করোটিতে আরো রোদ্দুর

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ৩০/১১/২০০৭ - ৪:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ আঘাত করে
করোটিতে রোদ্দুর।

সূর্যাহত আমার
করোটি চুঁইয়ে ঢোকে রুপালী আলো।

অতি জাগতিক নিয়মে
আমি হয়ে উঠি কবি।
আমার কবিতা
ফেলে চিন্তায় সমালোচক তাদের ...

কেন যে খুঁজতে যান
কবিতার ভুল!
কবিতার শরীর সেতো ঈশ্বরিক নির্মান।

মগজে নড়ে ওঠে তরল রোদ্দুর।

১৭ ই অক্টোবর ২০০৩
সন্ধ্যা ৬ টা ৪৫

(এইটা লেখা কোন একজনের সমালোচনার জবাবে। কি যেন বলছিল আমার কবিতা নিয়া। রাগ কইরা লিখছিলাম যে মগজে তরল রৌদ্র নিয়া থাকতে পারিনা তাই কবি হইছি।)

auto


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

ভালৈছে।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নজমুল আলবাব এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাততালি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ বাহ, বেশ বেশ। বেশ হয়েছে।

কবিতার শরীর সেতো ঈশ্বরিক নির্মান।
একেবারে ঠিক কথা।

অমিত আহমেদ এর ছবি

তুখোড় হইছে। সেই রকম।
তবে রুপালী আলো শুনলেই কিন্তুক চান্দের কথা মনে পড়ে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবি হয়তো সূর্যের আলোকে সেই মুহূর্তে ওভাবেই দেখেছিলেন.. 'দেখা আলোর না দেখা রূপ'- সেতো কবিই ভালো দেখবেন, কি বলেন? হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কথা সত্য। সোনালী হইলে মানাইত বেশী।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসান মোরশেদ এর ছবি

ভালো করছেন । কবি হওয়া মনে হয় বেশ স্বাস্থ্যকর ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দুর্দান্ত এর ছবি

সৈয়দ শামসুল হক কে একদা বলতে শুনেছি, করটি চুয়ানো তরল রদ্দুরের কথা। ভাল লাগলো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পড়িনি সেটা! অথবা হয়ত পড়েছি। অবচেতন মনের গহীনে চলে গেছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তীরন্দাজ এর ছবি

বাহ্! ভাল জবাব ও জবান!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জি.এম.তানিম এর ছবি

"মগজে নড়ে ওঠে তরল রোদ্দুর।"

ভাল্লাগসে।
---------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আরশাদ রহমান এর ছবি

বেশ ভালো। চলুক আরো কবিতা লেখা।

মাশীদ এর ছবি

মগজে নড়ে ওঠে তরল রোদ্দুর।

আসলেই!
ভাল লাগল খুব।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ। চরম দৌড়ের মধ্যে মাঝে মধ্যে এসে এই কবিতাগুলো দিয়ে যাচ্ছি। মন্তব্যের উত্তর ঠিক মতো দিতে পারছিনা বলে দুঃখিত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ss এর ছবি

প্রিয় কবি:

সূর্যাহত সকলেই,
সকল তরল আলো
মগজের কোষে প্রণোদনা
দেয় না মোটেও--
চুঁইয়ে পড়ে যায় সঙ্গোপনে
তোমার করোটি ধারণ করে
লালন ও করুক তাকে, এই কামনা।

শুভাশীষ।

ss

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।