শুভ বিবাহ বার্ষিকী রাগিব ভাই, মানিক ভাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শনি, ১৩/০৬/২০০৯ - ১২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ এক ঐতিহাসিক দিন... এই দিনে সর্বসচল রাগিব ভাই আর নুরুজ্জামান মানিক বিবাহবন্ধনে আবদ্ধ হইছিলেন... চোখ টিপি

তবে আপনারা ভুল বুঝিবেন্না... যদি কিছু ভুল হইয়া থাকে তো সে আমার লেখক দূর্বলতা... আসল ঘটনা হইলো...

auto

রাগিব ভাই বিবাহ করিয়াছিলেন জারিয়া আফরিন চৌধুরীকে। আজকে রাগিব ভাই আর ভাবীর শুভ জন্মদিন... থুক্কু... আবারো ভুল করি... আজকে উনাদের শুভ বিবাহ বার্ষিকী...

দুজনকেই অসংখ্য শুভেচ্ছা।
এ উপলক্ষে রাগিব ভাই হয়তো ম্যারিকাবাসী সচলদের আজকে দাওয়াত করিবেন চোখ টিপি
ফেসবুক মারফত খবর, ভাবী কিন্তু ফাটাফাটি রান্না করেন। (নানান পদের খাবারের ছবি দেখেই কাইত হয়ে গেছিলাম একবার)

auto

আর মানিক ভাই বিবাহ করিয়াছিলেন তানিয়াকে (পুরা নাম জানি না)

মানিক ভাই গত বছর এই দিনে চাইনিজ খাইতে গেছিলো
তবে এবার সিদ্ধান্ত নিছেন দোকলা দোকলা না, আমাদের সবাইরেই দাওয়াত দিছেন। ঢাকাস্থরা যোগাযোগ করেন তার সাথে। হয়তো সময় আর ভেনু বলে দেবেন উনি চোখ টিপি

আবারো দুজন+দুজন=চারজনকেই শুভেচ্ছা...

ছবিসূত্র: ফেসবুক (কারোই অনুমতি নেওয়া হয়নি, তাই দুঃখিত, আপত্তি থাকলে ছবি এক্ষুনি ঘ্যাচাং করে দিবো)


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

শুভদিন দু-চারজনকেই

সাইফ এর ছবি

রাগিব ভাইতে দাওয়াত দিলো না ওঁয়া ওঁয়া , হে হে হে, তবে ২+২ , ৪জনকেই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা

আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন! অভিনন্দন!!

বিপ্লব রহমান এর ছবি

অভিনন্দন! হাসি
---
বেককল ছড়াকারের প্রোফাইল ছবি কই? মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রাগিব এর ছবি

হুম্মম, (মুখে চাপা রুমালের আড়াল থেকে) ধন্যবাদ নজু ভাই। ছবি দেয়া -- আবার জিগান :)।

আপনার ভাবী গোস্ত পরোটা দিয়ে আয়োজন শুরু করে দিয়েছে ... আপনার ভার্চুয়াল দাওয়াত রইলো ভুট্টাক্ষেতে। একেবারে ফ্রেশ ভুট্টাও তৈরী আছে।

আমাদের বিয়ের সময়ে চট্টগ্রামে একেবারে ভরা বর্ষা, সেই বর্ষার দিনটি এখনো উজ্জ্বল হয়ে আছে মনের আলোতে।

--

মানিক ভাইরেও এই চান্সে শুভ বিবাহবার্ষিকী জানাই।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গোস্ত পরোটা!!!
ইশ্... লোভে তো এখনি আমার জিভ চকচক করছে...

ধন্যবাদ রাগিব ভাই

কই হে মানিক বাবু... দেশের মুখ উজ্জ্বল করো টরো... আমরাও একটু গোস্ত পরোটা খাই... ম্যারিকা তো আর যাইতে পারবো না...
নাইলে কিন্তু কবো যে ভাবী রানতে জানে না চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শামীম এর ছবি

প্রথম লাইন পড়েই আপনার লেখক দূর্বলতা টের পাইলাম খাইছে

মৃত্যূবার্ষিকী পালন করার জন্য কাঙালীভোজই উত্তম পন্থা ... ....

শহীদ হওয়ার বার্ষিকী উপলক্ষে দুই-চারজনকেই অভিনন্দন (!) ... আপনাদের ঠিক একসপ্তাহ আগে আমিও শহীদ হয়েছিলাম।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

জি.এম.তানিম এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা!!!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রণদীপম বসু এর ছবি

আহা, বড়ো ভালো লোক ছিলো দু'জনই !
শেষপর্যন্ত এই দিনটাতে এসে একসাথে দুইজনই কুপোকাত হলো !!

