সম্রাটের গল্প

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ২৭/০৪/২০০৮ - ২:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্লাস শেষ হয়ে যাবে এখনি । কিন্তু সম্রাট আর পারছে না । ঘন্টা পড়ার ৫/৬ মিনিট আগেই ও হাত তুললো,
- স্যার ! বাথরুমে যাব !
- আরেকটু চেপে বসে থাক, এখনি ঘন্টা পড়বে ।
- স্যার পারতেসি না ।
- আচ্ছা সামনে আয়, আগে একটা গান গা, তারপর যা ।
সম্রাটের গলা খুব ভাল ছিল । যখন পড়া শেষ হয়ে যেত লঙ্কা স্যার ওকে ডেকে সামনে আনতেন গান গাইতে । ও সামনে আসল, কি জানি একটা গান ধরল আর আমরা দেখছিলাম সে ততক্ষনে হিশু শুরু করে দিয়েছে,
- স্যার ! স্যার !
স্যার দেখলেন অবস্থা বেগতিক ! বললেন , 'যা যা ! দৌড় দে !' আমরা দেখলাম পথে হিশুরেখা আঁকতে আঁকতে সম্রাট দৌড় দিল বাথরুমের দিকে ।

এই হল আমাদের সম্রাট । ঘটনাটা ছিল ক্লাস ফোরের । সম্রাটের কথা শুরু করলে আমরা ঠিক বুঝে পাই না কোথায় শেষ করব । এমন অনেক দিন আছে আড্ডাতে ওর কথা বলেই সময় ফুরিয়ে গেছে । স্কুলে সম্রাট ছিল মোটামুটি প্রথমসারিরই ছাত্র । ভাল আঁকতে পারত, পারে এখনো, গলা ভাল তো বলেছিই, ভাল ছড়া, কবিতা লিখত, হাতের লেখাও খুব ভাল ছিল । আমরা বন্ধুরা সব তখন থেকেই 'একটা পাগল, একটা গোয়াড়' । সম্রাট ছিল এর মধ্যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক । কয়েকটা ঘটনা বলি -

তখন এস.এস.সি দিয়ে বসে আছি । সারাদিন আড্ডাবাজি চলে স্কুলে । একদিন সম্রাট এসেছে হাঁপাতে হাঁপাতে । আমরা বলি, 'কিরে কি হইসে' ও বলল, 'আরে কইস না, ওই মাইয়াটারে ফলো করতেসিলাম আজকে , এক মহিলা দৌড়ানি দিসে !
এর মধ্যে বলে রাখি, তখন সম্রাট এই এক মেয়ের প্রেমে হাবুডুবু । সম্রাটের ছোট বোন পড়ত জুবিলী স্কুলে ওকে প্রতিদিন দিয়ে আসতে গিয়ে ওই মেয়েকে দেখা, তারপরই এইসব মন কেমন করা ইত্যাদি ইত্যাদি... যাই হোক আমরা বললাম, 'কাহিনী ক !'
- আরে কই থিকা জানি এক মহিলারে ভাড়া করসে, আমি আজকে মেয়েটারে কত কইলাম দেখ, এরকম নাক সিটকাও ক্যা, আমি পোলাটা কি খারাপ ? তারপর ওরে একটা ছড়াও দিসি লেইখা, লইলো ঠিকই, একটু দেইখা ফালাইয়া দিল, আমার তো মাথা আউট! কুড়াইয়া নিয়া রিক্সাআলার হাতে দিয়া কইলাম, শুন শুক্কুর !( সম্রাট রিক্সাওয়ালাদের নানারকম নামে ডাকে ), এই ধর, এইটা তোর এই আপারে দিবি, আমি পিছন পিছন আইতাসি, তোর আপা যদি আবার ফালায়া দেয়, আমি কিন্তু তোরে ধরুম ! তো এমনে যাইতাসি ওর পিছন পিছন এক জায়গায় আইসা দেখি কি ওই মাইয়া রিক্সা থামায়া কোন মহিলারে জানি কি কইলো, হুইনা মহিলা দেইখা কুইদা আইতাসে আর কইতাসে, 'কই কই কেডা ফলো করে তোমারে !!' সিন দেইখা তো আমি রিক্সা মিক্সা ফালায়া দৌড় !
সেই মেয়েটাকে লেখা ছড়াটার চার লাইন আমার এখনো মনে আছে ,
'তুমি যেন বোশেখ মাসের রসে ভরা আম
তুমি যেন বর্ষাকালের মিষ্টি পাকা জাম
তুমি যেন রাস্তার উপর কিটানুমুক্ত কুকুর
তুমি যেন বিরানী খাবার পর বিশাল ঢেকুর'

তখন কলেজে পড়ি । একদিন ওর সাথে রিক্সা করে যাচ্ছি, পাশ দিয়ে আরেকটা রিক্সা দ্রুত পাস করল, দেখলাম দুই অতীব সুন্দরী বসে । দেখেই সম্রাট লাফ দিয়ে উঠল, রিক্সাওয়ালাকে বলল, 'ওই কালিম, তুই যদি সামনের ওই রিক্সারে ধরতে পারস তাইলে তোরে দুই টাকা বেশী দিমু' শুনে রিক্সাওয়ালা তো হেভি একটা টান দিল, একটানে ওদের রিক্সাকে ছাড়িয়ে অনেকদূর এসে পড়ল , সম্রাট তো পাড়লে রিক্সাওয়ালাকে ছিড়ে খায় 'ওই !! তোরে অগোটা ধরতে কইসি তুই এতদূর আইলি কে? তোর দুই টাকা মাইনাস !!'

