উইন্ডোজ এবং বাংলাদেশের সময় পরিবর্তন

লীন এর ছবি
লিখেছেন লীন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৮/০৬/২০০৯ - ৬:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা সবাই জানি যে ১৯ জুন হতে বাংলাদেশের ঘড়ির সময় পরিবর্তন করে "গ্রীনিচ মান সময় + ৭ ঘন্টা" করা হচ্ছে। পরিবর্তন কার্যকর হবে বছরের শেষ দিন পর্যন্ত। এই পরিবর্তনের ফলে নাকি দিনের আলো সংরক্ষণ হবে, সেটা মানি। কিন্তু বিদ্যুত সংরক্ষণের যেই সকল যুক্তি শুনছি, তা নিয়ে কিছু না বলাই ভালো।
আসল কথায় আসি, আমাদের অনেকের কম্পিউটারেই এখনও পর্যন্ত মাইক্রোসফ্‌ট উইন্ডোজ আছে। সেটার সময় ঠিক করার জন্য কি করবেন?
সহজ একটা বুদ্ধি আছে। মাইক্রোসফ্‌ট এর মামুরা এই Daylight Saving প্রসঙ্গে একটা ফাইল প্রকাশ করেছে যেটা পাবেন এখানে। ফিক্স করার ফাইলটা নামিয়ে নিন।
ওই ফাইল ইনস্টল করার পর কন্ট্রোল প্যানেল থেকে সময় Date and Time অপশনের Time Zone টি দেখুন। সেখানে Astana and Dhaka এর স্থলে Dhaka পছন্দ করে দিন ও Automatically adjust clock for Daylight Saving Changes এ টিক দিয়ে দিন।

আর কিছু বলার দরকার নাই আশা করি। আমি পালাই, আবারও বিদ্যুত সরবরাহ বন্ধ হয়েছে। মরার লোড শেডিং...


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

লীন এর ছবি

ধন্যবাদ।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কিন্তু ঘড়ির সময় তো বদলালো না!

লীন এর ছবি

আজ রাত বারোটায় দেইখেন। বদলাইবে আশা করি।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

রণদীপম বসু এর ছবি

আজকে তো না ! আগামীকাল শুক্রবার ১৯-০৬-২০০৯ ইং দিবাগত রাত ১১.০০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের ঘড়ির সময় একঘণ্টা এগিয়ে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

লীন এর ছবি

ও হ্যাঁ...
______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

সাইফ এর ছবি

পুরো ব্যাপারটাই আমার কাছে মশকরা লেগেছে, তবে সময় ঠিক করা সংক্রান্ত বিষয়টা মাথায়ই আসেনি, ধন্যবাদ

লীন এর ছবি

মশকরাই বটে। আপনাকেও ধন্যবাদ।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

রেনেট এর ছবি

এতদিন আমেরিকানদের নিয়ে ঠাট্টা করতাম...ওরা কি গাধা...বছরে দুইবার সময় পরিবর্তন করে...হুদাই। এখন দেখি আমরা ও গাধাই।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

লীন এর ছবি

কথা সত্য। ওদের তাও যুক্তি আছে সময় পরিবর্তনের। আর আমরা হুদাই...

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

অছ্যুৎ বলাই এর ছবি

সরকারের হঠাৎ সময় বদলানোর কি দরকার পড়লো বুঝতে পারি নাই। এমনিতে তাদের প্রতিশ্রুত কাজগুলোর সময় যে চলে যাচ্ছে, সে খেয়াল কি তাদের আছে? নাকি সেগুলো নিয়ে আমরা যাতে প্রশ্ন না করে সময় পালটানো নিয়ে ব্যস্ত থাকি ... ?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

লীন এর ছবি

আরে ভাইয়া ঠিকই আছে, ডিজিটাল বাংলাদেশ করতে হবে না? কোন এক নেতা নাকি ভোট চাওয়ার সময় বলছিলো যে ডিজ়িটাল বাংলাদেশ মানে হইলো বাংলাদেশ নাকি ইউরোপ আমেরিকার সিস্টেমে চলবে। হা হা হা... আমরাও এখন তাদের মত ঘড়ি নিয়া বদমায়েশি করা শুরু করতেছি, আমরা এখন উন্নত দেশ।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার কম্পুতে কোনো এক অদ্ভুত কারণে উইন্টার সময়ে এডজাস্টে উইন্ডোজ সমস্যা করত। জি এম টি মাইনাস ফোর সেট করলেও পরে অটোমেটিক আগের সময়ে ফিরে যেতো। এখন ঠিক আছে।

লীন এর ছবি

টাইম সিঙ্ক্রোনাইজ করলেই আর চিন্তা করার কিছু থাকে না দেঁতো হাসি

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

দ্রোহী এর ছবি

বাংলাদেশে ডে লাইট সেভিং করে কীইবা হবে? যাহা বাহান্না তাহাই তেষট্টি!

