মানব তুমি পড়শি চিনো না

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বুধ, ০৮/০২/২০০৬ - ৮:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


পড়শি'র সন্ধানে লালন ব্যাকুল ছিলেন। আকুল হয়ে পড়শিকে ছুঁতে চেয়েছেন। সে পড়শি তার আধ্যাত্ম জগতের। তার মনভুবনের গহীনে লুকানো পড়শির কথা।
কিন্তু এই যে পৃথিবীর আর সব প্রাণী। একই পরিবেশে ও প্রকৃতিতে আমাদের পড়শি। আমাদের সন্তান-সন্ততি বৃদ্ধি আর জনবিস্ফোরণে যাদের বাসস্থান উজাড় হচ্ছে। সেসব পড়শির কথা আমরা কি ঠিকমত জানি?
3 থেকে 10 মিলিয়ন এমন পড়শি আছে আমাদের। এই পৃথিবীতেই তারা বাস করে। এখন পর্যন্ত মাত্র দেড় মিলিয়নের নাম-ধাম বিজ্ঞানীদের খাতায় উঠেছে। বাকীরা অজ্ঞাত রয়ে গেছে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার ফোজা পাহাড়ে একদল বিজ্ঞানী গিয়েছিল এরকম নাম না জানা, না চেনা প্রাণীদের খোঁজে। অনেক নতুন প্রাণীর দেখা তারা পেয়েছে। অন্তত: 20 জাতের নতুন ব্যাঙ তারা পেয়েছে, পেয়েছে 4 জাতের প্রজাপতি, গাছে চড়ে এমন নতুন প্রজাতির ক্যাঙারু পেয়েছে তারা। এসব প্রাণীর কথা আমাদের অজানাই ছিল। কারণ পাপুয়া নামের এই প্রদেশে যুদ্ধ চলছে আদিবাসীদের সাথে ইন্দোনেশিয়া সরকারের। সুতরাং বিদেশী বা গবেষকদের প্রবেশ প্রায় নিষিদ্ধ ছিল।
মানবের সাথে মানবের যুদ্ধ সেতো ক্ষমতার। কিন্তু এই যে অচিন পড়শির বিশাল ভুবন, তার সাথে মানবের পরিচয় হবে কবে? প্রকৃতিকে না চিনলে যে নিজেকে চেনা যায় না।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।