লাট্টু - ২

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: শুক্র, ০৪/০১/২০০৮ - ৯:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

১।
ইশকুলে পড়বার সময় বছরের শুরুর দিকে বেশ বিপাকে পড়ে যেতাম। ক্লাশের খাতার শিরোনামের পাশে যত্ন করে বার আর তারিখ লিখবার সময় সালের জায়গায় ভুল করে আগের বছরেরটা লিখে ফেলতাম। তারপর ইরেজার ঘষে ঘষে বিরক্ত মুখে ঠিক করে লিখতে হতো।
এখন আর সেই বিরক্ত হবার সুযোগ নেই। গুগল ডকসে চলে লেখালেখি। ওরা নিজেরাই কয়েক সেকেন্ড পর পর সব লেখা সেভ করে ফেলে। তারিখ তো বটেই এমনকি ঘন্টা মিনিট সময় সহ!
কাল রাতে হুট করে ড্রয়ার খুঁজে খুঁজে একটা পেন্সিল বের করেছি। আজ ভেবেছি সেই পেন্সিল দিয়ে দিন তারিখ দিয়ে একটা কিছু লিখবো ডায়রিতে।
কিছু একটা। কি যে সেটা, জানি না এখনো।

২।
নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দল বেশ নাকানি-চুবানি খাচ্ছে। প্রথম ওয়ানডে-র অল্প কিছু সময় খানিকটা হাসতে পেরেছিলো, বাকি পুরো সফরটাই শেষমেষ দুঃস্বপ্ন হয়ে যাবে কি না, সেটা নিয়ে এখন আর সংশয় নেই কোন।
আমি মন খারাপ করে প্রতিদিন ক্রিকইনফো খুলে বসি। স্কোর কার্ড দেখতে দেখতে ভাবি, আসলে সমস্যাটা কোথায় আমাদের?
হুম, ভেবে ভেবে যে শেষমেষ সমস্যার মূল বা তার সমাধান বের করে ফেলি, ব্যপারটা এমন নয়। তবু, মাথা চুলকে ভেবেই চলি অনেকক্ষণ।
ধারে কাছে কোথাও প্রফেসর শঙ্কু কিংবা বিজ্ঞানী সফদর আলিকে পেয়ে গেলে ভালো হতো। ওনাদের হাতে পায়ে ধরে 'খেলার পার্ফমেন্স বর্ধক বড়ি' নামক একটা কিছু বানিয়ে নেয়া যেত।
মনে হচ্ছে, ওরকম কোন একটা বড়ি ছাড়া আমাদের আর গত্যন্তর নেই।

৩।
ইন্ডিয়ান তিনটা ছেলে আগুনে পুড়ে মারা গেল দুদিন আগে। আমার বাসা থেকে ঠিক ২০০ মিটার দূরে। পত্রিকায় পড়লাম, কম্প্যুর মনিটর থেকে স্পার্ক হয়ে আগুন লেগে যায় ঘরে। এখানকার বাড়িগুলো কাঠজাতীয় বোর্ড দিয়ে বানানো বেশিরভাগই। দুই রুমের ঐ ছোট্ট বাসায় মোট ছ'জন থাকতো! একরুমে ঐ তিনজন, আর পাশের রুমে চার বছরের ছোট্ট একটা মেয়ে সহ স্বামী স্ত্রী।
ভাগ্যক্রমে ঐ ছোট্ট পরিবারটা বেঁচে গেছে। কিন্তু ঐ তিনজন সম্ভবত ঘুমিয়ে পড়েছিলো কোনভাবে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উঠতে পারে নি।
কীরকম দুঃস্বপ্নের মতন লাগে এসব খবর পড়লে।
আজ কাজ থেকে ফিরবার সময় রাস্তা বদলে ঐ পোড়া বাড়িটার সামনে দিয়ে এলাম। গা কেঁপে উঠছিলো বারে বারে।

৪।
নতুন বছরে নতুন প্রধানমন্ত্রী কেভিন রাড তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার ঘোষণা দিয়েছেন শুনলাম। সংক্ষিপ্ত আর গোপন একটা সফরে ইরাকে গিয়েছিলেন তিনি, সেখানে অজি সৈন্যদের উদ্দেশ্যে বলেছেন, নতুন কোন সৈন্য আর ইরাকে যাবে না অস্ট্রেলিয়া থেকে। যারা আছে, তারাও মাস ছয়েকের মধ্যে বাড়ি ফিরে যাবে।
এই খবরে নানান রকম 'কিন্তু' আছে জানি। তবুও, অন্য বড় দেশগুলো, যাদের সৈন্যরা এখনো রয়ে গেছে ইরাকে, তারা কি পদক্ষেপ নেয়, সেটাই দেখার অপেক্ষায় আছি।

