মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগের জন্য ওবামার চিন্তা ভাবনা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২৮/০১/২০০৯ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আল আরাবিয়া টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারের সময় ওবামা বলেছেন:
"My job is to communicate the fact that the United States has a stake in the well-being of the Muslim world, that the language we use has to be a language of respect. I have Muslim members of my family. I have lived in Muslim countries,". আল আরাবিয়াকে আরও বলেছেন "My job to the Muslim world is to communicate that the Americans are not your enemy. We sometimes make mistakes. We have not been perfect."

অনুবাদ:
"আমার কাজ হচ্ছে এটা জানানো যে মুসলিম বিশ্বের প্রতি আমেরিকার একটা স্বীকার্য আছে, (যোগাযোগের জন্য) যে ভাষা আমরা ব্যবহার করি সেটা যেন সম্মান সূচক হয়। আমার পরিবারে মুসলিম আত্মীয় আছে। আমি মুসলিম দেশে বসবাসও করেছি।" আল আরাবিয়াকে আরও বলেছেন, "মুসলিম বিশ্বের সাথে আমার কাজ হচ্ছে এটা জানানো যে আমেরিকানরা তোমাদের শত্রু নয়। আমাদের মাঝে মাঝে ভুল ভ্রান্তি হতে পারে। আমরা সব সময় নির্ভুল নই।"

ওবামার এহেন বক্তব্যে ভীষণ ঝড় উঠেছে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্ব দুদিকেই। আপনার কি মনে হয়? সুদিন কি আসবে?

পুরো ইন্টারভিউটি নীচে দিলাম। এখানে আরো তথ্য আছে


মন্তব্য

বকলম এর ছবি

আমার মনে হয়, আসবে। তাছাড়া, আশা করতে দোষ নেই। যদি এখনও আশা করা না যায়, তাহলে 'আশা' শব্দটাকেই মেরে ফেলা উচিত। তবে, কাজ মোটেও সোজা না। পর্বত প্রমান এবং ধূলি সংখ্য interest group কে অতিক্রম করতে হবে।

রণদীপম বসু এর ছবি

খুব উচ্চাকাঙ্ক্ষী আশা করি না যদিও, তবু কিছু আশা করার মতো পরিবেশ মনে হয় তৈরি হচ্ছে....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দিগন্ত এর ছবি

মাথায় রাখুন ওবামা ইজরায়েল সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি, পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ওবামা দাবী জানালেও কাজে কতটা খুশী করতে পারবে মুসলিম বিশ্বকে সেটা সন্দেহ আছে।

অবশ্য চিনকে কাউন্টার করার কাজে ব্যবহার করার সুযোগ থাকলে ছেড়ে দেবে না ওবামা। কারণ পূর্ব এশিয়াই আমেরিকার অর্থনৈতিক প্রতিদ্বন্দী, বাকিরা আমেরিকার পথেই হাঁটছে।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জিজ্ঞাসু এর ছবি

হ।

আসল কথা ওবামা আমেরিকার প্রেসিডেন্ট। সে আমেরিকার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনবে, নাকি বিদ্যমান নীতিকেই অনুসরণ করবে, ভবিষ্যতে সেটাও দেখার বিষয়।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মন্তব্য করেছে। বলেছে ইজরায়েল আমেরিকার প্রধান এলাই থাকবে। সুতরাং সেদিক দিয়ে ব্যাড নিউজ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এনকিদু এর ছবি

চলুক
মনের কথা বলেছেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্নিগ্ধা এর ছবি

ওবামা যে এই কথাগুলো বলেছে, সেটাই আশাব্যঞ্জক! কাজে অবশ্য কদ্দূর কি করবে/করতে পারবে জানি না, কিন্তু এই (হয়তো 'আপাত') বন্ধুত্বপূর্ণ বক্তব্যই তো মুসলিম-বিশ্বের জন্য নতুন কিছু!

জ্বিনের বাদশা এর ছবি

আমি আশা করিনা ... এই ব্যাটা ক্লিনটনের মতো আরেক ভন্ড ... বুশের ছাগদল সামনে দিয়ে ঘোড়া মারছে, এরা পেছন দিয়ে হাতি মেরে ফেলবে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এনকিদু এর ছবি

ওবামার কথা শুনে অনেক আশান্বিত হয়েছি, কিন্তু আমি আশা আর বাস্তবতাকে আলাদা আলাদা পকেটে রাখলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।