মুখফোড়ের ফ্লাডুপনাঃ লুঙ্গি পরা এত সহজ!

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শনি, ২১/০২/২০০৯ - ৯:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

লুঙ্গি পরা কোন কঠিন কাজ নয়। তবে ভাইসব, লুঙ্গি পরা কোন সহজ কাজও নয়। অং সান সু চি লুঙ্গি পরেন, আপনিও পরবেন। তবে সহজ কিছু বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বন করলে লুঙ্গি পরিধানের আপাত দুরূহ কাজটি জলবত্তরলম হয়ে যাবে।

প্রথম ধাপঃ
একটি লুঙ্গি সংগ্রহ করুন। ধারকর্জ নয়, নতুন একটি লুঙ্গি কিনে ফেলুন (অন্যের পরা লুঙ্গি না পরাই শ্রেয়)। লুঙ্গি কেনার সময় অভিজ্ঞ লুঙ্গিপরুয়াদের পরামর্শ নিতে পারেন।

দ্বিতীয় ধাপঃ
কেনা লুঙ্গিটি উত্তমরূপে মাড় দিয়ে ধুয়ে বারান্দায় মেলে দিন। সচ্ছল লুঙ্গিপরিধানেচ্ছুগণ লুঙ্গি ড্রায়ারে শুকিয়ে নিতে পারেন।

তৃতীয় ধাপঃ
এবার শুকানো লুঙ্গিটি নিয়ে তাতে প্রথমে এক পা, পরে আরেক পা ঢোকান। দুই পা ঢোকানো হয়ে গেলে লুঙ্গি টেনে কোমর বরাবর আনুন। তবে অনেকে লুঙ্গিকে মাথার ওপর দিয়ে গলিয়েও পরেন।

চতুর্থ ধাপঃ
এবার লুঙ্গির কোমরের কাছের ঘের ধরে গুটিয়ে একটা গিঁট মারুন। গিঁটটি মজবুত ও টেকসই হওয়া চাই। তবে এমন গিঁট মারবেন না যা আপনি পরবর্তীতে নিজে বা স্ত্রী/শালী/বান্ধবী/পাশেরবাড়িরভাবি প্রভৃতির সহায়তায় খুলতে অপারগ হবেন। অনেক মফিজ বেলট দিয়ে লুঙ্গি পরে, আপনিও চাইলে পরতে পারেন।

পঞ্চম ধাপঃ
এবার লুঙ্গি পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রোড টেস্ট করে নিন। টেবিল ফ্যান ফুল স্পিডে ছেড়ে দিয়ে টর্নেডো সারভাইভাল টেস্ট করতে পারেন। যদি আপনি মনে করেন যে হাঁটাহাঁটির ফলে গিট্টু খুলে যাবে না, এবং প্রবল বাতাসে লুঙ্গির নিম্নাংশ উড়ে মেরিলিন মনরোর মতো আপনাকে উদোম করে দেবে না, তাহলে ষষ্ঠ ধাপে যান। আর তা না হলে গিট্টু চেক করুন এবং প্রবল বাতাস এড়িয়ে চলুন।

ষষ্ঠ ধাপ
এবার নিশ্চিন্ত মনে লুঙ্গি পরে কম্পিউটারের সামনে বসে পড়ুন। ব্লগে ঢুকে এক পশলা ফ্লাডিং করে ফেলতে পারেন।

কী, এবার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে না? যান, লুঙ্গিটি পরে পাশের বাড়ির ভাবির হাতে বানানো এক কাপ চা খেয়ে আসুন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

লুঙ্গিটি পরে পাশের বাড়ির ভাবির হাতে বানানো এক কাপ চা খেয়ে আসুন।

হেহে হাহা হাহাহাহহাহাহা হোহো !!!!! গড়াগড়ি দিয়া হাসি
----------------
উদ্ভ্রান্ত পথিক

ইমরুল কায়েস এর ছবি

এর লিগাই তো লুঙ্গি পরি না ।
......................................................
পতিত হাওয়া

ইশতিয়াক রউফ এর ছবি

উহু, লুঙ্গি পড়ার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। এত প্রলোভনেও লুঙ্গিমুখো হচ্ছি না আমি। খাইছে

খেকশিয়াল এর ছবি

টিউটোরিয়ালের লগে একটা লুঙ্গি ফ্রি গিফট দেয়া হয় না? দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রেজওয়ান এর ছবি

আমি (বিশেষ করে অন্যের বাসায়) ঘুমানোর আগে পায়ের দিকে লুঙ্গীতে গিঠ দিয়ে শুতাম। কারন অনুমান করে নেবেন।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আমি নিজের বাসাতেও ঘুমানোর সময় লুঙ্গি পরলে নিম্নাংশে গিট্টু মেরেই ঘুমাই ‌O:)

