রিচার্ড ডকিন্সের "গড ডিলিউশন" লেকচার - কিছু প্রশ্ন চাই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৯/০২/২০০৮ - ১২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রিচার্ড ডকিন্স আসছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে তার "গড ডিলিউশন" লেকচার নিয়ে: http://beyond.asu.edu/events.html । মার্চের ৬ তারিখ সন্ধ্যায়। আমি ভাবছিলাম তাকে কিছু প্রশ্ন করব যদি সুযোগ মেলে। অবশ্য সুযোগ নাও মিলতে পারে - অডিটোরিয়ামটা অনেক বড় এবং এটা ওপেন লেকচার।

তবু আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাকে জানান। একটা দুইটা প্রশ্ন তৈরী রাখতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।

বইটা পাবেন এখানে

Richard Dawkins - The God Delusion (2006)
Richard Dawkins - ...
Hosted by eSnips


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আমার খুব ইচ্ছা করছে প্রশ্ন করার। কিন্তু রিচার্ড ডকিন্স সম্বন্ধে তেমন পড়াশোনা নেই বলে ঠিক ট্র্যাকে যেতে পারছি না। দেখি মার্চের ৬ তারিখের আগে কোন প্রশ্ন তৈরী করতে পারি কি-না। পারলে জানাবো।

-----------------------------------
মুহাম্মদ

হিমু এর ছবি

বইটা বেশ কিছুদিন ধরে পড়ছি। "গড ডিলিউশন"-সম্পর্কিত কোন প্রশ্ন মনে এলে সাথে সাথে জানাবো।


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

বইটা পড়ার অনেক হাউশ কিন্তু পাইতাছি না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টিকেট আনতে গিয়ে বিফল মনোরথে ফিরে এলাম। একদিনেই টিকিট খতম। ৬ তারিখ দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকব - ঢুকতে দিবে না মানে!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শেষ মেষ টিকিট পেলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

আমার কোন প্রশ্ন নাই কারন বইটাই পড়ি নাই। যতদুর মনে পড়ে "ব্লগার দিগন্ত" মনে হয় এ বিষয়ে কোন একদিন পোষ্ট দিয়েছিলেন। আপনি ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন।


কি মাঝি? ডরাইলা?

সুমন চৌধুরী এর ছবি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বই যুক্ত করলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

ডাঙ্কে.....দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সৌরভ এর ছবি

আমি অনেকদিন আগে বিক্ষিপ্ত ব্রাউজিং করতে করতে রিচার্ড ডকিন্স কে আবিষ্কার করছিলাম।
যাদের ইউটিউব দেখবার সুযোগ আছে, তাদের জন্যে চ্যানেল ফোর এর ডকুমেন্টরি "The Root of all Evil?" এর ভিডিও তুলে দিচ্ছি।

"The God Delusion"
Part-1 (47 Minutes)

"The Virus of Faith"
Part-2 (48 Minutes)



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সুজন চৌধুরী এর ছবি

পড়তে শুরু করলাম।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অভিজিৎ এর ছবি

