সোনায় মোড়া অভিনব বিন্দ্রা : : কফিনে শায়িত আমাদের আসিফ : : অলিম্পিক শূটিং ২০০৮

ইমরুল কায়েস এর ছবি
লিখেছেন ইমরুল কায়েস (তারিখ: মঙ্গল, ১২/০৮/২০০৮ - ৩:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoদৃশ্যপট ০১ :
কমনওয়েলথ গেমস ২০০২ , ম্যানচেষ্টার , ইংল্যান্ড । পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টটি শেষ হল এইমাত্র । সবাইকে অবাক করে সোনার পদকটি জিতলেন বাংলাদেশের আসিফ ইসলাম খান । ভারতের অভিনব বিন্দ্রাকে রৌপ্র পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল । রাগে , ক্ষোভে ফুঁসেই উঠলেন বিন্দ্রা । বললেন দেখে নেবেন কয়েক বছর পরে এই বাংলাদেশের আসিফ কোথায় থাকেন আর তিনি কোথায় থাকেন ? ২০০২ সালে কলেজে পড়ি । ছয় বছর আগে বিন্দ্রার এই কথাটা আমি পত্রিকায় পড়েছি , এখনও অবিকল মনে আছে আমার।

দৃশ্যপট ০২ :
বেইজিং অলিম্পিক ২০০৮ । পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টটি শেষ হল এইমাত্র । ১১২ বছরের আক্ষেপ ঘুচে গেল ভারতের । অলিম্পিক ইতিহাসে ব্যক্তিগত কোন ইভেন্টে প্রথম কোন ভারতীয় স্বর্ণ পদক পেল । পদক নিতে উঠলেন সেই অভিনব বিন্দ্রা । দি টাইম অব ইন্ডিয়া বলে উঠল " Never again will anyone be able to point a smug, sardonic finger and say: "No Indian is good enough to win an individual Olympic gold." বাংলাদেশের আসিফ তখন কোথায় ? ২০০৮ এর অলিম্পিক গেমসেই সুযোগ পাননি তিনি ! পদক তো দূরের কথা । মাত্র কয়েকটি বছরের ব্যবধানে বিন্দ্রা আন্চলিক পর্যায় থেকে স্থান করে নিলেন আন্তর্জাতিক পর্যায়ে আর আমাদের আসিফ সবটুকু প্রতিভা হারিয়ে সুযোগই পেলেন না অলিম্পিকে অংশগ্রহনের । ২০০২ সালে বিন্দ্রা ঠিকই বলেছিলেন । আমরা আজ সত্যই দেখতে পাচ্ছি আসিফ আর বিন্দ্রার কে কোথায় ?

আমার কথা :
হলের টিভিরুমে রাতের খাওয়ার পর বসে অলিম্পিকের হাইলাইটস দেখছিলাম । বিন্দ্রার স্বর্ণপদকপ্রাপ্তি দেখে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল । মাত্র কয়েক বছরের ব্যবধানে সকল প্রকার সুযোগ-সুবিধা দিয়ে ভারত যেখানে বিন্দ্রাকে বিশ্বমানের শূটার বানাল সেখানে পর্যাপ্ত প্রতিভা থাকার পরও আমরা আসিফকে দিয়ে কি করলাম ? বিন্দ্রারা যখন সরকারী-বেসরকারী নানান সুযোগ সুবিধা নিয়ে স্বপ্ন দেখে অলিম্পিক পদকের তখন আসিফের মত আমাদের হতভাগা শূটারদের ভাগ্যে জোটে শূটিং করতে গিয়ে গুলশান শূটিং ক্লাবে পুলিশের মার , ধরনা দিতে হয় পদক জেতার পর ঘোষিত পুরস্কারের জন্য । এভাবে আর কতদিন ?