৫।
রাহুল দ্রাবিড়কে নিয়ে এখানকার পত্রিকাগুলো সাংঘাতিক মাতামাতি করছে। বেচারার সুন্দর একটা নাম ছিলো, দ্য ওয়াল, সেটাকেই এখন তারা লেবুর মতন চিপে ছিবড়ে বানিয়ে দিচ্ছে।
আজকের হেরাল্ড সানে লিখেছে, অবশেষে সিডনিবাসী তাদের বিরক্তিকর রকমের রেল-সিস্টেমের চেয়েও ধীরগতির একটা কিছু খুঁজে পেয়েছে। আর সেটা হলো রাহুল 'দ্য ওয়াল' দ্রাবিড়।
গতদিন ১৮ রান থেকে ১৯-এ যেতে বেচারার লেগেছিলো ঠিক ৪০ টি বল! এমনকি সেই এক রান নেবার পরে দর্শকরাও নাকি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে দ্রাবিড়কে। খেলা দেখা হয় নি নানা ঝামেলায়, কিন্তু দৃশ্যটা কল্পনা করতেই হাসি পেয়ে গেলো।

৬।
খবরে বলছে বাংলাদেশে চালের দাম এখনো ধরা ছোয়ার মধ্যে নেই। নতুন করে বেড়েছে আটা ময়দার দাম।
আগামী সপ্তাহে নাকি তেলের দাম এখানে ঠিক দেড় ডলার হয়ে যাবে। দুটো খবর পড়েই মনে মনে কার উদ্দেশ্যে যে গাল দিলাম কে জানে।
গালিগুলো বুমেরাং হয়ে ফিরে না এলেই হয়!

৭।
আজ ছিলো আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুবার্ষিকী।
প্রায় নিঃশব্দে কেটে গেলো একটা দিন।
কাটিয়ে দিলাম আমি কল্পনার সেপাই হয়ে, মনের চিলেকোঠায় শুয়ে বসে।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

এইসব দিনলিপি দেখলে আমার ইর্ষা হয়। কোনদিনই আমার লিখা হলনা।

ভুল সময়ের মর্মাহত বাউল

কনফুসিয়াস এর ছবি

আলবাব ভাই,
কিছু অন্তত রাখেন আমাদের জন্যে। সব আপনি লিখে ফেললে ক্যামনে হবে? হাসি

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৌরভ এর ছবি

১। দেশের পেপার পড়তে ভয় লাগে। গুগল নিউজ থেকে পৃথিবী দেখে নিই এক নজর। খেলার খবর রাখি না অনেকদিন। এইসব বাহুল্য মনে হয়।
২। কাল এক বন্ধুকে ফোন করেছিলাম। কয়েকদিন আগে বিয়ে করেছে। বলছে, দোস্ত, একবেলা ভাত খাওয়া ছাড়া উপায় দেখছিনা।
রেশনের চাল অখাদ্য। চাল আর আটার কেজি প্রতি দাম এক। তেল হাতের নাগালের বাইরে।
৩। রাত দুটো কুড়ি বাজে, এখনো ল্যাবে। ছাত্রত্বে বিরক্তি ধরে গেছে। খিদেয় পেট চোঁচোঁ করছে। টাকা আছে মোটামুটি, খাবার বলতে যা বোঝায় তার যথেষ্ট অভাব।

জীবন লাট্টুময়।
চলুক লাট্টু।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি

তোমার ছোটখাটো লাট্টু দেখি আমার চেয়েও বেশি জ্বালাময়!
হাসি
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কম্প্যুর মনিটর থেকে স্পার্ক হয়ে আগুন লেগে যায় ঘরে।

এটা কখন ঘটতে পারে, বুঝিয়ে বলবেন কি কেউ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কনফুসিয়াস এর ছবি

এইটা আমিও শিওর না। পত্রিকায় বলেছে 'faulty monitor' থেকে হয়েছে। আর ঐ পরিবারটার পরিচিত একজনও আমাকে ঠিক একই শব্দ ব্যবহার করে কথাটা বললো।
ডিটেইল এখনো জানি না। পুলিশ নাকি তদন্ত করছে।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুহম্মদ জুবায়ের এর ছবি

আখতারুজ্জামান ইলিয়াসের মৃতু্যবার্ষিকী চলে গেলো! কী করে ভুলে গেলাম? মন খারাপ

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।