আমার ঈদ নাই

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: বুধ, ০১/১০/২০০৮ - ১২:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার ঈদ নাই। আজ এখানে সৌদি আরবে ঈদ গেল। এখানকার ঈদ চোখে দেখা যায় না। তাই ঘর থেকে বের হইনি। আমার মন পড়ে আছে সুদূর বাংলাদেশে। যেখানে আমার সব প্রিয়জন।

গতবছর দুটো ঈদ কেঁদে কাটিয়েছি। এবার মনে হয় কিছুটা শক্ত হয়ে উঠতে পেরেছি। কান্না-টান্না পাচ্ছে না। কিন্তু ভেতরটা কেমন স্তব্ধ হয়ে আছে।

ঢাকায় থাকতে প্রতিবছর ঈদের দিন মায়ের সঙ্গে দেখা করতে ছুটে যেতাম। এই দেখা করাটাই মূলতঃ আমার ঈদ বলে পরিগণিত হতো। সংসারী হবার পরও স্ত্রী-সন্তানের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে ছুটে যেতাম মায়ের কাছে। এখন প্রবাসে নিঃসঙ্গ আমার কেবল মনেরই ছুটে যাওয়া আছে। আমি নিজে যেতে পারি না কোথাও।


মন্তব্য

তানবীরা এর ছবি

জুলিয়ান ভাই, এইতো রাস্ত্যায় আইছেন। এখন কান্না বন্ধ, কয়দিন পর দেখবেন আর মন খারাপও লাগবে না। ঈদ হবে শুধু পেপারের হেডিং, ইমেইল শুভেচ্ছা আর ফোন আর এস এম এস এর বিষয়বস্তু। নাথিং এলস।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

নাথিং এলস। ঠিক আছে। তবুও মনে হয় আরো কিছুটা সময় প্রয়োজন। আমার দুঃখবোধটারে পিটাইয়া বাউনডারি পার করার জন্য ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অমিত আহমেদ এর ছবি

ইজি জুলিয়ান ভাই, ইজি। এই মানিয়ে নেয়াই তো জীবন। ভালো থাকবেন। ঈদ মুবারাক।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

মানিয়ে নিতে চেষ্টা করতে করতেই তো জীবনের অর্ধেকটা ফুরালো। ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঈদ মোবারক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

আলমগীর এর ছবি

নিজের ঈদ নিজে করুন, যেভাবে ইচ্ছা সেভাবে করুন।
জুলিয়ান ভাই, একটা ঘুম দেন, উইট্ঠা চা-পানি খাইয়া, যদি চুরুট খান তো, একটা চুরুট ধরাইয়া এক চক্কর ঘুরন দেন। ইয়ার-দোস্ত যদি আশ-পাশে কেউ থাকে হানা দেন। ভাল থাকেন।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমি এখানে এক দ্বীপে একজনের মত। তাই নিজেই নিজের ভরসা। ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রণদীপম বসু এর ছবি

আমাদের সব আনন্দই মানসিক।
জুলিয়ান ভাই, মুষড়ে পড়ার কিছু নাই। সন্ন্যাসী হয়েছি যখন, পেছনে আর ফেরা কেন !

ভালো থাকুন। ঈদ মুবারক।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

দাদা বসু! আমি যে সত্যিকার অর্থেই গৃহী। তাই গৃহের জন্য, মানে গৃহের অন্যান্যদের জন্যও মনটা কেমন কেমন করে। তাই সন্ন্যাসী হইতে পারি না। ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ইফতেখার এর ছবি

এবারের ঈদ হলো আর.এন.এ থেকে ডি.এন.এ. বানানোর পৌনঃপুনিক চেষ্টার একটা দিন।
রাতে অবশ্য একটা দাওয়াত আছে, কিন্তু এই জীন ভুতের (!) চিন্তায় কতটা উপভোগ্য হবে বোঝা যাচ্ছেনা।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

তাহলে দেখছি খুবই সমস্যা!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পুতুল এর ছবি

ভাইরে আজ আঠারো বছর ঈদ নাই!

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

সেই তুলনায় আমি নিতান্তই নবজাতক। হো হো হো
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

তাইলে ঈদের ঘ্রাণটাও বোধ করি ভার্চুয়াল হওয়ার সম্ভাবনাই বেশি। ট্রাই কইরা দেখি। কিন্তু ভাবতেসি লটকাবো ক্যামনে? গলায় রজ্জু দিয়া না দুই চরণ বান্ধিয়া? দেঁতো হাসি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।