জরুরী : ইংরেজী লগইন নাম ও জন্মদিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ২৬/০৬/২০০৭ - ১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

যারা বাংলা লগইন নাম ব্যবহার করতে চাইছিলেন না তাদের জন্য এই সুবিধা দেয়া হল। আপনি "আমার অ্যাকাউন্ট" > "সম্পাদনা" ক্লিক করলে দেখবেন "ইংরেজী লগইন" নামে একটি অপশন আছে এখানে ইংরেজীতে আপনার পছন্দের লগইন নাম লিখুন।

আগের বাংলা এবং এই ইংরেজীর যে কোন একটা ব্যবহার করে লগইন করা যাবে। তবে সব জায়গায় আসল নামটাই দেখাবে।

এ সংক্রান্ত সমস্যা, সমাধান, কান্না কাটি, পিঠ চুলকানি সব এই পোস্টে করুন।

জন্মদিন
----------------
আপনার জন্মদিনটা টুকে রাখুন সচলায়তনে। তাহলে আসন্ন জন্মদিনে আপনার নাম, জন্মদিনে আপনাকে শুভেচ্ছা এবং একটি পোস্টকার্ড (পরবর্তীতে করা হবে) পাঠানো হবে।

এটি সেট করতে 'আমার অ্যাকাউন্ট' > 'সম্পাদনা' > 'প্রোফাইল' > 'জন্মদিন' এ যান।

যেহেতু এটা সাইটের প্রথম পেজে দেখানো হবে তাই, চাইলে আপনি নাও ব্যবহার করতে পারেন।

এটা ব্যবহার করে আপনার প্রতিদিনকার রাশিফল জেনে নিতে পারেন ইয়াহু থেকে।

লেগে থাকুন সচলায়তনেই।


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

লগইন নাম বদলাইলাম। পরেরবার লগড্ ইন করতে না দেখেন যদি তবে একটু আপনার ই-মেইলে এসওএস আছে কিনা দেইখেন।

******************
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোর ইচ্ছা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ধুসর গোধূলি এর ছবি

মা.মু. যেকোন লিংকে ক্লিক করলেই সেটা নতুন ট্যাব বা উইন্ডোতে গিয়ে ওপেন হচ্ছে। মন্তব্য, বিস্তারিত, নিজের একাউন্ট- প্রতিটা ক্ষেত্রেই একগাদা করে উইন্ডো / ট্যাব ওপেন হচ্ছে।

কি ছিরিংখলা বলোতো!
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক করলাম এইমাত্র।

====
মানুষ চেনা দায়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট
====
মানুষ চেনা দায়!

মুহম্মদ জুবায়ের এর ছবি

জন্মদিন-রাশি ইত্যাদি বিষয়ে আমার দুই পয়সা। জন্মদিনে চেনা-অচেনা ব্লগার বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছা পেতে খারাপ লাগবে না। কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। এখন সদস্য কম, তাদের জন্মদিনে একটা দুটো পোস্ট এবং তৎসঙ্গে শুভকামনাসূচক মন্তব্য তবু না হয় হলো। কিন্তু যখন হাজার ব্লগারের জন্যে তা করা হবে, তখন? এইসব পোস্ট দিয়ে পাতা ভরানোর পক্ষপাতী কি আমরা? ভেবে দেখবেন। সদস্যদের জন্মতারিখ সামনের পাতায় না দিয়ে ব্লগারদের প্রোফাইলে থাকলেই হয়। আগ্রহীরা জেনে নেবেন। বিষয়টা ঐচ্ছিক হলেই ভালো।

রাশিফল বিষয়টা একদম জরুরি নয়। উৎসাহীরা ইয়াহু বা অন্যসব ঠিকানা ঠিকই জানেন। সচলায়তনকে সেখানে টানার দরকার আছে বলে আমার মনে হয় না। ঠিক যেমন আবহাওয়া জানার জন্যে আমি ব্লগে আসবো না কখনো। আর রাশিফলের পক্ষে-বিপক্ষে অনেক মতও আছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জন্মদিনে যেন কেউ আলাদা করে পোস্ট না দেয় সেজন্যই এ ব্যবস্থা। আপনার কথাটা মাথায় থাকল। এখন নাইস টু হ্যাভ হিসেবে থাকুক পরে নাহয় তুলে দিবো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

ইংরেজী লগ ইন নাম ব্যাপারটির জন্য অনেক অনেক ধন্যবাদ মামু।


_________
কি মাঝি? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি
দ্রোহী এর ছবি

কনফুর ছবিটাও ভালৈছে!!!

_________
কি মাঝি? ডরাইলা?

আরিফ জেবতিক এর ছবি

জুবায়ের ভাইয়ের দুই পয়সার সাথে আমার কিছু ভাংতি আছে।
জন্মদিনে আলাদা পোস্ট না দিয়ে যাতে শুভেচ্ছা জানানো যায়,এজন্য আলাদা একটা বক্স করা যাবে ভবিষ্যতে।
শিরোনাম থাকতে পারে :

আজ মুহাম্মদ জুবায়েরের জন্মদিন
এই পোস্টে ক্লিক করে শুভেচ্ছা জানান।

তাহলে আর আলাদা পোস্টের দরকার হবে না।

-----------------------------------
[i]কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সেরকমই প্ল্যান। চোখ টিপি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরশাদ রহমান এর ছবি

Amito Engrajite naam deetay chainai but there was no option to write in Bnagla. Can I chnage it or is it too late?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনি Bangla Problem? অংশটা দেখুন। আর আপনার বাংলা নাম কি হবে জানান:আরশাদ রহমান। বানানটা ঠিক আছে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

বস, সরাইখানায় আসেন তো একটু

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুকরিয়া।

আরশাদ রহমান এর ছবি

@এস এম মাহবুব মুর্শেদ, ha banan theek aacche. "Bangla Problem" Ekhuni Dekhcchi.
Dhonnobad!

নজমুল আলবাব এর ছবি

প্রথম পাতা বেশ খানিকটা নিচে নেমে গেছে। আর আমারে এরিমাঝে তিনবার লগঅন করতে বাধ্য করছে মন খারাপ ঘটনা কি?

টুটুল এর ছবি

খালি জন্মতারিখ নিলেন যে?
ঠিকানা নিবেন না?
তাইলে কেক পাঠাইবেন ক্যামনে?

অরূপ এর ছবি

চিন্তিত
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

টুটুল এর ছবি

আরো একখান কথা...
বৈদেশী রাশী দ্যাখার কি দরকার? দেশী আছে না?

আমার আজকের রাশীফল...
http://www.rashi12.com/Daily/Daily_Brief/?Date_ID=10217&&Sign_ID=06&&Max_Date_ID=10217

একটু ভাইবেন..

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।