আমি রিচার্ড ডকিন্সের প্রায় সবগুলো বইই পড়েছি। আজকের দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী এবং দার্শনিকদের অন্যতম। নিজেই আজ যেন নিজের পরিচিতি, এক কথায় জীবিত কিংবদন্তী। পেশায় বিবর্তনবাদী জীববিজ্ঞানী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এর আগে বার্কলে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগেও অধ্যাপনা করেছেন বহুদিন। অক্সফোর্ডে প্রাণীবিদ্যায় পি.এইচ.ডি (ডি.ফিল) করেছেন ১৯৬৬ সালে; পরবর্তীতে সম্মানসূচক ডক্টোরেট ডিগ্রী পেয়েছেন ওয়েস্ট মিনিস্টার, ডারহাম, হাল সহ একগাদা নামিদামী বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৮৯ এ ডি.এস.সি। নেচার, সায়েন্স সহ প্রখ্যাত বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে তাঁর প্রবন্ধ। তিনি বিবর্তনকে আক্ষরিক অর্থেই নিয়ে গেছেন শৈল্পিক স্তরে। যারা আধুনিক তথ্যের আলোকে ডারউইনের বিবর্তনকে ঝালিয়ে নিতে চান, তাদের জন্য ডকিন্সের বই পঠন 'অত্যাবশ্যকীয়' বলা যায়। তার লেখা 'সেলফিশ জিন' বইটি আমার এ জীবনে পড়া শ্রেষ্ঠ বই গুলোর একটি। এ ছাড়াও আছে 'ব্লাইণ্ড ওয়াচ মেকার', 'আনোয়েভিং দ্য রেইনবো', 'ক্লাইম্বিং মাউন্ট ইম্প্রোবেবল', 'ডেভিলস চ্যাপ্লেইন' এবং 'অ্যান্সেসটর টেল' ইত্যাদি। সত্য বলতে কি অন্য বইগুলোর তুলনায় 'গড ডিলুশন'কে অনেক সস্তা আর হাল্কা বই মনে হয়েছে, যদিও জনপ্রিয়তার মাপকাঠিতে হিসেব করলে এই বইটিই এক নম্বরে।

'গদ ডিলুশন' বইটির যে অধ্যায়টি আমার সবচেয়ে ভাল লেগেছে তা হল প্রথম অধ্যায়টি - 'A Deeply religious non-believer'। অধ্যায়টির অনুবাদ পাওয়া যাবে এখানে

এ ছাড়াও সচলায়তনএর ব্লগার দিগন্ত সরকার বইটির পঞ্চম অধ্যায় ' The roots of religion' এর আলোয় লিখেছে একটি প্রবন্ধ -'ধর্মের উৎস সন্ধানে' । এটি পাওয়া যাবে এখানে

প্রাসংগিক হিসেবে উল্লেখ করছি -এবারের বইমেলায় আমার এবং সাদ কামালীর সম্পাদনায় বেরুনো স্বতন্ত্র ভাবনা তেও (অঙ্কুর প্রকাশনী) ডকিন্সের একটি খুব ভাল প্রবন্ধ আছে - ধর্মের উপযোগিতা - জনৈক বিবর্তনবাদীর দৃষ্টিতে। এটি ইন্টারনেটে পাওয়া যাবে এখানে

আপনি ডকিন্সকে কি প্রশ্ন করবেন সেটা আপনার ব্যাপার। আমি হলে এই প্রশ্নটা করতাম ঃ

ড. ডকিন্স, আপনি প্রায়শঃই বলেন ডেভিড হিউম রার্ট্রান্ড রাসেল এবং অন্যান্য দার্শনিকেরা ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে ডিজাইন আর্গুমেন্টর ভুল ত্রুটি ধরিয়ে দিলেও ডারউইনের বিবর্তন তত্ত্ব রঙ্গমঞ্চে আসার আগ পর্যন্ত কারও পক্ষে intellectually fulfilled atheist হওয়া সম্ভব ছিল না। ব্যাপারটা ব্যাখ্যা করুন।

ডকিন্স -এর লেকচার শোনার পর আপনার কাছ থেকে একটা রিভিউ আশা করছি।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

হিমু এর ছবি

সুমন, আমার একটা প্রশ্ন আগে মনে জেগেছিলো। জিজ্ঞেস করে দেখতে পারো।

Do you consider Templeton Prize as a tool being consciously used against science?

বলে রাখি সংক্ষেপে, টেম্পলটন পুরস্কার বেশ বড় অঙ্কের, নোবেল প্রাইজের চেয়ে কিছুটা বেশি, কোন খ্রিষ্টান বিজ্ঞানী ঈশ্বর সম্পর্কে ভালো ভালো কথা বলে বই লিখলে তাকে এক পর্যায়ে এই পুরস্কার দেয়া হয়।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অভিজিৎদা আর হিমুকে ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।