সূর্যোদয়ের বন্ধুরা

মাশীদ এর ছবি
লিখেছেন মাশীদ (তারিখ: বুধ, ১৩/০৬/২০০৭ - ২:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:
সচলায়তনের সূর্যোদয়েই কেমন যেন একটা মার-মার কাট-কাট ভাব চলে এলো। ব্যাপারটা ভাল লাগছিল না। গতকাল সারাদিন তাই মনটা বেশ ডাউনই ছিল বলা যায়। আজকে আবার ব্লগের পরিবেশ কেন যেন একটু ফ্রেশ লাগছে। মনে আশা জাগছে যে আমরা এখানে যারা আছি তারা সবাই সমমনা বলেই এই ধাক্কাটা সামলে উঠব। বরং এ ধাক্কা থেকে হয়তো অনেক কিছু শেখা-ও হয়ে গেল। প্রায় এক রকম কিছু মানুষের একটা সুস্থ ব্লগিং এর পরিবেশ, যেখানে সবার মতের পুরো মিল না থাকলেও সবার প্রতি সবার শ্রদ্ধা রয়েছে - এই তো ছিল উদ্দেশ্য! যা হোক, ছবি না থাকলে আমার কেমন যেন ম্যাড়ম্যাড়া লাগে ব্লগের পাতা, তাই একটা ছবি লটকে দিলাম আবার। ছবিটা সূর্যোদয়ের। সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কের (ECP) বীচে তোলা। সচলায়তনের সূর্যোদয়েই ব্লগীয় বন্ধুদের মারামারি কাটাকাটি দেখে পুরনো এ ছবিটার কথা মনে পড়ে গেল। ছবিটার বড় ভার্সান এখানে

মন্তব্য

নিঘাত তিথি এর ছবি
হুম, তাই মনে হচ্ছিলো কাল সারাদিন...হতাশ লাগছিলো সব কিছু নিয়ে কেমন। আবার এও জানতাম যে ঠিক হয়ে যাবে নিশ্চয়ই সব। হচ্ছে আস্তে আস্তে, না? ছবিটা দেখেছিলাম তোমার ফ্লিকারে, বলা হয় নি দারুণ লেগেছে তোমার ফ্লিকার! এবং এই ছবিটা বিশেষভাবে ভালো লেগেছিলো । --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অরূপ এর ছবি
যাও, তোমারে জন্মদিন প্রো অ্যাকাউন্ট কিনে দেব ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
ভাস্কর এর ছবি
কইছিলাম না! ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

মাশীদ এর ছবি
থ্যাংকস্, তিথি। ছবির এই দুইজনও কিন্তু ঠিক ঝগড়া করছিল না। মনে হয় আমাদের মতই। বা আমরাও ওদের মতই সূর্যোদয়ের বন্ধু। সত্যি প্রো দেবে তো? ঠিক, ভাস্করদা। আপনার কথার প্রতি বিশ্বাস হারাইনি কখনো :) । --------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

সুমন চৌধুরী এর ছবি
:) ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
আরিফ জেবতিক এর ছবি
এতো অল্পে উতলা হলে চলে? এখনও তো জুইত মতো মারামারি লাগেনি।কালে কালে দেখবেন,কী দাড়ায়। এগুলো চলবেই,এগুলোর জন্যই তো সচলায়তন।গঠনপ্রক্রিয়ায় চিন্তিত হবার কিছু নেই। ছবিটা সৌন্দর্য হয়েছে।
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
ছবি দেয় কি প্রকারে? প্রো এ্যাকাউন্ট কী? ফ্লিকারের প্রো এ্যাকাউন্ট? তা দিয়ে কি হবে? মাশীদ কি প্রো ফটোগ্রাফার নাকি? যাক, মনে যা লয় করুক, আমার কি।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অরূপ এর ছবি
প্রো অ্যাকাউন্টে আনলিমিটেড স্পেস দেয় =)) ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।