আবারো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অজানা গন্তব্যে নেয়া হচ্ছে ...

রাহা এর ছবি
লিখেছেন রাহা (তারিখ: সোম, ১৭/০৯/২০০৭ - ৩:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মানবকে বাসা ২০-২৫ জন সেনা সদস্য অজানা গন্তব্যে নিয়ে গেছে । মানব , ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন এর সভাপতি ।
যদিও দাখিলকৃত চার্জশীটে মানব এর নাম নাই তবু তাকে কেন গ্রেফতার করা হলো ঠিক বুঝলাম না । যদিও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আর কাউকে হয়রানি করা হবেনা ।
একটি অরাজনৈতিক সরকারের কাজে আর কথায় এমন বৈপরীত্যে আমরা অবশ্য অভ্যস্ত হয়ে গেছি । ভেবেছিলাম এই সরকার অনন্ত বিগত সরকার গুলোর চেয়ে আলাদা হে ব । অথচ তারা দেখছি আরো এক কাঠি সরেস । বিগত সরকার গুলো জনগন নিয়ে অন্তত সামান্য হলেও ভাবত ।
আমরা জানি না মানব কিংবা এমন অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোথায় ?? তাদের কারা এমন ভাবে নিয়ে যাচ্ছে ?? আজিজ মার্কেট থেকে যাদের নেয়া হয়েছিল তারা কোথায়?? এমনকি শিক্ষকদেরও এভাবে নিয়ে যাওয়া হয়েছিল । এভাবে বেআইনী ভাবে আরো কত শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে ?? যদিও বর্তমান সরকার প্রধানের বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়রানী বন্ধ ভেবে একটু স্বস্তি পেয়েছিল কিন্তু এমন গ্রেপ্তার (ঠিক গ্রেপ্তার কিনা , জানি না ) শিক্ষার্থীর শিক্ষক এবং অভিভাবকদের মনে নতুন শংকার জন্ম দিচ্ছে । সরকারে এমন দ্বৈতসত্তা আমাদের বারে বারে বিভ্রান্ত করে এবং প্রশ্ন জাগায় তবে সরকারের কর্তৃত্ব কার হাতে ??


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

জলপাইতন্ত্র জাঁকিয়ে বসছে।

ইশতিয়াক রউফ এর ছবি

কিছু ব্যাপার কখনো বদলায় না।

রাহা এর ছবি

তবে কি এরকম আরো অনেককেই নিয়ে যাওয়া হবে ??

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

বিপ্লব রহমান এর ছবি

ভয়ংকর!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অছ্যুৎ বলাই এর ছবি

ঘৃণা! এভাবে বেঁচে আছি বলে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আরশাদ রহমান এর ছবি

সেনাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোন সংঘটিত প্রতিবাদ করতে যাতে ভয় পায় তার ব্যবস্থা করতে চাইছে কিন্তু একদিন প্রতিবাদ হবেই একদিন আবার মিছিলে মিছিলে ছেয়ে যাবে রাজপথ।

সবজান্তা এর ছবি

"ঢাকা বিশ্ববিদ্যালয় এর অমুক শিক্ষক
আত্নসমর্পণ এর পর তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে"

যখন টিভি তে বা সংবাদপত্রে এ ধরণের খবর পড়ি, তখন মেরুদন্ডে ভয় এর শীতল স্রোত বয়ে যায়।

এ কোন বাংলাদেশ যেখানে শিক্ষকদের রিমান্ডে নেওয়া হচ্ছে বা শিক্ষকদের জেল হাজতে নেওয়া হচ্ছে। তবে আর প্রতিষ্ঠাণ এর সম্মান, পেশার সম্মান কোথায় থাকলো ?

অনাগত ভবিষ্যত এর চিন্তায় আমরা শঙ্কিত হয়ে পড়ি.........

----------------------------------------
অলমিতি বিস্তারেণ

আড্ডাবাজ এর ছবি

জলপাইমামাদের নতুন মোটো:
ভয় দিয়ে করবো জয়
এবার বোধহয় জলপাই মামাদের সংস্কার শুরু করতে হবে। জনগণকে এই দাবী নিয়ে আগাতে হবে।

দুর্বাশা তাপস এর ছবি

আমরা জানি না মানব কিংবা এমন অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোথায় ?? তাদের কারা এমন ভাবে নিয়ে যাচ্ছে ?? আজিজ মার্কেট থেকে যাদের নেয়া হয়েছিল তারা কোথায়??
আমরা সত্যি অসহায়

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

সুজন চৌধুরী এর ছবি

এই শিকল পড়া ছল
মোদের এই শিকল পড়া ছল
এই শিকল পড়ে শিকল মোরা করবোরে বিকল
মোদের এই শিকল পড়া ছল !
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

রাহা এর ছবি

আজ মানবকে অফিসিয়ালি ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে ।

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।