ওকে গো গ্রুপ: পামেলা এন্ডারসনের রেকর্ড ভাঙলো

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বুধ, ১৫/০২/২০০৬ - ৭:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


এটা ইন্টারনেটের একটা নতুন রেকর্ড। ইন্টারনেটে পামেলা এন্ডারসনের ভিডিও ক্লিপস-ই সবচে জনপ্রিয় ছিল। সে জায়গা দখল করে নিয়েছে ওকে-গো নামে একটি গ্রুপ। সুইডিশের এই গ্রুপটি মিলিয়ন ওয়েজ নামে তাদের দ্্বিতীয় এ্যালবাম বাজারে ছেড়েছে।

কিন্তু তাদের গানের ভিডিও যেটি ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করা যায় তা এ পর্যন্ত 3 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। এখানে উদ্ভিন্না যৌবনা পামেলার পরাজয়। শুধুমাত্র যৌনতার জায়গা বলে ইন্টারনেটের যে বদনাম ছিল তাও ঘুচলো।

ক্রেজি ফ্রগের মিউজিক হয়তো মূলত: শিশু-কিশোরদের কারণে জনপ্রিয় হয়েছে। তবে ওকে-গো গ্রুপের অনাকর্ষণীয় সদস্যদের সাধারণ নাচের অতি সাধারণ এই ভিডিও কেনো জনপ্রিয় হয়েছে তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
বিষয়টি যে কতো সাধারণ তা বুঝতে ভিডিওটি দেখতে হবে।

বাড়ির পেছনে মাত্র 13 পাউন্ড খরচ করে তারা সেরে ফেলেছে মিউজিক ভিডিও রেকর্ডিং। 16 বছরের এক মেয়ে করেছে নাচের কোরিওগ্রাফি। ডিসকো আর লাইন ড্যানসিং মিশিয়ে করা এই কোরিওগ্রাফিকে নৃত্যবিশারদরা আখ্যা দিয়েছেন আবর্জনা বলে। কিন্তু জনপ্রিয়তা? অভূতপূর্ব।

এরকম একটি মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার না করে পারি? (ভিডিওটি যদি দেখতে না পারেন তবে গুগল-এ সার্চ দিয়ে ওকে-গো'র ওয়েবসাইটে যেতে পারেন)। কৌতুহলীরা পাশে রাখা লিংকে খোঁচা দেন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।