দু'জনকেই আরো দু'জনাসহ সহমর্মিতা।
শুভ বিবাহবার্ষিকী চারজনকে ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মানিক ভাইয়ের কথামতো ছবি বদলে দেওয়া হলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেট এর ছবি

শুভেচ্ছা দু-চারজনকেই হাসি
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুস্তাফিজ এর ছবি

অভিনন্দন আর শুভেচ্ছা

...........................
Every Picture Tells a Story

অনিকেত এর ছবি

অনেক শুভেচ্ছা রইল দুই পরিবারের জন্যে----

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী

অনিন্দিতা এর ছবি

অনেক অনেক শুভকামনা চারজনের জন্য।

পান্থ রহমান রেজা এর ছবি

অভিনন্দন দুই বড় ভাইকে। তাদের সংসারজীবন আরো আনন্দময় হউক।

পান্থ রহমান রেজা এর ছবি

অভিনন্দন দুই বড় ভাইকে। তাদের সংসারজীবন আরো আনন্দময় হউক।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই দিনে সর্বসচল রাগিব ভাই আর নুরুজ্জামান মানিক বিবাহবন্ধনে আবদ্ধ হইছিলেন...চোখ টিপি
হা হা হা
তাদের দুইজনকেই স্ত্রীসহ শুভেচ্ছা। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

রাগিব ভাই দম্পতি এবং মানিক ভাই দম্পতির জন্য থাকল আন্তরিক শুভেচ্ছা। সংসার জীবন আরো আনন্দময় হোক। জীবন চলার পথ হোক চিরসুন্দর। হাসি

মামুন হক এর ছবি

রাগিব ভাই-ভাবী এবং মানিক ভাই-ভাবীর জন্য থাকল আন্তরিক শুভেচ্ছা। শুভ শাহাদত দিবস!

গৌতম এর ছবি

দুই ভাই ও দুই ভাবীকে শুভেচ্ছা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহমেদুর রশীদ এর ছবি

শুভেচ্ছা জানাই যুগ্ম চ্যাম্পিয়নদের। তা ভাইসব-বইনসব,কেমন লাগছে দিল্লীর লাড্ডু.....

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আরিফুর রহমান এর ছবি

শুভেচ্ছা...!! দু'জোড়াকেই

সুমন চৌধুরী এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- আহারে এঁনারা দুইজনেই বড় ভালো লোক আছিলেন! অকাল বয়সেই 'মৃত' হইয়া গেলেন! মন খারাপ

কমেণ্টের ঘরে দেখলাম (পোস্টার সহ) কয়েকজন নতুন-পুরাতন মৃতের 'আহাজারী'। একজন আরেকজনরে শুভেচ্ছা দেয়। এক কুঁজায় আরেক কুঁজারে কুঁজোত্বের জন্য শুভাশীষ জানায়। আহা কী মিল, কী মোহাব্বত! চউক্ষে পানি আয়া পড়লো এই মিল মোহাব্বত দেইখা। এই নির্যাতিত, নিপীড়িত, নূরানী, আশেকানী চেহারা গুলার পেছনে যে কতো দুঃখময় ইতিহাস দুই কান্ধের ফেরেশ্তা লেইখা যাইতাছেন আর পরনের লুঙ্গির কোনা তুইলা চউক্ষের পানি মুছতাছেন, তা যদি আমরা কঁচিকাঁচারা একটাবার বুঝতে পারতাম...! আপসুস। মন খারাপ

যাউকগা, পোস্টে উল্লিখিত রাগিব-মানিক (ভাই) জুটিকে অনেক অনেক শুভকামনা 'মৃত' হওয়ার দিনে। সাথে শামীম ভাইকেও, এক সপ্তাহের বাসী বিবাহ মুবারক। হাসি

অফ টপিকঃ ভাই, আপনেরা এতো এতো জন বিবাহিত হইয়া বইসা আছেন। কারো কি কোনো লতায় পাতায় জড়ানোও কেউ নাই যে নাকি আইসা অভাগার চউক্ষের পানি মুইছা দিবো? না ভাইয়েরা ভুল বুইঝেন না। নিজের জন্য কিছু চাইতাছি না। আমি সচলের অবিবাহিত পুলাপানদের জন্য আরজ নিয়া আসছি। তারা কাউকে "ধুগো ভাবী" ডাকা হইতে বঞ্চিত হইতেছে দিনের পর দিন। তাদের এই দিল খান্দান করা কষ্ট আমার দিলে আর সহ্য হইতাছে না। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রাগিব এর ছবি

অফ টপিকঃ ভাই, আপনেরা এতো এতো জন বিবাহিত হইয়া বইসা আছেন। কারো কি কোনো লতায় পাতায় জড়ানোও কেউ নাই যে নাকি আইসা অভাগার চউক্ষের পানি মুইছা দিবো?