-----------------------------
ঝামেলায় আছি


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আহা আপনি দেখি আগেই বিষয়টা নিয়ে লিখেছেন! দেরী করে প্রকাশের জন্য দুঃখিত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইমরুল কায়েস এর ছবি

ঠিকাছে ।
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

হাসান মোরশেদ এর ছবি

ভাল্লাগেনা ।
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইমরুল কায়েস এর ছবি

আমারও ভাল্লাগে না । এইসব দেখলে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে কি যান ।
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

মুশফিকা মুমু এর ছবি

মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ইমরুল কায়েস এর ছবি

পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আফা মানসের মুখ দ্যান ক্যান আপ্নের তো দেওয়ার কথা ফুল !
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

অমিত আহমেদ এর ছবি

মাথাটা জাস্ট নিচু হয়ে যায়।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ভূঁতের বাচ্চা এর ছবি

মাথাটা নিচু করে বিন্দ্রাকেই অভিনন্দন জানাতে হচ্ছে।
করার তো কিছু নাই !

--------------------------------------------------------

নিঘাত তিথি এর ছবি

হায়রে...
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

রাফি এর ছবি

ভাইরে আমরা শুধু অন্যকে দেখে হাহুতাশ করেই যাব..
যে শ্রীলংকাকে আমরা একসময় এশিয়া কাপে হারাতাম যতই টেস্ট স্ট্যাটাস নিয়ে লাফঝাপ করি এখন তাদের কাছে আমরা আন্ডারডগ।
কাবাডিতেও আমাদের আধিপত্য নেই... আর বাকি সব তো বাদই দিলাম।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কীর্তিনাশা এর ছবি

হায় রে! আর কত কত আফসোস আর দুঃখ আমাদের সইতে হবে?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইমরুল কায়েস এর ছবি

প্রথম আলোতে আসিফ জানিয়েছেন তার অনুভূতির কথা । লিংক
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমাদের চোরদের কাছে কিছু প্রত্যাশা নয় বরং কী করে আরো বেশি চুরি করতে পারবে তা শিখিয়ে দিন।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

শ্যাজা এর ছবি

এক'শ কোটি মানুষের দেশে সুদীর্ঘ অলিম্পিক ইতিহাসে প্রথম ব্যাক্তিগত সোনাজয়! আহ্লাদিত হওয়ার মতই ব্যাপার। বিন্দ্রাজীর কৃতিত্বকে একেবারেই খাটো না করে বলছি, খুব বেশি আহ্লাদিত হওয়ার আসলে কিছু নেই। একের পর এক খেলোয়াড়দের ফেরত আসার খবর আসছে পরের পর। গতবারের রূপোজয়ী রাঠোরজী কোয়ালিফাই ই করতে পারেননি। দোলা ও তাই। সানিয়ার কব্জির চোটে নিজে থেকেই বিদায়। লি-হেশ এখনও টিকে আছেন কিন্তু এরপর কি হয় সেটাই দেখার।

আর সরকারের কতটুকু সাহায্য বা সহযোগীতা বিন্দ্রা পেয়েছেন জানি না, যদ্দূর জানি এ একেবারেই ব্যাক্তিগত উদ্যোগ আর নিরলস পরিশ্রমের ফল।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

ইমরুল কায়েস এর ছবি

বিন্দ্রার প্রতি আমার কোন অভিযোগ নেই । পরিশ্রমের যথাযোগ্য পুরস্কার তার প্রাপ্য ।

ভারত আর বাংলাদেশের যে অ্যাথলেটদের মধ্যে প্রাপ্ত সুযোগ-সুবিধার হিসাব বলতে গেলে আকাশ পাতাল। এখানে দেশসেরা অ্যাথলেটদের প্রাপ্তি বলতে বিজেএমসি বা আনসারে ২৫০০ টাকা বেতনের অনিয়মিত চাকুরী । বিন্দ্রা নিশ্চয় এর চেয়ে বেশী সুবিধা পেয়েছেন ! আমি আসলে আমাদের ব্যর্থটাটাকে বড় করে দেখছি , আর কিছু নয় ।
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

রায়হান আবীর এর ছবি

মন খারাপ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হায় এভাবে আর কত!

অছ্যুৎ বলাই এর ছবি

এভাবেই তো চলছে, চলবে। মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ক্যামেলিয়া আলম এর ছবি

এর শেষ তো একটা কিছু হবেই। এভাবেই চলতে পারে না সব।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

অতন্দ্র প্রহরী এর ছবি

(দীর্ঘশ্বাস)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।