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অতিথি লেখক এর ছবি

ভাই, জীবনে লুঙ্গী পরেছি মাত্র দুই উপলক্ষে। একবার সুন্নতে খতনা প্রসঙ্গে, আরেকবার মাইকেলের 'বূড়ো শালিকের ঘাড়ে রোঁ'-তে অভিনয়ের জন্যে। বিশ্বাস করেন, একবার ও আমি নিজে পরি নাই, অন্যরা পরায়ে দিসে। এই বস্তু একা কেমনে পরা সম্ভব ??
আবুল হায়াত যে কেমনে পারে ! ! !
(শব্দশিল্পী)

এনকিদু এর ছবি

শাড়ি পরিয়ে দিতে হয় শুনেছিলাম । তাই বলে লুঙ্গিও ?!?!?!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্রতীপ এর ছবি

লুঙ্গি পড়ার দুঃসাহস হয় নাই কখনো...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

হেলাল এর ছবি

লুঙ্গি পরা কোন ব্যপারই না। তয় নালায়েক বন্ধুদের কাছে আসতে না দিলেই হল। আর ঘুমের সময়? আরে মিয়া বান্ধবি বা বউ ছাড়া ঘুমাতে যান কেন?
সহজ উপায় হলো লুঙ্গির দুই পাশে কাপড়ের বেল্ট দিয়ে কানেধ ঝুলাইয়া দেন, এ ব্যপারে না পারলে দেবপ্রিয় ভট্রাচার্যের পরামর্শ নিয়ে দেখতে পারেন, উপকার পেতে পারেন।
লুঙ্গি খ্রাপনা।

দৃশা এর ছবি

চিন্তিত
----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

নজমুল আলবাব এর ছবি

লুঙ্গি নিয়া তোর এতো চিন্তা কেনরে?

ভুল সময়ের মর্মাহত বাউল

দৃশা এর ছবি

চিন্তা তো লুঙ্গি লইয়া না রে পিতাশ্রী।
চিন্তা অন্য বিষয় লইয়া। মুখারে কিরাম সন্দো সন্দো লাগে। আর মুখার লেখাগুলা লইয়া পরের বছর আমি বই বাইর করপো ঠিক কইচ্চি, তাই গতিবিধি ফলো করি।
....................................................................................
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

কীর্তিনাশা এর ছবি

লুঙ্গি পড়িয়া আছি সুখে খাইছে

পুরুষদের লুঙ্গি আর মহিলাদের পেটিকোট পরিধানের অভ্যাস নাকি আমাদের দেশের জন্মহার এত অধিক হবার অন্যতম কারন .............

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আচ্ছা মুখফোড়, কেউ কি লুঙ্গি পরতে ব্যর্থ হওয়ায় লুঙ্গির্নীতিমালা নিয়ে হাউকাউ করে? কিংবা টর্ণেডো সাইক্লোন টেস্টে ম্যালফাংশন শেষে নবীশ গালি দেয়?

ইশতিয়াক রউফ এর ছবি

চোখ টিপি

এনকিদু এর ছবি

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বারো তেরো বছর বয়সটাই ছেলেদের জন্য মহা কষ্টকর । এই কথাটা লুঙ্গির ব্যাপারেও খাটে । যারা লুঙ্গি পড়ে, তারা সাধারনত ঐ বার তের বছর বয়সেই নিয়মিত লুঙ্গি পড়া শুরু করে । এবং যাবতীয় দূর্ঘটনা ঐ শুরুর দিকেই ঘটে । একবার অভ্যস্ত হয়ে গেলে, মানে বয়স চৌদ্দ পনেরর দিকে চলে আসতে থাকে যখন তখন আর সমস্যা হয়না । লুঙ্গি পড়ে গাছে চড়া থেকে বিছানার নীচে লুকান সবই করা যায় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানবীরা এর ছবি

প্রবল বাতাসে লুঙ্গির নিম্নাংশ উড়ে মেরিলিন মনরোর মতো আপনাকে উদোম করে দেবে না, তাহলে

মেরিলিন মনরোকে লুঙ্গী পড়া কল্পনা করতেই অন্যরকম লাগছে

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

হাহাহহাহা.....

লুঙ্গি খুলে যাওয়ার ভয় আছে আবার না পড়লেও না,তারা আর কি স্কার্ট ট্রাই করে দেখতে পারেন... যদিও লুঙ্গি বস্ত্রটি আমার পছন্দ না

(জয়িতা)

আকাশ পাগলা [অতিথি] এর ছবি

লেখাগুলো সবই ত মনে হয় আগে পড়েছি। আপনার নতুন লেখা নাই কেন ??
ভোদাইচরিতমানস কোথায়???

সামুতে আপনাকে প্রথম পড়ছি, দারুণ লাগছে। ভক্ত হয়ে গেছি।
আপনাকে নিয়ে ওখানে আমি একটা ফ্যান ক্লাব খুলছি জানেন ?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।