাতে জলের ধারা খুবই ক্ষীণ। নায়াগ্রার তুলনায় তো কিছুই নয়। তবু মাধবকুন্ডের জলপ্রপাতের ছবি হয়তো বাংলা বা বাঙালির পরিচয়কে আরেকটু বেশি ফুটিয়ে তুলতো।
বাঁধভাঙ্গার কোনো চিত্রকল্প আমি ভাবতে পারছি না। চিত্রশিল্পীরা নিশ্চয়ই তাদের মনে বিশেষ চিত্রকল্পনা করতে পারেন এ নিয়ে। আর কম্পিউটারের কল্যাণে ইমেজকে পরিমার্জন করে একটি সুন্দর ব্যানার নিশ্চয়ই তৈরি করতে পারবেন অনেকে।
অনেকেই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে, ব্যানার প্রতিযোগিতা হলে হয়তো আমরা চমৎকার একটি ব্যানার পেয়ে যাবো। তাছাড়া তরুণ, উদীয়মান কম্পিউটার বা ওয়েব ডিজাইনারের কাছে প্রতিযোগিতার মাধ্যমে ব্লগসাইটটিকেও পৌঁছে দেয়া যাবে আরো সহজে।
যারা এই সাইটের কর্তা ও যারা ব্যবহারকারী সবাইকেই বিষয়টি ভেবে দেখতে অনুরোধ করি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।