পণ্যপুরাণ

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ০৪/১২/২০০৭ - ১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

নকল চুল ময়লা হতে পারে কিন্তু সাদা হয় না;
এটাই নকল চুলের বাণিজ্যে মূল বিজ্ঞাপন
নকল দাঁতের জনপ্রিয়তা ধরে রাখে তার না-নড়া ও না-পড়ার ঐতিহ্য
এবং দুটোরই মূল আকর্ষণ তাদের পরিবর্তনযোগ্য জন্মসূত্রের অহংকার

কোনো বাণিজ্যবিদ কিংবা বিজ্ঞাপন নির্মাতা কি বলবেন
আমার এই নকল জীবনে বিজ্ঞাপনের পে-অফ লাইন কী হতে পারে?


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

'তোর জীবনে যে কত লোকসান বুঝলিনা মনা...'
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তাপস শর্মা এর ছবি

এটাই বোধ হয় আত্মজিজ্ঞাসা। কিংবা না বলা অহংকার। হয়তো, হয়তো আরও বেশী কিছু......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।