ডাকার মত ডাকলে খোদায় কেমনে শোনে না

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: রবি, ১৯/০২/২০০৬ - ১০:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বিশ্বাসীর গলা থাকে আদর্্র। সে বিনয়ী। সে নতজানু। সে কাতর কণ্ঠে গায়, 'খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মত ডাকলে খোদায় কেমনে শোনে না'।

সে বিশ্বাস করতে চায়। সে অলৌকিক বিষয় দেখে আরো মুগ্ধ হতে চায়। সে প্রশ্ন করতে চায় না। সে চায় আত্মসমর্পণ করতে। তাই বিশ্বাসীরা সুনামি'র পানিতে দেখতে পায় আল্লাহ'র নাম। একবারও তাদের মনে হয় না লক্ষ মানুষের নির্বিচার মৃতু্যর মর্মস্পর্শী ঘটনার সাথে স্রষ্টাকে জড়ালে তার মর্যাদা বাড়বে কি কমবে।

বিশ্বাসীরা তাকে দেখতে পায় সর্বত্র। তা আকাশের মেঘে হোক কিংবা ফাস্টফুড শপের বার্গারের মধ্যেই হোক। সে দেখতে চায়, তাই সে দেখতে পায়। যে দেখতে চায় না, সে শুধু অজুহাত খুঁজে পায়। * দেখুন বিশ্বাসীদের এরকম স্রষ্টাকে খুঁজে পাওয়ার কিছু চিত্র।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।