আপাতত আরেকটা গল্প দিয়ে শেষ করি, পরে আবার করা যাবে । এটা ওর ভার্সিটির গল্প । এক ক্লাসে কি জানি পরীক্ষা চলছিল, তো সম্রাট বাইরে হল দিয়ে হেটে যাচ্ছিল । এমন সময় নাকি বাইরে ধুম ধাম কোন শব্দ হয় । ততদিনে সবাই মোটামুটি সম্রাটকে চিনে যে এই ছেলে একটু দুষ্ট । স্যার বেরিয়ে এসে সম্রাটকেই ধরলেন, আর ও শব্দ কেন করল এ নিয়ে বকাঝকা শুরু করলেন । সম্রাট কিন্তু কিছুই করে নাই, ওর গেল মেজাজ বিগড়ে, ও রেগে বলেছিল, 'স্যার ভীড়ের মধ্যে কেউ যদি পাদ দেয়, আপনে কি আইসা প্রথমে আমারেই ধরবেন ?'


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
খেকশিয়াল এর ছবি

হাহাহা

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক এর ছবি

হা হা । কী মারাত্নক!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

শেষ প্যারাটা চরম! দেঁতো হাসি

পরিবর্তনশীল এর ছবি

সম্রাটের ভক্ত হইয়া গেলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

খেকশিয়াল এর ছবি

হাহা

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

উদাস এর ছবি

জটিল লাগলো। আরেকটু বড় হলে আরও মজা পেতাম। পরের পর্ব ছাড়েন জলদি।

রায়হান আবীর এর ছবি

সম্রাট তো বেশী জোশ!!

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

"কস কী পোলা?" খাইছে। জটিল গল্প তো। ভাই বাকী গল্পগুলো ছাড়েন জলদি। জটিল গল্প......... ভাই সম্রাটের ফোন নম্বর কি দেয়া যায়?
[পুনশ্চঃ ভাই মাইন্ড কইরেন না। "কস কী পোলা?" একটা ডায়লগ।]
চির আমি

খেকশিয়াল এর ছবি

হাহা, নারে ভাই ওর গল্প করসি এইখানে, দেখলে আমারে এমনেই কিলাইতে পারে, পরে কোন যদি কোন গেট টুগেদার হয় একদম সাথে কইরা নিয়া আসার চেষ্টা করুম ।
মাইন্ড করুম কেন ?! কস কি পোলা ? আমি নেভার মাইন্ড ফ্যামিলির পোলা দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

বিপ্লব রহমান এর ছবি

'তুমি যেন বোশেখ মাসের রসে ভরা আম
তুমি যেন বর্ষাকালের মিষ্টি পাকা জাম
তুমি যেন রাস্তার উপর কিটানুমুক্ত কুকুর
তুমি যেন বিরানী খাবার পর বিশাল ঢেকুর'

হো হো হো হো হো হো হো হো হো


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

খেকশিয়াল এর ছবি

পুরাটা আরো মজার দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

জাঝা

ছড়াটাতো আগেই শোনা ছিল। নতুন কিছু ছাড়েন আরো উনারে নিয়া ...
--------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

ছাড়ুম, তয় অয় যদি দেখে, আমারে কিলাইব হাহা

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ক্যামেলিয়া আলম এর ছবি

'কিরে কি হইসে' ও বলল, 'আরে কইস না, ওই মাইয়াটারে ফলো করতেসিলাম আজকে , এক মহিলা দৌড়ানি দিসে !
-------- আমি হাসতে হাসতে পড়লাম----- সম্রাট কই এখন? ঢাকায় থাকে?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

খেকশিয়াল এর ছবি

সম্রাট এখন ঢাকাতেই, মধ্যে ওর একটা বড় গ্যাপ গেসে পড়াশোনায়, ল পড়তেসে এখন, শেষ হয়ে যাবে কদিনেই

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অছ্যুৎ বলাই এর ছবি

হ, যত দোষ, নন্দ ঘোষ! (বিপ্লব)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শেষ লাইনটা পড়ে গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

লঙ্কা স্যার এর নাম শুনে জিগ্গেস করছি আপনি কি সেন্ট গ্রেগরীর ছাত্র ছিলেন? কারণ আমাদের বাড়ির সব ছেলেই গ্রেগরীয়ান।
লেখাটা পড়ে খুব মজা পেয়েছি।

-সু

খেকশিয়াল এর ছবি

হ্যাঁ ভাই, আমি গ্রেগরীয়ান তো, আপনিও ? দারুন !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

সম্রাটের বিয়ের গল্পটাও বেশ মজার। তার পাড়ার বন্ধুর জন্য মেয়ে দেখতে গিয়েছিলো এবং সেদিনেই সেই মেয়েকেই বিয়ে করে বাসায় নিয়ে আসে সম্রাট। এর পর থেকে তাকে কেউ ফোন করলে সে শুধু হাসে আর বলে
দোস্ত লজ্জা লাগে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।