লীন এর ছবি

চুপ চুপ। নেতা বলেছেন, ৪০০মেগাওয়াট বিদ্যুত সাশ্রয় হবে।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আসলেই লাভ নাই। অফিসে-দোকানে সারা দিনই আলো জ্বলে, ফ্যান ঘোরে। আর বাসায়তো লাইট না জ্বললে সূর্য থাকুক আর না থাকুক কিছুই দেখা যায় না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

লীন এর ছবি

দীর্ঘশ্বাস...

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

জিজ্ঞাসু এর ছবি

বাঙলাদেশ, আমরিকা, জাপান যেখানেই হোক সময় পরিবর্তন করে দিনের আলো সংরক্ষণ (যদি আকাশ মেঘলা না থাকে) করা গেলেও বিদ্যুৎ সাশ্রয়ের যুক্তি আজগুবি। আসলে এটা হাসিনা আপার ডিজিটাল বাঙলাদেশ করার খায়েশ এবং তানার মন্ত্রণাদাতা তৌফিক এলাহির নিজ যোগ্যতা জাহির করার তরিকামাত্র। আগামীকাল সরকারি অফিসের চাকুরেরা অনেকেই একঘন্টা পরে অফিসে গিয়ে হয় বিষয়টা ভুলে গিয়েছেন এমন ভান করবেন না হয় বলবেন হঠাৎ করে এ নিয়ম করায় সময়ের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছেন ইত্যাদি। কিন্তু আবার যেদিন ঘড়ির কাঁটা স্বাভাবিক সময় দিতে শুরু করবে সেদিন ভুল করেও অফিসে একঘন্টা আগে যাবেন কি?

___________________
সহজ কথা যায়না বলা সহজে

ধুসর গোধূলি এর ছবি

- বস, বছরে এই দুইটা দিনই তো, কামলায় দেরী করে গিয়েও একটা দাঁত কেলানি ভেটকী দিলেই সাতখুন মাফ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

লীন এর ছবি

ভালো বলেছেন। আসলেই বিদ্যুত সাশ্রয়ের কোনই যুক্তি পাই না। এই যেমন কালকেও রাত পৌনে বারোটায় লোড শেডিং হলো আমার এলাকায়... অর্থাৎ সূর্যের আলো বা ঘড়ির সাথে বিদ্যুতের সম্পর্ক করা সহজ নয়।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

শান্ত [অতিথি] এর ছবি

লীন ভাই কে ধন্যবাদ।

লীন এর ছবি

আপনাকেও ধন্যবাদ।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

তানবীরা এর ছবি

সময় পরিবর্তনের এ ব্যাপারটা প্রায় সব মহাদেশেই আছে, বাংলাদেশে এটার এতো নেতিবাচক সমালোচনা কেনো আমার মাথায় আসে না।

আ পেনি সেভড ইজ আ পেনি আর্নড, দশ টাকা বাচলেওতো বাচল, সারা পৃথিবীর মানুষ সব এডজাষ্ট করতে পারে আর বাঙ্গালী পারে শুধু হাউকাউ করতে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

জাঝা চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

লীন এর ছবি

আপুনি, ঘড়ির কাঁটা সরানোর পর থেকে আমার এলাকায় বিদ্যুত বিপর্যয়ের সময় পরিধি শতকরা বিশ ভাগ বেড়ে গিয়েছে। আমার তাতে কোন দুঃখ নাই। ক্যাম্পাসে থাকি সারাদিন, সেথা নিজস্ব বিদ্যুত ব্যবস্থা।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

হিমু এর ছবি

মোটের উপর আমাদের লোডকে দুই ভাগে ভাগ করা যায়। আলো আর শীতলীকরণ। এখন সমস্যা হচ্ছে, আমরা ব্যবহার করি ইনক্যানডেসেন্ট ল্যাম্প। ১০০ ওয়াটের একটা বাল্বের ৯০ ওয়াটই পরিণত হয় তাপে। ঐ তাপ সরাতে লাগে ফ্যান আর এয়ার কুলার।

ঘড়ির কাঁটা নিয়ে এত উৎসাহের কারণ হচ্ছে, কাজটা করা সোজা। প্রধানমন্ত্রী একদিন নগরভবনে গিয়ে কাঁটা ঘুরিয়ে দিলেই হয়ে যায়। কঠিন কাজ হচ্ছে আমাদের লোড অপটিমাইজ করা। ইনক্যানডেসেন্ট ল্যাম্পের ওপর কঠিন কর আরোপ করে এর ব্যবহার নিরুৎসাহিত করা, এনার্জি সেভিং ল্যাম্পের প্রচলন জোরদার করা।

আর শুনতে খারাপ শোনালেও, আমাদের দেশের বাড়িঘরের নকশা কুলিং-ফ্রেন্ডলি না। যে কারণে গ্রীষ্মে আমাদের ভুগতে হয়। নির্মাণের সাথে জড়িতদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে, তা না হলে বিদ্যুতের অপচয় > ঘাটতি > যন্ত্রণা বাড়তেই থাকবে। এ ব্যাপারে বিশেষজ্ঞ মত পড়তে পারেন এখানে আর এখানে



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

লীন এর ছবি

হিমু ভাই, একমত।
আর লিংক দুটির জন্য অসংখ্য ধন্যবাদ।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।