প্রাপ্তি

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২২/০৩/২০১২ - ১১:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকে না হয়
'না পাওয়াটা'ই পাওয়া,
হারেই না হয়
আজকে 'জিতে যাওয়া',

আজকে না হয় আবেগ উছাস আশা
তীব্রতম কষ্ট চেপেই হাসা,
আজকে না হয় গৌরবে বুক ভরা,
চোখের জলের মুকুট মাথায় পরা,

কালকে জানি ধরবো জয়ীর বেশ-

আমরা এখন লড়তে শিখে গেছি,
বিপদ এলে বাঁচতে শিখে গেছি,
আমরা এখন শেষের শেষেও খেলি,
চাপের মুখেও জায়গাতে বল ফেলি,
গ্যালারীতে বল পাঠাতে জানি,
কেউ পেছালে সামনে টেনে আনি,
সবাই মিলেই দেশ ধরে নেই বুকে,
সাধ্য কি আর কেউ আমাদের রুখে,

সামনে কেবল ঐ এগারোর কায়া,
ওদের ছায়ায় আমার প্রিয় দেশ!!

[নীড়পাতায় একটা লেখা ঝুলছে, নীতিমালা আমাকে না করছে নতুন পোস্ট করতে। করতাম না হয়ত। তবু পোস্ট করছি।

এটা তো সচলায়তনের জন্য নয়, বাংলাদেশের জন্য লেখা। বুকটা ভরে দেয়ার মত লড়াই করা বাংলাদেশ দলের জন্য লেখা, ওঁদের এক বিমুগ্ধ ভক্তের শ্রদ্ধাঞ্জলী।

প্রকাশিত হয়ে থাকলে এ হবে বাংলাদেশের সৌজন্য সচলায়তনের নীতিমালার একটু শৈথিল্যের ব্যতিক্রমি উদাহরণ, না হয়ে থাকলে নীতিমালায় অটল থাকার যৌক্তিক প্রকাশ।

আর কিছু হোক আর না হোক,
বাংলাদেশের জয় হোক!!]


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

চলুক চলুক চলুক

আমরা এখন লড়তে শিখে গেছি,
বিপদ এলে বাঁচতে শিখে গেছি,
আমরা এখন শেষের শেষেও খেলি,
চাপের মুখেও জায়গাতে বল ফেলি,
গ্যালারীতে বল পাঠাতে জানি,
কেউ পেছালে সামনে টেনে আনি,
সবাই মিলেই দেশ ধরে নেই বুকে,
সাধ্য কি আর কেউ আমাদের রুখে।

উত্তম জাঝা!

ত্রিমাত্রিক কবি এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

হিল্লোল এর ছবি

এরকম কবিতা এরকম সময়েই বের হয়।

জিজ্ঞাসু এর ছবি

আমরা এখন লড়তে শিখে গেছি,
বিপদ এলে বাঁচতে শিখে গেছি,
আমরা এখন শেষের শেষেও খেলি,
চাপের মুখেও জায়গাতে বল ফেলি,
গ্যালারীতে বল পাঠাতে জানি,
কেউ পেছালে সামনে টেনে আনি,
সবাই মিলেই দেশ ধরে নেই বুকে,
সাধ্য কি আর কেউ আমাদের রুখে,

দারুণ লাগল!

___________________
সহজ কথা যায়না বলা সহজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।