কালকে খুব চেয়েছিলাম, আজকে আর চাইছি না

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ২৩/১২/২০০৭ - ১১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কালকে যেটা চেয়েছিলাম আজকে যে তা’ চাইব না,
নিজের ভেতর ঘামবো তবু, দেহের আঁচে নাইব না।
কালকে যে খুব চেয়েছিলাম খুলতে খোপার চুল,
দু’হাত দিয়ে ঠেললে দূরে, করলে বিরাট ভুল।
আজকে শুধু দেখব চেয়ে চোখের ভেতর চাঁদ,
যতই তুমি হওনা ব্যাকুল ভাঙ্গবে না’তো বাঁধ।
চেয়েছিলাম কালকে ঠিকই গোলাপ রাঙা অধর,
জঠর ভরা সোহাগ দিতে, দিতে রঙিন আদর।
আজকে শুধু মন ছুঁয়েছে বুকের মাঝে তিল,
ঠোটের নীচে তিনটে দাগে চিবুক কেমন নীল।
কালকে যেমন চেয়েছিলাম মুঠোয় ভরা পদ্ম,
পাহাড়-নদী-জল-জ্যোৎস্না চাইছি না আর অদ্য।
আজকে শুধু দেখব আমি, তোমায় কাছে টানব না,
কালকে তোমায় চেয়েছিলাম আজকে কিন্তু চাইব না,


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঝরঝরে আনন্দ কাব্য। বেশ লাগল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্নিগ্ধা এর ছবি

আমারো, খুবই ।

শেখ জলিল এর ছবি

অভিমানে ক্ষয়ে যাবে আরও একটি দিন। কেমনে কি?
...দারুণ আটসাঁট ছন্দ, বেশ ঝরঝরে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

এই কবিতাটা 'কালকে খুব চেয়েছিলাম, আজকে আর চাইছি না'। আগামী দুইদিন আর চাইব না। তারপর এমন আরেকটা চাইব না। কবিতটাকে নিয়ে এই দুইদিন কেটে যাবে।
গৌতম

s-s এর ছবি

"আজকে শুধু মন ছুঁয়েছে বুকের মাঝে তিল,
ঠোটের নীচে তিনটে দাগে চিবুক কেমন নীল।"

সুললিত ছন্দ এবং চিত্রকল্পটা বেশ একটা হালকা অনুভূতি জাগালো বুকের ভেতর, তাই না?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আজকে শুধু মন ছুঁয়েছে বুকের মাঝে তিল,
ঠোটের নীচে তিনটে দাগে চিবুক কেমন নীল।
দারুণ দারুণ, চলুক এই চাওয়া চাওই। আজকে না চাইলেও পরশু নিশ্চই না করবেন না।

ঝরাপাতা এর ছবি

মা.মু., স্নিগ্ধা, জলিল ভাই,
অশেষ কৃতজ্ঞতা।

গৌতম,
এই তো জীবন . . . .

s-s,
ধন্যবাদ আমার ছন্দ পদ্যে আনন্দে মন্তব্য করার জন্য।

প্র.প্রে,
ঠিক তাই, আজ যেটা চাইছি না, পরশু আবার হয়তো সেটাই চাইবো।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ss এর ছবি

অনেকদিন আপনার লেখা দেখছি না, মিস্করছি

আয়নামতি এর ছবি

কে যে কোথায় চলে গেলেন আপনারা। এমন সব লেখা চাইলেই আর পাবো না। তাই বলে কি চাইবো না? মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।