বিবেককে জাগ্রত কর

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: রবি, ১২/০২/২০০৬ - ৫:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষক হত্যার নির্মম নির্লজ্জ প্রক্রিয়ায় এভাবে প্রতিবাদ জানিয়েছে। বিবেককে জাগ্রত কর।

এ কথাটা আজ সারাদেশের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। প্রশাসন, সরকার ও ক্ষমতাসীন জোটের নির্লজ্জ আচরণে অসহায় জনগণের হৃদয়ের আর্তি হচ্ছে, বিবেককে জাগ্রত কর। এখন দেশে প্রতিবাদ অর্থহীন। অভিযোগ করা হাস্যকর। সবচে' দুর্ভাগ্য যে বিচার চাইতে যাওয়ার জায়গা মানুষের নেই। কার কাছে বিচার চাইবে তারা। যেখানে অভিযোগ আর বিচার নিয়ে চলছে নানারকম প্রহসন।

শিক্ষকের মৃতু্যতে অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। তার সাথে জড়িয়ে আছে আরেক ছাত্রনেতা। যেহেতু সে ছাত্রনেতা ক্ষমতাসীন জোটের একটি অঙ্গ সংগঠনের, সুতরাং তাঁকে গ্রেফতার না করে নানা অজুহাত দেয়া হচ্ছে। আজ প্রেসক্লাবের সামনে তারা সে ছাত্রনেতাকে দেখিয়ে পুলিশকে বলেছে, সাহস থাকেতো তাকে গ্রেফতার করো।
ক্ষমতা দল ও গোষ্ঠীকে কতটা পাপাচারী করে তুলতে পারে। হা দেশবাসী! কার কাছে বিচার চাইবে? কার কাছে চাইবে ন্যায় আচরণ? তাদের চোখ অশ্রুসিক্ত। তাদের হাহাকার আজ বোবাকান্না। তারা হারিয়ে ফেলেছে প্রতিবাদের ভাষা। তাদের অন্তর এখন গুমড়ে কাঁদছে:

হে দু:শাসন, বিবেককে জাগ্রত কর!!!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।