শেষ বিকেলের আলোয়, নিজের আয়নায় নিজে

মেঘ এর ছবি
লিখেছেন মেঘ (তারিখ: শুক্র, ১৭/০৮/২০০৭ - ১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সামহোয়ারে বসে ডাইরেক্ট লিখেছিলাম লিংকটা দিলে কি পড়া যাবে? দেখি টেস্ট করে, লেটস ট্রাই... এজন্য নিশ্টয়ই কেউ আবার রাগ করবেন না?

লিংক


মন্তব্য

মেঘ এর ছবি

মেঘ

প্রতিদিন একটু একটু শেষের পথে
এর মাঝে যদি বন্ধু জোটে....

মেঘ

অমিত এর ছবি

লিন্ক না দিয়ে বরং একই লেখা এখানেও দিতে পারেন।

______ ____________________
suspended animation...

সন্দেশ এর ছবি

অনুগ্রহ করে পোস্টটি আবার এখানে দিন। লিংক না দিয়ে সরাসরি পোস্ট বা রিপোস্ট করতে উৎসাহিত করা হচ্ছে।

ঝরাপাতা এর ছবি

বিশ্বজিতের গানটাই এখন আপনার অনুপ্রেরণার অংশ হোক।

"আর বয়েস যদি নাই মানিস,
যা খুশি তা করতে পারসি।"


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অন্য ট্রলার এর ছবি

ব্লগার মেঘ অথবা সংশ্লিষ্ট মডারেটর:অনুগ্রহ করে এই পোস্টের লিংকটি ছোট করে দিন। লম্বা লিংকের কারণে ইণ্টারনেট এক্সপ্লোরারে সচলায়তনের নীড়পাতার ডান অংশ নিচে নেমে গেছে। পড়তে সমস্যা হচ্ছে।

অরূপ এর ছবি

এভাবে রিডাইরেক্ট না করার জন্য অনুরোধ রইল হাসি
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

মেঘ এর ছবি

মেঘ
ধুর সামহোয়ার থেকে লিখা পেস্ট করে আনতে পারলে কি এত গীত গাই!

মেঘ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।