ছড়াকারের চেয়ে মানুষ বড়

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: শনি, ১৩/০৬/২০০৯ - ১২:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সপরিবারে আকতার : ছবিটি এই অধমেরই তোলা

এক আকতার ছড়া লিখে যায়
এই আকতার অন্য,
তার পরিচয় বিশাল হৃদয়
সব মানুষের জন্য।
ছড়া নয়, আমি তার কূলপ্লাবী
ভালোবাসাটারই ভক্ত...
এমন জনকে সাজানো কথায়
শুভেচ্ছা দেয়া শক্ত!

এক আকতার ছড়া লিখে যায়
এই আকতার অন্য,
চোখ ভিজে ওঠে জীবনে এমন
বন্ধু পাওয়ার জন্য!

১২ জুন, ২০০৯


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

আকতার ভাইয়ের জন্মদিন প্রতি মাসে, প্রতি সপ্তাহে, অথবা প্রতিদিন আসুক। তাহলে হয়ত আপনার লেখা পাওয়ার আশা করা যাবে! হাসি

মৃদুল আহমেদ এর ছবি

সারছে! মিয়াবাই কয় কী? হাসি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চোখ ভিজে ওঠে জীবনে এমন
বন্ধু পাওয়ার জন্য!

তাঁর বন্ধু হওয়া সৌভাগ্যের ব্যাপার!

খেকশিয়াল এর ছবি

আইছে আরেক ফাঁকিবাজ!! দুই দোস্তরে বাইন্ধা পিটা সবাই!!
লেখায় চলুক চলুক চলুক চলুক চলুক

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জি.এম.তানিম এর ছবি

আকতার ভাই এর জন্মদিনের সুবাদে আবার অনেক দিন পরে সচলে ছড়ার মিছিল... দারুণ লাগছে। মৃদুলদা অনেকদিন পরে এলেন... আপনার লেখা অনেক মিস করি।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মাহবুব লীলেন এর ছবি

ষুব যণ্ম দীণ

কীন্তূক আকতারের ছরা কঈ?

তানবীরা এর ছবি

ছবিটা হেভভী। শুভ জন্মদিন আকতার ভাই

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

মনে মনে আপনার ছড়াই আশা করছিলাম। দুর্দান্ত!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিকেত এর ছবি

আবারো শুভ জন্মদিন আকতার ভাই---

আর মৃদুল দা'
দারুন দারুন ছড়া---

শুভেচ্ছা

ইশতিয়াক রউফ এর ছবি

ছড়ার মিছিল দারুণ লাগলো। আকতার ভাইয়ের শীত(?) নিদ্রা কাটতে দেখে খুশি হলাম। মৃদুল ভাই যা এক খানা ছবি লাগিয়েছেন! চোখ টিপি

মামুন হক এর ছবি

এক আকতার ছড়া লিখে যায়
এই আকতার অন্য,
চোখ ভিজে ওঠে জীবনে এমন
বন্ধু পাওয়ার জন্য!

-কী দারুন লেখা! ছবিটাও ফাটাফাটি!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... বড় ভালো লুক ছিলো... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ এর ছবি

ছড়া নয়, আমি তার কূলপ্লাবী
ভালোবাসাটারই ভক্ত...

তোর মাথায় তো অনেক বুদ্ধিরে ব্যাটা। আমার ছড়ার যে বেইল নাই..এইটা কী সুন্দর কইরা বইলা দিলি!

বিপ্লব রহমান এর ছবি

ছবিতে --বিপ্লব-- চোখ টিপি
ছড়ায় --মানিক-- হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

পলাশ দত্ত এর ছবি

সুন্দর ছবি আর ছড়ার জন্য মৃদুল ভাইকে শুভেচ্ছা।

আর আকতার আহমেদকে? শুভ জন্মদিন শুভ জন্মদিন। যদিও দেরিতে। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

পান্থ রহমান রেজা এর ছবি

আকতার ভাই পিচ্চিটা কেমন আছে?

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভাল্লাগলো। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আহমেদুর রশীদ এর ছবি

আকতারের জন্মদিনের পার্টিতে অনেক কিছু খাওয়া হলো। শাদা ভাত,ভর্তা,পাবদা মাছ, টমেটোর চাটনি--আরো কতো কী!!!
শুভ জন্মদিন।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সাইফুল আকবর খান এর ছবি

আর, প্রকৃতির চেয়ে মানুষ সুন্দর!
হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।