কই গেল?

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ১২/০৬/২০০৯ - ২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এমনিতে চুপচাপ
মুখ টিপে হাসে সে
মাঝে মাঝে হাতমুঠো
খুক খুক কাশে সে
ছন্দের খেলাধূলা
বেশ জানা আছে তার
ঠিক কথা বলবেই
ঘাড়টা যে ত্যাড়া তার
ছোটখাটো আয়তনে
লেখাগুলো খ্যাপাটে
ছন্দের গুতা মেরে
পারে ঠিক খ্যাপাতে
কাউরে সে ছাড়ে না
করে না যে ভেদাভেদ
লাখে এক ছোড়া সে যে
আকতার আহমেদ
বেশ কিছুদিন হল
টিকিটার খোজ নাই
ছড়া ছেড়ে-ছুড়ে ছোড়া
কই গেল জানো ভাই?

একটি বিশেষ বিজ্ঞপ্তি: ব্যাটার আজকে জন্মদিন, ব্যাটারে কেউ বাইন্দা নিয়া আসেন, কেক কুকের খুদা লাগসে।


মন্তব্য

অনার্য্য সঙ্গীত [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন হারিয়ে যাওয়া ছড়াকারকে...

রেনেট এর ছবি

হ...ছড়াকার আকতার দুষ্টু হয়া গেসে... ছড়া লিখতে চায় না...খালি দুষ্টামি করে।
দুষ্টু ছড়াকারকে জন্মদিনের শুভেচ্ছা।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন!

গেলো কৈ?



অজ্ঞাতবাস

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আসলেই! গ্যালো কই??? হেরে শুভ জন্মদিন!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ বাহ ছড়াকারকে ছড়ায় ছড়ায় শুভেচ্ছা। শুভ জন্মদিন।

জিফরান খালেদ এর ছবি

শুভ শুভ...

শিয়ালের বাচ্চা ফাটাইলাইসে

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন!! হাসি

হিমু এর ছবি

যে যেখানে যেমন খুশি কন্ডিশনে পাক তারে
বাইন্ধা আনেন আজ সচলের জোশ ছড়াকার আকতারে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আহমেদুর রশীদ এর ছবি

[/b]শুভ শুভ শুভদিন
ছড়াকারের জন্মদিন।[b]

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

রানা মেহের এর ছবি

ছড়াকারকে শুভদিন

(খেকশিয়াল নিজেওতো কম না)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

জ্বিনের বাদশা এর ছবি

শুভ জন্মদিন প্রিয় ছড়াকার
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আকতার আহমেদ এর ছবি

অনেক ধন্যবাদ অনার্য্য সঙ্গীত, রেনেট, সুমন ভাই, নজু ভাই. পিপিদা, সিমন ভাই, জিফরান ভাই, ইশতিয়াক ভাই, হিমু ভাই, টুটুল ভাই, রানা'পা, জ্বীনের বাদশা এবং মহমান্য ধুগো'দা! (একটা দম লই...! )
লেখার টেরাই দেই,কিন্তু লিখতারিনা। তাই সাইড লাইনে বইসা পইড়া যাই নিয়মিত। ম্যালাদিন থেকে বেইল না থাকার পরও এই দিনটাতে মনে করছেন দেইখা ভাল লাগায় আপ্লুত হইলাম। খেকুদারে ধন্যবাদ আর সবাইরে কেক-কুকের দাওয়াত।

সুজন চৌধুরী এর ছবি
মামুন হক এর ছবি

জন্মদিন শুভ হোক মিয়া ভাই
অনেএএএবার ফিরে আসুক এই শুভ দিন, সবাইকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন বস।

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন আকতার ভাই
দিনটা কাটুক আনন্দে----

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুভ জন্মদিন, আকতার ভাই। হাসি
ছড়াখানি দারুণ হয়েছে, পন্ডিতজী। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

ছড়াকারের জন্মদিনে ছড়া লিখে শিয়ালে
আকতারের আইজ খবর আছে- আর না ছড়া বিয়ালে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাইফুল আকবর খান এর ছবি

ইশশিরে!
এই থ্রেট খায়াই নি পরে ত্তাত্তাড়ি একটা বিয়াইলো বেচারা! চোখ টিপি
আহা রে!
কী করবেন আকতার ভাই!

ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভানে,
ছড়াকার জন্মদিনেও ছড়া ভনে!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

জি.এম.তানিম এর ছবি

শুভেচ্ছা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মুশফিকা মুমু এর ছবি

আবারো শুভ জন্মদিন! হাসি
শেয়াল ভাই দারুন ছড়া লিখসেন চলুক

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সাইফুল আকবর খান এর ছবি

ছড়াকারের জন্মদিনে খেকশিয়াল-ই লিখলো যেই এক ছড়া,
ভীষণ ভালোই হয়েছে তা, বলতে গেলে এক্কেবারেই কড়া! চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

স্নিগ্ধা এর ছবি

ছড়াকারের জন্য এরকম চমৎকার একটা ছড়ার চাইতে ভালো উপহার আর কী হতে পারে!

শুভ জন্মদিন, আকতার হাসি

অবনীল এর ছবি

ভালো বলেছেন।

দেরিতে হলেও আমার পক্ষ থেকেও ছড়াকারের প্রতি শুভ জন্মদিন।
___________________________________
স্বপ্ন নয়, - শান্তি নয়, - কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে!

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

আকতার আহমেদ এর ছবি

অনেক ধন্যবাদ সুজন্দা, মামুন ভাই, অনিকেত'দা, শিমুলা'পা, রণ'দা, সাইফুল ভাই, তানিম ভাই, মুমু, স্নিগ্ধা'দি...

তানবীরা এর ছবি

খ্যাকু, আমারে নিয়া তাড়াতাড়ি এমন একটা ছড়া লিখো, নইলে কিন্তু খবর আছে

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।