আগুনঝরা মার্চ - ০২

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: সোম, ০৩/০৩/২০০৮ - ৩:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হল ২রা মার্চ, ১৯৭১বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হল ২রা মার্চ, ১৯৭১
পতাকা নিয়ে মিছিল ২রা মার্চ, ১৯৭১পতাকা নিয়ে মিছিল ২রা মার্চ, ১৯৭১
৩রা মার্চে বঙ্গবন্ধু৩রা মার্চে বঙ্গবন্ধু

স্বাধীন বাংলার ঘোষনা, ৩রা মার্চ, ১৯৭১-ক

স্বাধীন বাংলার ঘোষনা, ৩রা মার্চ, ১৯৭১-খ


মন্তব্য

ধ্রুব হাসান এর ছবি

এই বিজয়ের মাসে আবারো বলি, রাজাকার (যুদ্ধাপরাধী) ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, চাই-ই। লাল সালাম!

সুজন চৌধুরী এর ছবি

অসাধারণ
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

সেদিনের শ্লোগান বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো আজও রক্তে আগুন লাগায়।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শেখ জলিল এর ছবি

সুন্দর পোস্ট।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

বিপ্লব রহমান এর ছবি

জয় বাংলা!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নুরুজ্জামান মানিক এর ছবি

জয় বাংলা! এই যাদুকরি শ্লোগানে আমি সবসময় উদ্দ্বিপিত হই। আজও রক্তে আগুন লাগায় "বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো " "তোমার আমার ঠিকানা , পদ্মা মেঘনা যমুনা " ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।