Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

চন্দ্রাবতী

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: মঙ্গল, ২৩/০৬/২০০৯ - ৯:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোজাগরী পুর্ণিমায়
ঠাকুমা বিষাদ মুখ বেয়ে
শব্দ ঝড় নেমেছিলো-,"এ দেখি আবারও এক মেয়ে!"

আতুর বেড়ার ফাঁকে
বাবার চিবুকে চোরা সুখ-
"মেয়ে দেখি চন্দ্রাবতী-! তোমার মুখের মতো মুখ!"

বড় হ্ও বেড়ে ওঠো
অবহেলা সয়ে নিতে শেখো।
একদা আকাশে চুল--পা দুখানি কাদাজলে মেখো।

মাটিরে আদোর দিয়ে
বর্ষা জলে বেঁধে নিও বীজ
অংকুরের সময় এলে--সে কিশোর ছিঁড়বে কামিজ।

শাড়ী নিও, শাড়ী দিয়ে
ঢেকে রেখো শরীর, সে মন
পাছে পুঁথি জেনে যায়--আড়ালের সে কী আয়জন!

আড়ালেই গল্প রেখো
তা না হলে জানবে সে ছেলে,
এমন অপাঠ্য তুমি--আলো উড়ে যায় ডানা মেলে!

আলো গেলে রাত আসে,
রাত এলে আত্মপরিচয়
আত্মাকে নির্লিপ্ত করে--একবাটি বেদনা শুধায়!

(


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

কবিতা ভাল লেগেছে মনিকা

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

স্টাইলটা ভালো লাগলো।

গৌতম এর ছবি

মাটিরে আদোর দিয়ে
বর্ষা জলে বেঁধে নিও বীজ
অংকুরের সময় এলে--সে কিশোর ছিঁড়বে কামিজ।

একসময় সেই কিশোর ছিলাম। এখনও বোধহয় আছি। আছি কি?

কবিতা ছুঁয়ে গেছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কীর্তিনাশা এর ছবি

ভলো লাগলো কবিতা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ফকির লালন এর ছবি

ভালো লেগেছে।

তানবীরা এর ছবি

খুউউউউব ভালো লেগেছে। এতো কম লিখলে চলবে?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ।
তানবীরা, বাংলা টাইপ করতে এখনো খুব আসুবিধে হয়। প্রুফ টা যদি তুমি করে দাও, অনেক লিখতে পারি। হা হা!

-----------------------------------------
জলের উজানে চলো। রাত্রির বিরুদ্ধে চাঁদ জ্বলো।
শত-শত চাঁদ তোমরা বিরুদ্ধতা ভেদ ক'রে চলো।
---আব্দুল মান্নান সৈয়দ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল, একটু অন্যরকম...

লীন এর ছবি

ভালো লাগলো।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্।

সাইফ তাহসিন এর ছবি

আপনার লেখা সিরিজ ধরে পড়তে গিয়ে কবিতার সামনাসামনি হইলাম, আমি একদম কবিতা কানা, কিন্তু ৪,৫ নাম্বার স্তবক জটিল লেগেছে। আপনার ভাষায় কঠিনস্য কঠিন। মৃদুল ভাইয়ের ভাত মারবেন দেখছি। এরকম আরো চাই

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।