প্রলাপ

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: রবি, ১৬/০৩/২০০৮ - ৪:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিসের পিছনে ছুটে চলো তুমি
কে বলবে তোমার কি কাজ মরজগতে
শুধো কি ঘুম তোমাকে শান্তি দিতে পারে?
শুধো কি বেশ্যাপাড়া, হাসপাতাল, কারাগারে
কেটে যাবে দিনগুলি?
এসব প্রশ্ন ছুরি হয়ে ঢুকে যাবে তোমার কলিজায়
যখন তোমার সকালের ঘুম খতম আর শুরু মরীচিকাময় দিনের।
তোমার সাথে মাঝে মাঝে শয়তান সহোদরদের দেখা হয়ে যায়
শাহবাগে ডবলডেগার বাসে।
ওরা সব বিনাটিকিটে তোমার মত উদ্দেশ্যেহীন ঘুরাফিরা করে এই শহরে।
শহুরে বাসগুলো তাদের নামিয়ে দিতে পারেনা গন্তব্যে
কারণ তাদের কেউ নিজের গন্তব্য জানেনা।


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

সারাদিন ঘুরেফিরে, খেয়েদেয়ে, ডলেমলে আচমকা মনে হয়.................... এ শহর আমার নয়।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অছ্যুৎ বলাই এর ছবি

গন্তব্য আসলে কেউই জানে না। সময়ের প্রতিটা মুহূর্তেই গন্তব্য পালটায়। সবকিছুই এক অর্থে অনর্থক। ভালো লিখেছেন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শেখ জলিল এর ছবি

মাশা'র কবিতা সবসময়ই অন্যরকম!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পরিবর্তনশীল এর ছবি

ভালো লাগল
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।