বড় দেরী হয়ে গেছে। আমার লতা-পাতা টাইপের সবারই বিয়ে হয়ে গেছে (বা এ/আগামী মাসেই হচ্ছে)। তবে ভয়ের কিছু নাই, শামীম ভাই, আমি ও মানিক ভাই প্রত্যেকে নিজেদের চপ্পলের তলা ঝেড়ে ঝেড়ে পদধুলি জমিয়ে তাবিজ বানাবার প্রকল্প হাতে নিয়েছি। শামীম ভাই ঐটাকে ওপেন সোর্সে ছাড়বেন, (হাদিয়া হিসাবে কিছু দিলেই হবে) জীবিতরা সেটা গলায় পরবেন নিয়মিত, আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাবিজটাকে পানিতে ডুবিয়ে খাস দিলে সেই পানিটা খেয়ে নিবেন। ব্যস, ১ মাসেই ফল পাবেন। (এক সচল ফল পেয়ে আগামীকল্য বিকালেই মরহুম হতে চলেছে, সে সার্টিফাই করতে পারবে এর কার্যকারিতা।)

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি)

কিন্তু আগামীকল্যর সেই সচলের নাম কী?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
তানবীরা এর ছবি

রাগিব - মানিক জুটি দেইখ্যা প্রথমে ভয় পাইলেও, পরে নজরুল ভাই যখন নিজে জানালেন যে, এটা আসলে টেকনিক্যাল তুরটি। মনটা শান্ত হইলো।

এই দুর্ঘটনা কবলিত দিনটিকে উপলক্ষ্য করে শোকসন্তপ্ত পরিবারের জন্য আন্তরিক সমবেদনা (শুভেচ্ছা) রইলো। জোড়া সালামত থাকুক।

ছবিতে রাগিব ভাইকে লাগছে আগের দিনের হিন্দী সিনেমার নায়ক আর মানিককে লাগছে মর্ডান বাংলা সিনেমার নায়ক।

পরোটা গোস্ত এর মেইল এটাচমেন্ট চাই, রাগিব ভাই এই ব্যাপারে ওস্তাদ মানুষ।

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রাগিব এর ছবি

ছবিতে রাগিব ভাইকে লাগছে আগের দিনের হিন্দী সিনেমার নায়ক

এইটা আমার গায়ে হলুদের পাঞ্জাবী ... সেই সুপ্রাচীন যুগে এটাই হাল ফ্যাশন ছিল হাসি

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

তানবীরা এর ছবি

পাঞ্জাবী হাল ফ্যাশনেরই আছে, আপনে বাদে। মানিক ক্যামনে দাড়াইছে দেখছেন ঃ)?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

আচ্ছা, শুভেচ্ছা পোস্টে ১ দাগানো টা কি নতুন ফ্যাশন নাকি?
দেখতে বিরক্ত লাগে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার কিন্তু মজাই লাগছে... লোকজনের নিচুতা দেখলে নিজের মধ্যে একটা মহাপুরুষ মহাপুরুষ ভাব আসে...

এজন্য রবীঠাকুর একটা কবিতা লেখছিলো-

যেজন দেয়না দেখা যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
আমার মন মজেছে সেই গভীরের
গোপন ভালোবাসায়...

গোপন ভালোবাসার মানুষটার প্রতি প্রতিভালোবাসা...

রেটিং ফেটিং নিয়া আমি জীবনেও মাথা ঘামাই না... তিনজনের শ্রম পণ্ড হইলো... আহারে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

শুভ বিবাহবার্ষিকী। সুখে থাকুন, শান্তিতে থাকুন। ধনেজনে গুণেজ্ঞানে কন্যায়পুত্রে লক্ষ্মীলাভ করুন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভেচ্ছা রাগিব ভাই আর মানিক ভাই!! জীবন মধুর হোক।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

অভিজিৎ এর ছবি

শুভেচ্ছা ্‌্‌্‌্‌্‌্‌্‌॥



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

জুম্ম [অতিথি] এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী । আপনাদের সংসারজীবন আনন্দময় হউক।

লীন এর ছবি

দেরী করে ফেললাম, তবুও সকলের শুভ জীবন কামনা করছি।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

জ্বিনের বাদশা এর ছবি

দুই জুটিকেই অনেক অনেক অভিনন্দন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

বিপ্রতীপ এর ছবি

লেট লতিফের পক্ষ থেকে দুই দম্পতিকে শুভেচ্ছা দেঁতো হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

স্নিগ্ধা এর ছবি

শুভেচ্ছা !

রানা মেহের এর ছবি

অভিনন্দন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।