শরণার্থী

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ০২/১২/২০০৭ - ১২:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মিথ্যে মানুষকে দাও প্রশান্ত প্রশ্রয়
জোড়া দাও ভাঙা ঘর- ভাঙা কপালের দাগ
আত্মগত অন্ধকারে ঢালো আলোর ধারালো প্লাবন

অন্য জন্মের গেটপাসে ভিন্ন জীবনে ঢুকে পড়া আমি এক ভ্রান্ত মানুষ
আমাকে প্রমাণ করো- সত্যায়িত করো
চিহ্নিত করো দস্তখতের ফিনিক ধারায়


মন্তব্য

শাহীন হাসান এর ছবি

কবিতাটি পড়লাম। ভাল ।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

হাসান মোরশেদ এর ছবি

মিথ্যে মানুষকে দাও প্রশান্ত প্রশ্রয়

মানুষকে দেয়া প্রশান্ত প্রশ্রয়টাই কি মিথ্যে?
নাকি মানুষটাই মিথ্যে?
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তাপস শর্মা এর ছবি

আত্মগত অন্ধকারে ঢালো আলোর ধারালো প্লাবন

-- অবশেষে সেই আলোই যেন ফুটে উঠে......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।