সে বাংলা শুনলে আঁতকে উঠবেন

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: শনি, ১৮/০২/২০০৬ - ৮:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বিবিসির এশিয়ান নেটওয়ার্ক বলে একটি বিভাগ আছে। পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ভাষাভাষিদের অনুষ্ঠান প্রচার করা হয় এ বিভাগ থেকে। ইন্টারনেটেও আপনার শুনতে পারেন তা।

বাংলায় অনুষ্ঠান প্রচারিত হয় রোববার ও মঙ্গলবার রাতে। দুজন উপস্থাপক আছেন। এর মাঝে আমার প্রিয় শওকাত হাশমি। তিনি সম্ভবত: শেফিলড বিবিসি রেডিওতে কাজ করেন আর এই অনুষ্ঠান উপস্থাপনা করেন।

তবে কোনো বাক্য তিনি সঠিক বলতে পারেন। তাই তার কথা শোনা মাত্রই হাসি পায়। একটা গান পরিবেশন করার পর এমন একটি অদ্ভুত বাক্য বলবেন যে, গান শোনার আনন্দই মাটি। দ্্বিতীয় উপস্থাপক আনোয়ারুল হক সে তুলনায় ভালো।

তাছাড়া আছেন সংবাদপাঠক মাহবুব হোসাইন। তার খবরে বাংলা উচ্চারণ শুনলে আঁতকে উঠবেন। ভাববেন নেপালের কেউ বাংলা পড়ছে।

আশ্চর্যযেখানে বিবিসি বাংলা বিভাগে এত ভালো সংবাদ পাঠক-পাঠিকা আছেন সেখানে এশিয়ান নেটওয়ার্কে বাংলার এই করুণ হাল। আমার কথা বিশ্বাস না হলে ইন্টারনেটে লগইন করে এশিয়ান নেটওয়ার্কে রেকর্ডকরে রাখা শওকাত হাশমির একটা অনুষ্ঠান শুনে দেখুন।
তখন ভাববেন আমি কমই বলেছি। (যেখানে গান শোনাবেন বলবেন সেখানে শওকাত হাশমি বলেন গান নিয়ে আসছি!!!)

ছবি: শওকত হাশমি


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।